ETV Bharat / bharat

Kashi Vishwanath Dham: কাশী বিশ্বনাথ ধামের এক বছর পূর্তি, 60 কেজি সোনা ও 100 কোটি টাকার ভেট - কাশী বিশ্বনাথ মন্দির

আজ কাশী বিশ্বনাথ ধাম নতুন রূপে উদ্বোধনের (Kashi Vishwanath Temple) এক বছর পূর্ণ করেছে । এই এক বছরে মন্দিরটি দান হিসাবে 60 কেজি সোনা এবং 100 কোটিরও বেশি উপহার পেয়েছে । মঙ্গলবার বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে (One year of Kashi Vishwanath Dham)।

Kashi Vishwanath Dham
Kashi Vishwanath Dham
author img

By

Published : Dec 13, 2022, 1:36 PM IST

বারাণসী, 13 ডিসেম্বর: আগের বছর 13 ডিসেম্বর কাশী বিশ্বনাথ ধাম নতুন রূপে সকলের সামনে এসেছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনই মন্দিরের নতুন রূপের উদ্বোধন করেন । আজ কাশী বিশ্বনাথ ধাম উদ্বোধনের এক বছর পূর্ণ করল । এই উপলক্ষে বিশ্বনাথ ধামে দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানান জমকালো অনুষ্ঠানের । সন্ধ্যায় অনুরাধা পারোয়ালের গলায় শোনা যাবে সুমধুর সংগীত ৷ এর পাশাপাশি সারাদিন ধরে পূজা-পাঠের আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে ৷

এই এক বছরে ভক্ত বা দর্শনার্থীরা কাশী বিশ্বনাথ ধামে (Shri Kashi Vishwanath Dham) মন খুলে দান করেছেন । মাত্র এক বছরে 100 কোটিরও বেশি টাকা, 60 কেজিরও বেশি সোনা, রূপো এবং আরও অনেক ধাতু কাশী বিশ্বনাথ মন্দির ভেট হিসেবে পেয়েছে । কাশী বিশ্বনাথ ধাম তার প্রথম বছরেই ভেট পাওয়ার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে । যা মন্দিরের ইতিহাসে সর্বোচ্চ ৷

Kashi Vishwanath Dham
কাশী বিশ্বনাথ ধামের এক বছর পূর্তি

কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath Dham in Varanasi) উদ্বোধনের পর থেকে ভক্তরা 100 কোটিরও বেশি টাকা দান করেছেন, যার মধ্যে 50 কোটিরও বেশি নগদ টাকা দান করা হয়েছে । আর বাকি অনলাইন মাধ্যম ব্যবহার করে 40 শতাংশ টাকা পাওয়া গিয়েছে । এর পাশাপাশি ভক্তদের 50 কোটিরও বেশি মূল্যের মূল্যবান ধাতু (60 কেজি সোনা, 10 কেজি রূপা এবং 1500 কেজি তামা) রয়েছে । গর্ভগৃহের বাইরের এবং ভিতরের দেওয়ালগুলি দর্শনার্থীদের দেওয়া সোনা ও তামা দিয়ে তৈরি করা হয়েছে ।

Kashi Vishwanath Dham
কাশী বিশ্বনাথ মন্দিরে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন

এছাড়া গত বছরের তুলনায় এই পরিমাণ পাঁচশো শতাংশের বেশি । সূত্রের খবর, উদ্বোধনের পর থেকে 7 কোটি 35 লক্ষেরও বেশি ভক্ত মন্দিরে এসেছেন । যা ধাম কমপ্লেক্সের চারটি গেটে লাগানো হেড স্ক্যানিং মেশিনের মাধ্যমে নিয়মিত গোনা হয়েছে ৷ এরপরই ভক্তের সংখ্যার এই তথ্য পাওয়া গিয়েছে ৷

এক বছরে কাশী বিশ্বনাথ ধামে আসা ভক্তের সংখ্যা-

মাসভক্তের সংখ্যা
ডিসেম্বর - 20214842716
জানুয়ারি -2022 7459471
ফেব্রুয়ারি - 2022 6856142
মার্চ– 2022 7171163
এপ্রিল– 20226587264
মে – 20226290511
জুন– 20226916981
জুলাই – 20227681561
অগস্ট – 20226711499
সেপ্টেম্বর – 2022 4013688
অক্টোবর – 20223830643
নভেম্বর – 20223870403
ডিসেম্বর (1-12-2022 থেকে 12-12-2022 পর্যন্ত)1350000
মোট73582042

আরও পড়ুন: একদিনে যাত্রী পরিষেবায় নয়া রেকর্ড গড়ল মুম্বই বিমানবন্দর

বারাণসী, 13 ডিসেম্বর: আগের বছর 13 ডিসেম্বর কাশী বিশ্বনাথ ধাম নতুন রূপে সকলের সামনে এসেছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনই মন্দিরের নতুন রূপের উদ্বোধন করেন । আজ কাশী বিশ্বনাথ ধাম উদ্বোধনের এক বছর পূর্ণ করল । এই উপলক্ষে বিশ্বনাথ ধামে দিনব্যাপী আয়োজন করা হয়েছে নানান জমকালো অনুষ্ঠানের । সন্ধ্যায় অনুরাধা পারোয়ালের গলায় শোনা যাবে সুমধুর সংগীত ৷ এর পাশাপাশি সারাদিন ধরে পূজা-পাঠের আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে ৷

এই এক বছরে ভক্ত বা দর্শনার্থীরা কাশী বিশ্বনাথ ধামে (Shri Kashi Vishwanath Dham) মন খুলে দান করেছেন । মাত্র এক বছরে 100 কোটিরও বেশি টাকা, 60 কেজিরও বেশি সোনা, রূপো এবং আরও অনেক ধাতু কাশী বিশ্বনাথ মন্দির ভেট হিসেবে পেয়েছে । কাশী বিশ্বনাথ ধাম তার প্রথম বছরেই ভেট পাওয়ার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে । যা মন্দিরের ইতিহাসে সর্বোচ্চ ৷

Kashi Vishwanath Dham
কাশী বিশ্বনাথ ধামের এক বছর পূর্তি

কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath Dham in Varanasi) উদ্বোধনের পর থেকে ভক্তরা 100 কোটিরও বেশি টাকা দান করেছেন, যার মধ্যে 50 কোটিরও বেশি নগদ টাকা দান করা হয়েছে । আর বাকি অনলাইন মাধ্যম ব্যবহার করে 40 শতাংশ টাকা পাওয়া গিয়েছে । এর পাশাপাশি ভক্তদের 50 কোটিরও বেশি মূল্যের মূল্যবান ধাতু (60 কেজি সোনা, 10 কেজি রূপা এবং 1500 কেজি তামা) রয়েছে । গর্ভগৃহের বাইরের এবং ভিতরের দেওয়ালগুলি দর্শনার্থীদের দেওয়া সোনা ও তামা দিয়ে তৈরি করা হয়েছে ।

Kashi Vishwanath Dham
কাশী বিশ্বনাথ মন্দিরে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন

এছাড়া গত বছরের তুলনায় এই পরিমাণ পাঁচশো শতাংশের বেশি । সূত্রের খবর, উদ্বোধনের পর থেকে 7 কোটি 35 লক্ষেরও বেশি ভক্ত মন্দিরে এসেছেন । যা ধাম কমপ্লেক্সের চারটি গেটে লাগানো হেড স্ক্যানিং মেশিনের মাধ্যমে নিয়মিত গোনা হয়েছে ৷ এরপরই ভক্তের সংখ্যার এই তথ্য পাওয়া গিয়েছে ৷

এক বছরে কাশী বিশ্বনাথ ধামে আসা ভক্তের সংখ্যা-

মাসভক্তের সংখ্যা
ডিসেম্বর - 20214842716
জানুয়ারি -2022 7459471
ফেব্রুয়ারি - 2022 6856142
মার্চ– 2022 7171163
এপ্রিল– 20226587264
মে – 20226290511
জুন– 20226916981
জুলাই – 20227681561
অগস্ট – 20226711499
সেপ্টেম্বর – 2022 4013688
অক্টোবর – 20223830643
নভেম্বর – 20223870403
ডিসেম্বর (1-12-2022 থেকে 12-12-2022 পর্যন্ত)1350000
মোট73582042

আরও পড়ুন: একদিনে যাত্রী পরিষেবায় নয়া রেকর্ড গড়ল মুম্বই বিমানবন্দর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.