ETV Bharat / bharat

Pakistani Intruder Shot Dead: পুঞ্চে সেনার গুলিতে খতম পাকিস্তানি অনুপ্রবেশকারী - কাশ্মীরের খবর

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর গুলিতে খতম এক পাকিস্তানি অনুপ্রবেশকারী ৷ তার আরও দুই সঙ্গীর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান ৷

one Pakistani Intruder Shot Dead in Poonch and two others ran away
ফাইল ছবি
author img

By

Published : Apr 9, 2023, 4:28 PM IST

পুঞ্চ, 9 এপ্রিল: সেনাবাহিনীর গুলিতে নিহত হল এক পাক অনুপ্রবেশকারী ৷ রবিবার ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ৷ এদিন নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদমন অভিযানে নামেন সেনার সদস্যরা ৷ সেই সময়েই ওই অনুপ্রবেশকারীকে গুলি করে খতম করা হয় ৷ সেনাবাহিনীর এক মুখপাত্র এই তথ্য দিয়েছেন ৷

সেনা সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর রাতে (2টো 15 মিনিট নাগাদ) সংশ্লিষ্ট শাহপুর সেক্টরে এই অভিযান চালানো হয় ৷ ওই সময় তিনজন সন্দেহভাজন জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা করে ৷ কিন্তু, বাহিনীর সদস্যরা সতর্ক থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ উলটে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে তারা ৷ পালটা জবাব দেন বাহিনীর সদস্যরাও ৷ বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে ৷ সেনার এক আধিকারিক জানিয়েছেন, সীমান্তের কাছে কিছু মানুষের জটলা দেখে সন্দেহ হয়েছিল বাহিনীর সদস্যদের ৷ তারা বিষয়টি খতিয়ে দেখেন ৷ তখনই নজরে আসে সীমান্ত পেরিয়ে তিনজন ভারতে ঢোকার চেষ্টা করছে ৷ সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায় সেনাবাহিনী ৷

দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর অবশেষে এলাকা শান্ত হয় ৷ সেনার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেখানে একজনের মৃতদেহ পড়ে রয়েছে ৷ বাকিরা জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে গিয়েছে ৷ তাদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুসারে, ওই এলাকা ঘিরে রাখা হয়েছে ৷ বাহিনীর সদস্যরা সর্বত্র তল্লাশি চালাচ্ছেন ৷ তবে, এখনও পর্যন্ত কারও পাকড়াও হওয়ার খবর জানা যায়নি ৷ সেনাবাহিনীর আশঙ্কা, সীমান্ত লাগোয়া এই এলাকায় আরও অন্তত দু'জন পাকিস্তানি সন্ত্রাসবাদী গা-ঢাকা দিয়ে রয়েছে ৷

আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, কাশ্মীরি পণ্ডিতের প্রাণ কাড়ল জঙ্গির গুলি

এর আগে গত মঙ্গলবার এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে ভারতে প্রবেশের আগেই গ্রেফতার করা হয়েছিল ৷ গুজরাতের বনসকান্তা জেলার অন্তর্গত ভারত-পাকিস্তান সীমান্তে কাছে এই ঘটনা ঘটে ৷ বিএসএফের হাতে ধরা পড়ে ওই অনুপ্রবেশকারী ৷ পরবর্তীতে এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করে বিএসএফ ৷ তাতে বলা হয়, "4 এপ্রিল বনসকান্তা জেলার নদেশ্বরী এলাকায় সতর্ক বিএসএফ জওয়ানরা এক পাক নাগরিককে আন্তর্জাতিক সীমান্ত পার হতে দেখেন ৷ যে মুহূর্তে ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া পেরিয়ে এপারে আসার চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয় ৷" পরবর্তীতে ওই ব্যক্তিকে জেরা করা হয় ৷ তাঁর সীমান্ত পার করার কারণ জানতে তদন্ত চলছে ৷

পুঞ্চ, 9 এপ্রিল: সেনাবাহিনীর গুলিতে নিহত হল এক পাক অনুপ্রবেশকারী ৷ রবিবার ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ৷ এদিন নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদমন অভিযানে নামেন সেনার সদস্যরা ৷ সেই সময়েই ওই অনুপ্রবেশকারীকে গুলি করে খতম করা হয় ৷ সেনাবাহিনীর এক মুখপাত্র এই তথ্য দিয়েছেন ৷

সেনা সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর রাতে (2টো 15 মিনিট নাগাদ) সংশ্লিষ্ট শাহপুর সেক্টরে এই অভিযান চালানো হয় ৷ ওই সময় তিনজন সন্দেহভাজন জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা করে ৷ কিন্তু, বাহিনীর সদস্যরা সতর্ক থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ উলটে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে তারা ৷ পালটা জবাব দেন বাহিনীর সদস্যরাও ৷ বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে ৷ সেনার এক আধিকারিক জানিয়েছেন, সীমান্তের কাছে কিছু মানুষের জটলা দেখে সন্দেহ হয়েছিল বাহিনীর সদস্যদের ৷ তারা বিষয়টি খতিয়ে দেখেন ৷ তখনই নজরে আসে সীমান্ত পেরিয়ে তিনজন ভারতে ঢোকার চেষ্টা করছে ৷ সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায় সেনাবাহিনী ৷

দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর অবশেষে এলাকা শান্ত হয় ৷ সেনার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেখানে একজনের মৃতদেহ পড়ে রয়েছে ৷ বাকিরা জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে গিয়েছে ৷ তাদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুসারে, ওই এলাকা ঘিরে রাখা হয়েছে ৷ বাহিনীর সদস্যরা সর্বত্র তল্লাশি চালাচ্ছেন ৷ তবে, এখনও পর্যন্ত কারও পাকড়াও হওয়ার খবর জানা যায়নি ৷ সেনাবাহিনীর আশঙ্কা, সীমান্ত লাগোয়া এই এলাকায় আরও অন্তত দু'জন পাকিস্তানি সন্ত্রাসবাদী গা-ঢাকা দিয়ে রয়েছে ৷

আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, কাশ্মীরি পণ্ডিতের প্রাণ কাড়ল জঙ্গির গুলি

এর আগে গত মঙ্গলবার এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে ভারতে প্রবেশের আগেই গ্রেফতার করা হয়েছিল ৷ গুজরাতের বনসকান্তা জেলার অন্তর্গত ভারত-পাকিস্তান সীমান্তে কাছে এই ঘটনা ঘটে ৷ বিএসএফের হাতে ধরা পড়ে ওই অনুপ্রবেশকারী ৷ পরবর্তীতে এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করে বিএসএফ ৷ তাতে বলা হয়, "4 এপ্রিল বনসকান্তা জেলার নদেশ্বরী এলাকায় সতর্ক বিএসএফ জওয়ানরা এক পাক নাগরিককে আন্তর্জাতিক সীমান্ত পার হতে দেখেন ৷ যে মুহূর্তে ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া পেরিয়ে এপারে আসার চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয় ৷" পরবর্তীতে ওই ব্যক্তিকে জেরা করা হয় ৷ তাঁর সীমান্ত পার করার কারণ জানতে তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.