ETV Bharat / bharat

Probe into Adani Enterprise: আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট ! যুগ্ম সংসদীয় কমিটির তদন্ত দাবি বিরোধীদের

গৌতম আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্টে তোলপাড় দেশে ৷ মুলতুবি হল সংসদ ৷ যুগ্ম সংসদীয় কমিটিকে দিয়ে তদন্তের দাবি জানাল কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি (Opposition demands probe into Adani matter holds briefing outside Parliament) ৷

Adani Enterprise
আদানি বিতর্ক
author img

By

Published : Feb 2, 2023, 12:57 PM IST

Updated : Feb 2, 2023, 1:29 PM IST

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: আদানিকাণ্ডে তদন্তের দাবিতে একজোট হল বিরোধী শিবির ৷ বৃহস্পতিবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের দুই কক্ষে বিরোধী শিবির আদানি এন্টারপ্রাইজের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে আলোচনার দাবি জানায় ৷ এতে স্বভাবতই প্রবল চাপের মুখে পড়ে বিজেপি সরকার ৷ উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ ৷ দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় ৷ এরপর বিরোধীরা মোদি-ঘনিষ্ঠ শিল্পপিত গৌতম আদানি বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয় ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, একটি যুগ্ম সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee, JPC) গঠন করা হোক ৷ সেটি দেশের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে থাকবে ৷

আজ সংসদীয় অধিবেশন শুরুর আগে বাজেট অধিবেশন নিয়ে বৈঠক করে বিরোধী শিবির ৷ একাধিক বিরোধী সাংসদেরা গৌতম আদানিকে নিয়ে আলোচনার দাবি জানিয়ে সাসপেনশন অফ বিজনেস নোটিশ দেন ৷ যদিও দ্বিতীয় দিনে বাজেট অধিবেশন আরম্ভের প্রায় সঙ্গে সঙ্গে লোকসভা ও রাজ্যসভায় দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: আদানি-বিতর্কে উত্তাল সংসদ! মুলতুবি রাজ্য়-লোকসভা বাজেট অধিবেশন

আপ-এর সাংসদ সঞ্জয় সিং (AAP MP Sanjay Singh) বলেন, "আদানি মিথ্যের পাহাড়৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে৷ দেশের কোটি কোটি বিনিয়োগকারী দুশ্চিন্তায় রয়েছে৷ বহু মানুষের এলআইসি আছে, এসবিআইতে টাকা লগ্নি করেছে৷ দুই সংস্থাকেই কোটি কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৷" তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে আলোচনা করুন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী সামনে আসুন এবং এটা নিয়ে কথা বলুন৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী (নির্মলা সীতারমন) বলুন, আরবিআই, ইডি এবং সিবিআই কী করছে ? এই বিশাল মাপের দুর্নীতি নিয়ে সরকার চুপ কেন ? এফপিওটা শুধুমাত্র শুরু৷ মিথ্যের পাহাড় ভেঙে পড়বে ৷"

তিনি গৌতম আদানির পাসপোর্ট বাজেয়াপ্তর দাবিও তোলেন ৷ এ প্রসঙ্গে সঞ্জয় সিং বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সিবিআই এবং ইডির কাছে চিঠি দিয়েছি ৷ আদানির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হোক৷ নতুবা তিনি অন্য ব্যবসায়ীদের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবেন ৷ তখন কোটি কোটি মানুষ কী করবে ?" কংগ্রেস সাংসদ মনোজ তিওয়ারি (Cong MP Manoj Tewari) বলেন, "আমরা যুগ্ম সংসদীয় কমিটির (Joint Parliament Committee, JPC) তদন্ত চাই ৷ সরকার আমাদের দাবি না মানলে, আমরা যথাযথ পদক্ষেপ করব ৷ বিষয়টি শুধুমাত্র একজন প্রোমোটারকে নিয়ে নয়, পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে ৷"

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: আদানিকাণ্ডে তদন্তের দাবিতে একজোট হল বিরোধী শিবির ৷ বৃহস্পতিবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের দুই কক্ষে বিরোধী শিবির আদানি এন্টারপ্রাইজের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে আলোচনার দাবি জানায় ৷ এতে স্বভাবতই প্রবল চাপের মুখে পড়ে বিজেপি সরকার ৷ উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ ৷ দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় ৷ এরপর বিরোধীরা মোদি-ঘনিষ্ঠ শিল্পপিত গৌতম আদানি বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয় ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, একটি যুগ্ম সংসদীয় কমিটি (Joint Parliamentary Committee, JPC) গঠন করা হোক ৷ সেটি দেশের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে থাকবে ৷

আজ সংসদীয় অধিবেশন শুরুর আগে বাজেট অধিবেশন নিয়ে বৈঠক করে বিরোধী শিবির ৷ একাধিক বিরোধী সাংসদেরা গৌতম আদানিকে নিয়ে আলোচনার দাবি জানিয়ে সাসপেনশন অফ বিজনেস নোটিশ দেন ৷ যদিও দ্বিতীয় দিনে বাজেট অধিবেশন আরম্ভের প্রায় সঙ্গে সঙ্গে লোকসভা ও রাজ্যসভায় দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: আদানি-বিতর্কে উত্তাল সংসদ! মুলতুবি রাজ্য়-লোকসভা বাজেট অধিবেশন

আপ-এর সাংসদ সঞ্জয় সিং (AAP MP Sanjay Singh) বলেন, "আদানি মিথ্যের পাহাড়৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে৷ দেশের কোটি কোটি বিনিয়োগকারী দুশ্চিন্তায় রয়েছে৷ বহু মানুষের এলআইসি আছে, এসবিআইতে টাকা লগ্নি করেছে৷ দুই সংস্থাকেই কোটি কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৷" তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে আলোচনা করুন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী সামনে আসুন এবং এটা নিয়ে কথা বলুন৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী (নির্মলা সীতারমন) বলুন, আরবিআই, ইডি এবং সিবিআই কী করছে ? এই বিশাল মাপের দুর্নীতি নিয়ে সরকার চুপ কেন ? এফপিওটা শুধুমাত্র শুরু৷ মিথ্যের পাহাড় ভেঙে পড়বে ৷"

তিনি গৌতম আদানির পাসপোর্ট বাজেয়াপ্তর দাবিও তোলেন ৷ এ প্রসঙ্গে সঞ্জয় সিং বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সিবিআই এবং ইডির কাছে চিঠি দিয়েছি ৷ আদানির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হোক৷ নতুবা তিনি অন্য ব্যবসায়ীদের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবেন ৷ তখন কোটি কোটি মানুষ কী করবে ?" কংগ্রেস সাংসদ মনোজ তিওয়ারি (Cong MP Manoj Tewari) বলেন, "আমরা যুগ্ম সংসদীয় কমিটির (Joint Parliament Committee, JPC) তদন্ত চাই ৷ সরকার আমাদের দাবি না মানলে, আমরা যথাযথ পদক্ষেপ করব ৷ বিষয়টি শুধুমাত্র একজন প্রোমোটারকে নিয়ে নয়, পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে ৷"

Last Updated : Feb 2, 2023, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.