ETV Bharat / bharat

Manmohan Singh Birthday: ভারতের অন্যতম সেরা দেশনায়ক, মনমোহন সিং-এর 90তম জন্মদিনে শুভেচ্ছা রাহুলের

দেশের অন্যতম দেশনায়ক মনমোহন সিং (Manmohan Singh Birthday)৷ তাঁর 90তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধি (Rahul Gandhi)৷

One of India's finest statesman Rahul Gandhi wishes ex PM Manmohan on his birthday
দেশের অন্যতম দেশনায়ক, মনমোহন সিং-এর 90তম জন্মদিনে শুভেচ্ছা রাহুলের
author img

By

Published : Sep 26, 2022, 1:14 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: মনমোহন সিং ভারতের অন্যতম সেরা দেশনায়ক ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে (Manmohan Singh Birthday) তাঁর 90তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে মনমোহন সিং-এর সমকক্ষ খুব কমই রয়েছেন বলে মনে করেন রাগা (Rahul Gandhi wishes Manmohan Singh)৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ টুইট করে রাহুল লিখেছেন, "ভারতের অন্যতম সেরা দেশনায়ককে শুভেচ্ছা জানাই, শুভ জন্মদিন ড. মনমোহন সিং ৷ ভারতের উন্নয়নে তাঁর যে নম্রতা, নিষ্ঠা ও অবদান রয়েছে তার সমকক্ষ খুব কমই আছেন ৷" রাহুলের মতে, "তিনি আমার কাছে ও কোটি কোটি ভারতীয়ের কাছে একটা অনুপ্রেরণা ৷ তাঁর সুস্বাস্থ্য ও সুখী জীবন প্রার্থনা করি ৷"

  • Wishing one of India’s finest statesman, Dr Manmohan Singh ji a very happy birthday.

    His humility, dedication and contribution to India’s development, has few parallels.

    He is an inspiration to me, and to crores of other Indians. I pray for his good health and happiness.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মনমোহন সিং-কে টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেসও ৷ দলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইটে লেখা হয়েছে, "ভারতের জন্য মনমোহন সিং-এর অর্থ দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং নিষ্ঠা । তিনি ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি, এটি ছিল তাঁর দুর্দান্ত দৃষ্টিভঙ্গি, যা ভারতের অর্থনৈতিক গল্পটিকে পরবর্তী স্তরে নিয়ে গিয়েছিল ।"

আরও পড়ুন: গেহলতের উত্তরসূরি পাইলট ? কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের আগে তুঙ্গে জল্পনা

প্রখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ৷ তার আগে 1991-96 সালে পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বাধীন সরকারে দেশের অর্থমন্ত্রী ছিলেন তিনি ৷

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: মনমোহন সিং ভারতের অন্যতম সেরা দেশনায়ক ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে (Manmohan Singh Birthday) তাঁর 90তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে মনমোহন সিং-এর সমকক্ষ খুব কমই রয়েছেন বলে মনে করেন রাগা (Rahul Gandhi wishes Manmohan Singh)৷

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ টুইট করে রাহুল লিখেছেন, "ভারতের অন্যতম সেরা দেশনায়ককে শুভেচ্ছা জানাই, শুভ জন্মদিন ড. মনমোহন সিং ৷ ভারতের উন্নয়নে তাঁর যে নম্রতা, নিষ্ঠা ও অবদান রয়েছে তার সমকক্ষ খুব কমই আছেন ৷" রাহুলের মতে, "তিনি আমার কাছে ও কোটি কোটি ভারতীয়ের কাছে একটা অনুপ্রেরণা ৷ তাঁর সুস্বাস্থ্য ও সুখী জীবন প্রার্থনা করি ৷"

  • Wishing one of India’s finest statesman, Dr Manmohan Singh ji a very happy birthday.

    His humility, dedication and contribution to India’s development, has few parallels.

    He is an inspiration to me, and to crores of other Indians. I pray for his good health and happiness.

    — Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মনমোহন সিং-কে টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেসও ৷ দলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইটে লেখা হয়েছে, "ভারতের জন্য মনমোহন সিং-এর অর্থ দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং নিষ্ঠা । তিনি ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি, এটি ছিল তাঁর দুর্দান্ত দৃষ্টিভঙ্গি, যা ভারতের অর্থনৈতিক গল্পটিকে পরবর্তী স্তরে নিয়ে গিয়েছিল ।"

আরও পড়ুন: গেহলতের উত্তরসূরি পাইলট ? কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের আগে তুঙ্গে জল্পনা

প্রখ্যাত অর্থনীতিবিদ মনমোহন সিং 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ৷ তার আগে 1991-96 সালে পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বাধীন সরকারে দেশের অর্থমন্ত্রী ছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.