ETV Bharat / bharat

নিয়ন্ত্রণে আসেনি উত্তরাখণ্ডের জঙ্গলের আগুন

উত্তরাখণ্ডের জঙ্গলে লাগা আগুন ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে ৷ প্রায় 1 হেক্টর জমিতে সেই আগুন ছড়িয়ে পড়েছে ৷ নিউ তেহরি জেলার বুদোগির জঙ্গলে সেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বন বিভাগ ৷

author img

By

Published : Apr 11, 2021, 3:00 PM IST

operation-underway-to-douse-forest-fire-in-uttarakhands-new-tehri-district
নিয়ন্ত্রণে আসেনি উত্তরাখণ্ডের জঙ্গলে লাগা আগুন

নিউ তেহরি, 11 এপ্রিল : এখনও নেভেনি উত্তরাখণ্ডের নিউ তেহরি জেলার বুদোগি জঙ্গলের আগুন ৷ তেহরি বন দফতরের ডিভিশনাল অফিসার কোকো রোজ জানিয়েছেন, আগুন প্রায় 1 হেক্টরের মতো জঙ্গলে আগুন ছড়িয়ে পড়েছে ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে উত্তরাখণ্ডের বুদোগি জঙ্গলে আগুন লাগে ৷ যে আগুন নেভাতে পুলিশ ও দমকল লাগাতার কাজ করে চলেছে ৷

নিউ তেহরি জেলার ওই বন আধিকারিক জানিয়েছেন, এই আগুন লাগার পিছনে মানুষের হাত রয়েছে ৷ কেউ বা কারা বনের মধ্যে আগুন জ্বালিয়েছিল ৷ সেই আগুনই ছড়িয়ে পড়ে এই ভয়াবহ দাবানলে পরিণত হয়েছে ৷ কোকো রোজ বলেন, ‘‘কত পরিমাণ ক্ষতি হয়েছে তা আগুন নিয়ন্ত্রণে এলেই বোঝা যাবে ৷ আমরা লোকজনের কাছে আবেদন করেছি যে, জঙ্গলে আগুন ধরাবেন না ৷ কেউ আগুন ধরাতে গিয়ে ধরা পড়লে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷’’

আরও পড়ুন : আইআইটি রুরকির 88 জন পড়ুয়া করোনা আক্রান্ত

আগুন নেভাতে বন দফতর পুলিশের সাহায্য নিচ্ছে ৷ লাগাতার উত্তরাখণ্ডের জঙ্গলে আগুন লাগার ঘটনায় সেখানকার হাইকোর্ট গত 6 এপ্রিল বন বিভাগের প্রধান আধিকারিককে ডেকে পাঠিয়েছিল ৷ যেখানে আদালত রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিল, করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে ৷ আর জঙ্গলে আগুন লাগার কারণে নির্গত হওয়া ধোঁয়া পরিস্থিতি আরও সঙ্কটজনক করে তুলছে ৷

নিউ তেহরি, 11 এপ্রিল : এখনও নেভেনি উত্তরাখণ্ডের নিউ তেহরি জেলার বুদোগি জঙ্গলের আগুন ৷ তেহরি বন দফতরের ডিভিশনাল অফিসার কোকো রোজ জানিয়েছেন, আগুন প্রায় 1 হেক্টরের মতো জঙ্গলে আগুন ছড়িয়ে পড়েছে ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে উত্তরাখণ্ডের বুদোগি জঙ্গলে আগুন লাগে ৷ যে আগুন নেভাতে পুলিশ ও দমকল লাগাতার কাজ করে চলেছে ৷

নিউ তেহরি জেলার ওই বন আধিকারিক জানিয়েছেন, এই আগুন লাগার পিছনে মানুষের হাত রয়েছে ৷ কেউ বা কারা বনের মধ্যে আগুন জ্বালিয়েছিল ৷ সেই আগুনই ছড়িয়ে পড়ে এই ভয়াবহ দাবানলে পরিণত হয়েছে ৷ কোকো রোজ বলেন, ‘‘কত পরিমাণ ক্ষতি হয়েছে তা আগুন নিয়ন্ত্রণে এলেই বোঝা যাবে ৷ আমরা লোকজনের কাছে আবেদন করেছি যে, জঙ্গলে আগুন ধরাবেন না ৷ কেউ আগুন ধরাতে গিয়ে ধরা পড়লে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷’’

আরও পড়ুন : আইআইটি রুরকির 88 জন পড়ুয়া করোনা আক্রান্ত

আগুন নেভাতে বন দফতর পুলিশের সাহায্য নিচ্ছে ৷ লাগাতার উত্তরাখণ্ডের জঙ্গলে আগুন লাগার ঘটনায় সেখানকার হাইকোর্ট গত 6 এপ্রিল বন বিভাগের প্রধান আধিকারিককে ডেকে পাঠিয়েছিল ৷ যেখানে আদালত রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিল, করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে ৷ আর জঙ্গলে আগুন লাগার কারণে নির্গত হওয়া ধোঁয়া পরিস্থিতি আরও সঙ্কটজনক করে তুলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.