ETV Bharat / bharat

Nipah Virus: কোঝিকোড়ে নিপা ভাইরাসের কোপে আরও 1, মোট আক্রান্তের সংখ্যা 4 - কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্ত আরও 1

Four Nipah Active Cases in Kozhikode: কেরলের কোঝিকোড় জেলায় নিপায় আক্রান্তের সংখ্যা 4 ছাড়াল ৷ আজ কেরল স্বাস্থ্য দফতরের তরফে আরও এক ব্যক্তির শরীরের নিপার জীবাণু থাকার খবর নিশ্চিত করা হয়েছে ৷

Nipah Virus ETV BHARAT
Nipah Virus
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 1:12 PM IST

Updated : Sep 15, 2023, 1:23 PM IST

কোঝিকোড়, 15 সেপ্টেম্বর: কোঝিকোড়ে আরও একজনের শরীরে পাওয়া গেল নিপা ভাইরাসের জীবাণু ৷ আজ সরকারিভাবে সেই খবর নিশ্চিত করা হয়েছে ৷ 39 বছরের এক ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত ৷ তিনি বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ এ নিয়ে কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে চার ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি এর আগে একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন ৷ সেখানেও তাঁর নমুনায় নিপা ভাইরাস পাওয়া গিয়েছিল ৷

ওই বেসরকারি হাসপাতালের তরফেও নিপা ভাইরাস নিশ্চিত করা হয়েছিল ৷ পরবর্তী সময়ে তাঁর শরীরে উপসর্গ দেখা দেয় ৷ সেই সময় ওই ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয় ৷ কিন্তু, প্রথমবারের রিপোর্টে তাঁর শারীরিক কোনও সমস্যার কথা উল্লেখ করা হয়নি ৷ তবে, সরকারিভাবে সেই সময় নিপা ভাইরাসের রিপোর্ট সুনিশ্চিত করেনি কেরলের স্বাস্থ্য দফতর ৷ সরকারের তরফে নিপা ভাইরাস নমুনা পরীক্ষা করানো হয় ৷ সেই রিপোর্ট পজিটিভ আসার পরেই সরকারিভাবে ওই ব্যক্তিকে নিপা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে ৷

গতকাল রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছিল কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালের কর্মী নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৷ এর পরেই ওই জেলায় 2দিনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ কেরলের পিনারাই বিজয়নের নেতৃত্ব স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক করা হয় ৷ সেই বৈঠক শেষে বীণা জর্জ জানান, সংক্রমণ প্রতিরোধ করতে কোনও জায়গায় একসঙ্গে অনেকের জমায়েত করা যাবে না ৷

আরও পড়ুন: কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্ত আরও এক, আগামী 2 দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

কোঝিকোড়ের ৭টি পঞ্চায়েতকে সংক্রমণ প্রবণ জোন বলে ঘোষণা করেছে কেরল স্বাস্থ্য দফতর ৷ ওই এলাকায় দোকানগুলি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকার কথাও বলেন তিনি ৷ তবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষার সূচিতে কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে পিনারাই বিজয়নের সরকার ৷

কোঝিকোড়, 15 সেপ্টেম্বর: কোঝিকোড়ে আরও একজনের শরীরে পাওয়া গেল নিপা ভাইরাসের জীবাণু ৷ আজ সরকারিভাবে সেই খবর নিশ্চিত করা হয়েছে ৷ 39 বছরের এক ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত ৷ তিনি বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ এ নিয়ে কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে চার ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি এর আগে একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন ৷ সেখানেও তাঁর নমুনায় নিপা ভাইরাস পাওয়া গিয়েছিল ৷

ওই বেসরকারি হাসপাতালের তরফেও নিপা ভাইরাস নিশ্চিত করা হয়েছিল ৷ পরবর্তী সময়ে তাঁর শরীরে উপসর্গ দেখা দেয় ৷ সেই সময় ওই ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয় ৷ কিন্তু, প্রথমবারের রিপোর্টে তাঁর শারীরিক কোনও সমস্যার কথা উল্লেখ করা হয়নি ৷ তবে, সরকারিভাবে সেই সময় নিপা ভাইরাসের রিপোর্ট সুনিশ্চিত করেনি কেরলের স্বাস্থ্য দফতর ৷ সরকারের তরফে নিপা ভাইরাস নমুনা পরীক্ষা করানো হয় ৷ সেই রিপোর্ট পজিটিভ আসার পরেই সরকারিভাবে ওই ব্যক্তিকে নিপা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে ৷

গতকাল রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছিল কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালের কর্মী নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৷ এর পরেই ওই জেলায় 2দিনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ কেরলের পিনারাই বিজয়নের নেতৃত্ব স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক করা হয় ৷ সেই বৈঠক শেষে বীণা জর্জ জানান, সংক্রমণ প্রতিরোধ করতে কোনও জায়গায় একসঙ্গে অনেকের জমায়েত করা যাবে না ৷

আরও পড়ুন: কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্ত আরও এক, আগামী 2 দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

কোঝিকোড়ের ৭টি পঞ্চায়েতকে সংক্রমণ প্রবণ জোন বলে ঘোষণা করেছে কেরল স্বাস্থ্য দফতর ৷ ওই এলাকায় দোকানগুলি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকার কথাও বলেন তিনি ৷ তবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষার সূচিতে কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে পিনারাই বিজয়নের সরকার ৷

Last Updated : Sep 15, 2023, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.