ETV Bharat / bharat

Student Dies by Suicide in Kota: কোটায় ফের আত্মঘাতী ছাত্র, তদন্তে পুলিশ

One more student dies by suicide in Kota: রাজস্থানের কোটায় আরও এক ছাত্র আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ ৷ মৃতের নাম, তানভির খান ৷ তিনি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা ৷ বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Student Dies by Suicide in Kota
Student Dies by Suicide in Kota
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 12:39 PM IST

কোটা, 28 সেপ্টেম্বর: ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল রাজস্থানের কোটায় ৷ এবার ঘটনাস্থল কোটা শহরের কুনহাড়ি থানা এলাকায় ৷ অভিযোগ, বুধবার তানভির খান নামে বছর কুড়ির ওই তরুণ আত্মঘাতী হন ৷ তিনি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তানভির দ্বাদশ শ্রেণি পাশ করার পর উচ্চশিক্ষার জন্য গত এক বছর ধরে কোটায় থাকছিলেন ৷ তবে তিনি কোনও কোচিং প্রতিষ্ঠানে পড়তেন না ৷ নিজেই উচ্চশিক্ষার পড়াশোনা করছিলেন ৷ স্থানীয় কৃষ্ণবিহারে একটি ভাড়াবাড়িতে তিনি থাকতেন ৷ তাঁর সঙ্গে তাঁর বাবা মহম্মদ হোসেন এবং বোন তাহিন্দা খানও থাকতেন ৷ তাঁর বাবা কোটাতেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কোচিং দেন ৷

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ঘটনাটি ঘটে৷ ঘটনার সময় নিহতের বোন তাহিন্দা খান কৃষ্ণবিহারের ভাড়াবাড়িতে ছিলেন । তানভির তাঁর বোনকে জানান যে তিনি পোশাক পালটাতে ঘরে যাচ্ছেন ৷ এই বলে তিনি ঘরে প্রবেশ করেন ৷ তার পর দীর্ঘক্ষণ ধরে তিনি না বের হওয়ায় সন্দেহ বোনের ৷

পুলিশ আরও জানিয়েছে যে দাদা দীর্ঘক্ষণ বের না হওয়ায় তাহিন্দা দাদাকে বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন ৷ তার পরও না বের হওয়ায় তিনি ঘরে যান৷ তখন দাদাকে অচৈতন্য অবস্থায় দেখেন ৷

তাহিন্দা এর পর তাঁর বাবা মহম্মদ হোসেনকে খবর দেন ৷ বাবা তড়িঘড়ি বাড়িতে পৌঁছে ছেলেকে ওই অবস্থায় দেখেন ৷ তিনিই পুলিশকে খবর দেন ৷ পুলিশ গিয়ে তানভিরকে উদ্ধার করে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের তরফে ৷

পুলিশ মহম্মদ হোসেন ও তাহিন্দা খানের সঙ্গে এই নিয়ে কথা বলেছে ৷ মহম্মদ হোসেন পুলিশকে জানিয়েছেন যে তাঁর ছেলে অসুস্থ ছিলেন ৷ সেই কারণে ওষুধও খেতেন ৷ কী ধরনের ওষুধ তানভির খেতেন, তা পুলিশ খতিয়ে দেখছে ৷ তানভিরের কোনও মানসিক সমস্যা ছিল কি না, সেই কারণেই তিনি ওষুধ খাচ্ছিলেন কি না, সেটাও পুলিশ তদন্ত করে দেখছে ৷

তাছাড়া তানভির কীভাবে আত্মঘাতী হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ এই বিষয়ে নিশ্চিত হতে পুলিশ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে ৷

আরও পড়ুন: স্ত্রীর কাছে মদ খাওয়ার টাকা চেয়ে না-পাওয়ায় আত্মহত্যা ব্যক্তির

কোটা, 28 সেপ্টেম্বর: ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল রাজস্থানের কোটায় ৷ এবার ঘটনাস্থল কোটা শহরের কুনহাড়ি থানা এলাকায় ৷ অভিযোগ, বুধবার তানভির খান নামে বছর কুড়ির ওই তরুণ আত্মঘাতী হন ৷ তিনি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তানভির দ্বাদশ শ্রেণি পাশ করার পর উচ্চশিক্ষার জন্য গত এক বছর ধরে কোটায় থাকছিলেন ৷ তবে তিনি কোনও কোচিং প্রতিষ্ঠানে পড়তেন না ৷ নিজেই উচ্চশিক্ষার পড়াশোনা করছিলেন ৷ স্থানীয় কৃষ্ণবিহারে একটি ভাড়াবাড়িতে তিনি থাকতেন ৷ তাঁর সঙ্গে তাঁর বাবা মহম্মদ হোসেন এবং বোন তাহিন্দা খানও থাকতেন ৷ তাঁর বাবা কোটাতেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কোচিং দেন ৷

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ঘটনাটি ঘটে৷ ঘটনার সময় নিহতের বোন তাহিন্দা খান কৃষ্ণবিহারের ভাড়াবাড়িতে ছিলেন । তানভির তাঁর বোনকে জানান যে তিনি পোশাক পালটাতে ঘরে যাচ্ছেন ৷ এই বলে তিনি ঘরে প্রবেশ করেন ৷ তার পর দীর্ঘক্ষণ ধরে তিনি না বের হওয়ায় সন্দেহ বোনের ৷

পুলিশ আরও জানিয়েছে যে দাদা দীর্ঘক্ষণ বের না হওয়ায় তাহিন্দা দাদাকে বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন ৷ তার পরও না বের হওয়ায় তিনি ঘরে যান৷ তখন দাদাকে অচৈতন্য অবস্থায় দেখেন ৷

তাহিন্দা এর পর তাঁর বাবা মহম্মদ হোসেনকে খবর দেন ৷ বাবা তড়িঘড়ি বাড়িতে পৌঁছে ছেলেকে ওই অবস্থায় দেখেন ৷ তিনিই পুলিশকে খবর দেন ৷ পুলিশ গিয়ে তানভিরকে উদ্ধার করে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের তরফে ৷

পুলিশ মহম্মদ হোসেন ও তাহিন্দা খানের সঙ্গে এই নিয়ে কথা বলেছে ৷ মহম্মদ হোসেন পুলিশকে জানিয়েছেন যে তাঁর ছেলে অসুস্থ ছিলেন ৷ সেই কারণে ওষুধও খেতেন ৷ কী ধরনের ওষুধ তানভির খেতেন, তা পুলিশ খতিয়ে দেখছে ৷ তানভিরের কোনও মানসিক সমস্যা ছিল কি না, সেই কারণেই তিনি ওষুধ খাচ্ছিলেন কি না, সেটাও পুলিশ তদন্ত করে দেখছে ৷

তাছাড়া তানভির কীভাবে আত্মঘাতী হয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷ এই বিষয়ে নিশ্চিত হতে পুলিশ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে ৷

আরও পড়ুন: স্ত্রীর কাছে মদ খাওয়ার টাকা চেয়ে না-পাওয়ায় আত্মহত্যা ব্যক্তির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.