বারাণসী, 13 ডিসেম্বর: আগের বছর 13 ডিসেম্বর কাশী বিশ্বনাথ ধাম নতুন রূপে সকলের সামনে এসেছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনই মন্দিরের নতুন রূপের উদ্বোধন করেন । আজ কাশী বিশ্বনাথ ধাম উদ্বোধনের এক বছর পূর্ণ করল । এই উপলক্ষে বিশ্বনাথ ধামে দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানান জমকালো অনুষ্ঠানের । সন্ধ্যায় অনুরাধা পারোয়ালের গলায় শোনা যাবে সুমধুর সংগীত ৷ এর পাশাপাশি সারাদিন ধরে পূজা-পাঠের আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে ৷
এই এক বছরে ভক্ত বা দর্শনার্থীরা কাশী বিশ্বনাথ ধামে (Shri Kashi Vishwanath Dham) মন খুলে দান করেছেন । মাত্র এক বছরে 100 কোটিরও বেশি টাকা, 60 কেজিরও বেশি সোনা, রূপো এবং আরও অনেক ধাতু কাশী বিশ্বনাথ মন্দির ভেট হিসেবে পেয়েছে । কাশী বিশ্বনাথ ধাম তার প্রথম বছরেই ভেট পাওয়ার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে । যা মন্দিরের ইতিহাসে সর্বোচ্চ ৷
কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath Dham in Varanasi) উদ্বোধনের পর থেকে ভক্তরা 100 কোটিরও বেশি টাকা দান করেছেন, যার মধ্যে 50 কোটিরও বেশি নগদ টাকা দান করা হয়েছে । আর বাকি অনলাইন মাধ্যম ব্যবহার করে 40 শতাংশ টাকা পাওয়া গিয়েছে । এর পাশাপাশি ভক্তদের 50 কোটিরও বেশি মূল্যের মূল্যবান ধাতু (60 কেজি সোনা, 10 কেজি রূপা এবং 1500 কেজি তামা) রয়েছে । গর্ভগৃহের বাইরের এবং ভিতরের দেওয়ালগুলি দর্শনার্থীদের দেওয়া সোনা ও তামা দিয়ে তৈরি করা হয়েছে ।
এছাড়া গত বছরের তুলনায় এই পরিমাণ পাঁচশো শতাংশের বেশি । সূত্রের খবর, উদ্বোধনের পর থেকে 7 কোটি 35 লক্ষেরও বেশি ভক্ত মন্দিরে এসেছেন । যা ধাম কমপ্লেক্সের চারটি গেটে লাগানো হেড স্ক্যানিং মেশিনের মাধ্যমে নিয়মিত গোনা হয়েছে ৷ এরপরই ভক্তের সংখ্যার এই তথ্য পাওয়া গিয়েছে ৷
এক বছরে কাশী বিশ্বনাথ ধামে আসা ভক্তের সংখ্যা-
মাস | ভক্তের সংখ্যা |
ডিসেম্বর - 2021 | 4842716 |
জানুয়ারি -2022 | 7459471 |
ফেব্রুয়ারি - 2022 | 6856142 |
মার্চ– 2022 | 7171163 |
এপ্রিল– 2022 | 6587264 |
মে – 2022 | 6290511 |
জুন– 2022 | 6916981 |
জুলাই – 2022 | 7681561 |
অগস্ট – 2022 | 6711499 |
সেপ্টেম্বর – 2022 | 4013688 |
অক্টোবর – 2022 | 3830643 |
নভেম্বর – 2022 | 3870403 |
ডিসেম্বর (1-12-2022 থেকে 12-12-2022 পর্যন্ত) | 1350000 |
মোট | 73582042 |
আরও পড়ুন: একদিনে যাত্রী পরিষেবায় নয়া রেকর্ড গড়ল মুম্বই বিমানবন্দর