ETV Bharat / bharat

Cheetah Released at Kuno: একের পর এক শাবক মৃত্যু, বিতর্কের মাঝেই কুনোয় ছাড়া হল আরও একটি চিতা - কুনো ন্যাশনাল পার্ক

দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরও এক চিতাকে রবিবার কুনোতে ছাড়া হল ৷ বাকি এখনও 10টি চিতা ঘেরে রয়েছে ৷ তাদের ছাড়ার সিদ্ধান্ত নেবে কেন্দ্রের তৈরি কমিটি বলে জানালেন সেখানকার এক আধিকারিক ৷

Kuno national park
চিতা
author img

By

Published : May 29, 2023, 8:56 PM IST

শিউপুর, 29 মে: মধ্যপ্রদেশের শিউপুর জেলার কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হল আরও একটি চিতা ৷ এই নিয়ে জাতীয় উদ্যানে মোট সাতটি পূর্ণবয়স্ক চিতা ছাড়া হল ৷ সোমবার সেখানকার এক আধিকারিক এমনটাই জানিয়েছেন ।

কুনো ন্যাশনাল পার্কের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) প্রকাশকুমার ভার্মা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে আনা একটি মহিলা চিতাকে রবিবার সন্ধেয় জাতীয় উদ্যানে একটি বড় ঘের থেকে বনে ছেড়ে দেওয়া হয়েছে । সেটির বয়স হবে 3 থেকে 4 বছর ৷ এখনও অবধি সাতটি চিতাকে বনে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তবে এখনও দশটি চিতাকে বড় ঘেরে রাখা হয়েছে বলে তিনি জানান ।

জানা গিয়েছে, বাকি চিতাগুলিকে বনে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রের তরফে গঠিত স্টিয়ারিং কমিটি। ওই কমিটির সদস্যদের মঙ্গলবার কুনো ন্যাশনাল পার্ক পরিদর্শন করার কথা রয়েছে ৷ পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ মিলিয়ে 8টি নামিবিয়ান চিতাকে প্রাথমিকভাবে এই জাতীয় উদ্যানে আনা হয়েছিল ৷ 'প্রজেক্ট চিতা' কর্মসূচির অংশ হিসাবে গত বছরের 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ ঘেরে ছেড়ে দিয়েছিলেন তাদের ।

পরে অবশ্য আরও 12টি চিতা আনা হয়েছে ৷ তাদের মধ্যে রয়েছে সাতটি পুরুষ এবং পাঁচটি মহিলা ৷ চলতি বছরের 18 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে জাতীয় উদ্যানে আনা হয়েছিল ওই চিতাগুলিকে । চিতা জুয়ালা (আগে শিয়া নামে পরিচিত) তাকে নামিবিয়া থেকে এখানে আনা হয়েছিল ৷ সে এই বছরের মার্চ মাসে কুনো ন্যাশনাল পার্কে চারটি শাবকের জন্ম দিয়েছিল । তবে দিনকয়েক আগেই তিনটি শাবকের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন: উদয়ের পর দক্ষ, ফের চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

1947 সালে বর্তমান ছত্তিশগড়ের কোরিয়া জেলায় শেষ চিতা দেখা গিয়েছিল ৷ এরপর এই প্রথম চিতা শাবকগুলি ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিল । এই শাবকগুলি ছাড়াও দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে নিয়ে আসা 20টি প্রাপ্তবয়স্ক চিতার মধ্যে তিনটির মৃত্যু হয়েছে ৷ নামিবিয়ার চিতা শাসার 27 মার্চ কিডনি-সম্পর্কিত অসুস্থতার কারণে মৃত্যু হয় । দক্ষিণ আফ্রিকা থেকে আনা উদয়ের 13 এপ্রিল মৃত্যু হয় ৷ দক্ষিণ আফ্রিকার চিতা দক্ষ 9 মে সঙ্গমের প্রচেষ্টার সময় আঘাত পেয়ে মারা যায় ।

শিউপুর, 29 মে: মধ্যপ্রদেশের শিউপুর জেলার কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হল আরও একটি চিতা ৷ এই নিয়ে জাতীয় উদ্যানে মোট সাতটি পূর্ণবয়স্ক চিতা ছাড়া হল ৷ সোমবার সেখানকার এক আধিকারিক এমনটাই জানিয়েছেন ।

কুনো ন্যাশনাল পার্কের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) প্রকাশকুমার ভার্মা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে আনা একটি মহিলা চিতাকে রবিবার সন্ধেয় জাতীয় উদ্যানে একটি বড় ঘের থেকে বনে ছেড়ে দেওয়া হয়েছে । সেটির বয়স হবে 3 থেকে 4 বছর ৷ এখনও অবধি সাতটি চিতাকে বনে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তবে এখনও দশটি চিতাকে বড় ঘেরে রাখা হয়েছে বলে তিনি জানান ।

জানা গিয়েছে, বাকি চিতাগুলিকে বনে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রের তরফে গঠিত স্টিয়ারিং কমিটি। ওই কমিটির সদস্যদের মঙ্গলবার কুনো ন্যাশনাল পার্ক পরিদর্শন করার কথা রয়েছে ৷ পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ মিলিয়ে 8টি নামিবিয়ান চিতাকে প্রাথমিকভাবে এই জাতীয় উদ্যানে আনা হয়েছিল ৷ 'প্রজেক্ট চিতা' কর্মসূচির অংশ হিসাবে গত বছরের 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ ঘেরে ছেড়ে দিয়েছিলেন তাদের ।

পরে অবশ্য আরও 12টি চিতা আনা হয়েছে ৷ তাদের মধ্যে রয়েছে সাতটি পুরুষ এবং পাঁচটি মহিলা ৷ চলতি বছরের 18 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে জাতীয় উদ্যানে আনা হয়েছিল ওই চিতাগুলিকে । চিতা জুয়ালা (আগে শিয়া নামে পরিচিত) তাকে নামিবিয়া থেকে এখানে আনা হয়েছিল ৷ সে এই বছরের মার্চ মাসে কুনো ন্যাশনাল পার্কে চারটি শাবকের জন্ম দিয়েছিল । তবে দিনকয়েক আগেই তিনটি শাবকের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন: উদয়ের পর দক্ষ, ফের চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে

1947 সালে বর্তমান ছত্তিশগড়ের কোরিয়া জেলায় শেষ চিতা দেখা গিয়েছিল ৷ এরপর এই প্রথম চিতা শাবকগুলি ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছিল । এই শাবকগুলি ছাড়াও দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে নিয়ে আসা 20টি প্রাপ্তবয়স্ক চিতার মধ্যে তিনটির মৃত্যু হয়েছে ৷ নামিবিয়ার চিতা শাসার 27 মার্চ কিডনি-সম্পর্কিত অসুস্থতার কারণে মৃত্যু হয় । দক্ষিণ আফ্রিকা থেকে আনা উদয়ের 13 এপ্রিল মৃত্যু হয় ৷ দক্ষিণ আফ্রিকার চিতা দক্ষ 9 মে সঙ্গমের প্রচেষ্টার সময় আঘাত পেয়ে মারা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.