ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে গ্রিন বাজি বিক্রি ও পোড়ানোর অনুমতি দিল রাজ্য সরকার - গ্রিন বাজি পোড়ানোর অনুমতি দিল রাজ্য সরকার

উত্তরাখণ্ডের ছয় শহরে দিওয়ালি, গুরু নানক জয়ন্তী ও ছট পুজোর দিন বিক্রি ও নির্দিষ্ট দুই ঘণ্টা গ্রিন বাজি পোড়ানোর অনুমতি দিল সেখানকার রাজ্য সরকার।

NGT
NGT
author img

By

Published : Nov 11, 2020, 10:57 PM IST

দেরাদুন, 11 নভেম্বর : বায়ু দূষণ ও কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল(NGT)-র নির্দেশিকা মেনে উত্তরাখণ্ডের ছয় শহরে গ্রিন বাজি পোড়ানোর অনুমতি দিল সেখানকার সরকার। দিওয়ালি, গুরু নানক জয়ন্তী ও ছট পুজোর দিন বিক্রি ও নির্দিষ্ট দুই ঘণ্টা গ্রিন বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে সরকারের তরফে।

দেরাদুন, হরিদ্বার, ঋষিকেশ, হল্দওয়ানি, রুদ্রপুর, কাশীপুরের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি গ্রিন বাজি পোড়ানোর জন্যও সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, দিওয়ালি ও গুরু নানক জয়ন্তীতে সন্ধে আটটা থেকে রাত 10টা পর্যন্ত গ্রিন বাজি পোড়ানো যাবে। ছট পুজোর দিন সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত।

দেশজুড়ে বর্তমান কোরোনা পরিস্থিতি ও ক্রমাগত বেড়ে চলা বায়ুদূষণ প্রতিরোধ করতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল(NGT)-র তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে শব্দবাজি ও সেল থেকে নির্গত রাসায়নিক গ্যাস সমাজের দুর্বল মানুষের স্বাস্থ্যের ক্ষতি না করতে পারে।

দেরাদুন, 11 নভেম্বর : বায়ু দূষণ ও কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল(NGT)-র নির্দেশিকা মেনে উত্তরাখণ্ডের ছয় শহরে গ্রিন বাজি পোড়ানোর অনুমতি দিল সেখানকার সরকার। দিওয়ালি, গুরু নানক জয়ন্তী ও ছট পুজোর দিন বিক্রি ও নির্দিষ্ট দুই ঘণ্টা গ্রিন বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে সরকারের তরফে।

দেরাদুন, হরিদ্বার, ঋষিকেশ, হল্দওয়ানি, রুদ্রপুর, কাশীপুরের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি গ্রিন বাজি পোড়ানোর জন্যও সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, দিওয়ালি ও গুরু নানক জয়ন্তীতে সন্ধে আটটা থেকে রাত 10টা পর্যন্ত গ্রিন বাজি পোড়ানো যাবে। ছট পুজোর দিন সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত।

দেশজুড়ে বর্তমান কোরোনা পরিস্থিতি ও ক্রমাগত বেড়ে চলা বায়ুদূষণ প্রতিরোধ করতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল(NGT)-র তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে শব্দবাজি ও সেল থেকে নির্গত রাসায়নিক গ্যাস সমাজের দুর্বল মানুষের স্বাস্থ্যের ক্ষতি না করতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.