ETV Bharat / bharat

CCTV Footage of Amritpal Singh: আধুনিক সাজপোশাক, লম্বা চুল; সানগ্লাস আর মাস্কে দিল্লির রাস্তায় ক্য়ামেরাবন্দি 'অমৃতপাল' ! - অমৃতপাল সিং

অমৃতপাল সিংয়ের আরও একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage of Amritpal Singh) প্রকাশ্যে এল ৷ সূত্রের দাবি, গত 21 মার্চ দিল্লিতে এই ফুটেজ রেকর্ড করা হয় ৷

one more CCTV Footage of Amritpal Singh in Delhi came out
প্রকাশ্যে আসা ফুটেজ
author img

By

Published : Mar 28, 2023, 7:26 PM IST

দিল্লির রাস্তায় ক্য়ামেরাবন্দি অমৃতপাল

চণ্ডীগড়, 28 মার্চ: আবারও সিসিটিভি ক্যামেরায় 'বন্দি' হলেন খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং (CCTV Footage of Amritpal Singh)! সঙ্গে দেখা মিলল তাঁর সঙ্গী পপ্পলপ্রীত সিংয়েরও (Pappalpreet Singh) ! দাবি করা হচ্ছে, পুলিশের চোখে ধুলো দিয়ে তাঁরা নাকি দিল্লিতে পালিয়ে গিয়েছেন ! সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজটি রাজধানীর রাস্তার বলেই জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, এর আগেও অমৃতপালকে একাধিকবার সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে ৷

গত কয়েক দিন ধরেই পাত্তা নেই অমৃতপাল সিংয়ের ৷ তাঁর খোঁজে খানাতল্লাশি চালাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ তারই মধ্যে সামনে এল এই নয়া সিসিটিভি ফুটেজ ৷ ফুটেজে যে যুবককে অমৃতপাল বলে দাবি করা হচ্ছে, তিনি দীর্ঘদেহী ৷ তাঁর পরনে রয়েছে জিন্সের ট্রাউজার, টি-শার্ট, জ্যাকেট এবং স্নিকার ৷ সঙ্গে চোখ ঢাকা রোদ চশমা এবং করোনা প্রতিরোধী মাস্ক ! যুবকের লম্বা চুল দেখে তাঁকে আর পাঁচজন আধুনিক তরুণের থেকে আলাদা করা যথেষ্ট কঠিন ৷ যুবকের মাথায় কোনও পাগড়িও নেই ৷ যুবকের সঙ্গীর মাথায় অবশ্য পাগড়ি জাতীয় কিছু একটা রয়েছে বলেই মনে হচ্ছে ৷ তাঁর পরনে রয়েছে হালকা রঙের ঢলঢলে ট্রাউজার, গাঢ় রঙের ফুলহাতা শার্ট এবং কালো জুতো ৷ এই দ্বিতীয় ব্যক্তির বাঁদিকের কাঁধে রয়েছে একটি ব্যাকপ্যাক ৷ তাঁর চোখেও রয়েছে সানগ্লাস এবং মুখে সার্জিকাল মাস্ক ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির রাস্তায় এই সিসিটিভি ফুটেজটি রেকর্ড হয়েছিল গত 21 মার্চ ৷

পুলিশের হাতে ইতিমধ্যেই এমন অনেক সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে, যা অমৃতপাল সিংয়ের বলে দাবি করা হচ্ছে ৷ সেই ফুটেজগুলি বিভিন্ন শহরের ৷ লক্ষ্যণীয় বিষয় হল, বিভিন্ন ফুটেজে অমৃতপাল বলে যাঁকে দাবি করা হচ্ছে, তাঁর সাজপোশাক ক্রমে বদলে গিয়েছে ৷ পুলিশের অনুমান, গা-ঢাকা দিতেই নিজের বাইরের রূপ এভাবে বদলে ফেলছেন অমৃতপাল ৷

আরও পড়ুন: চোখে সানগ্লাস, হাতে ডিঙ্কস; সোশাল মিডিয়ায় ঘুরছে অমৃতপালের নতুন সেলফি

এর আগে একটি সিসিটিভি ফুটেজে অমৃতপাল সিংকে একটি মোটরবাইকে চালকের পিছনে আসনে বসে থাকতে দেখা গিয়েছিল ৷ তখন তাঁর মাথায় ছিল গোলাপী পাগড়ি ৷ এছাড়া, অন্য একটি সিসিটিভি ফুটেজে অমৃতপালকে একটি চারচাকা গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল ৷

দিল্লির রাস্তায় ক্য়ামেরাবন্দি অমৃতপাল

চণ্ডীগড়, 28 মার্চ: আবারও সিসিটিভি ক্যামেরায় 'বন্দি' হলেন খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং (CCTV Footage of Amritpal Singh)! সঙ্গে দেখা মিলল তাঁর সঙ্গী পপ্পলপ্রীত সিংয়েরও (Pappalpreet Singh) ! দাবি করা হচ্ছে, পুলিশের চোখে ধুলো দিয়ে তাঁরা নাকি দিল্লিতে পালিয়ে গিয়েছেন ! সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজটি রাজধানীর রাস্তার বলেই জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, এর আগেও অমৃতপালকে একাধিকবার সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে ৷

গত কয়েক দিন ধরেই পাত্তা নেই অমৃতপাল সিংয়ের ৷ তাঁর খোঁজে খানাতল্লাশি চালাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ তারই মধ্যে সামনে এল এই নয়া সিসিটিভি ফুটেজ ৷ ফুটেজে যে যুবককে অমৃতপাল বলে দাবি করা হচ্ছে, তিনি দীর্ঘদেহী ৷ তাঁর পরনে রয়েছে জিন্সের ট্রাউজার, টি-শার্ট, জ্যাকেট এবং স্নিকার ৷ সঙ্গে চোখ ঢাকা রোদ চশমা এবং করোনা প্রতিরোধী মাস্ক ! যুবকের লম্বা চুল দেখে তাঁকে আর পাঁচজন আধুনিক তরুণের থেকে আলাদা করা যথেষ্ট কঠিন ৷ যুবকের মাথায় কোনও পাগড়িও নেই ৷ যুবকের সঙ্গীর মাথায় অবশ্য পাগড়ি জাতীয় কিছু একটা রয়েছে বলেই মনে হচ্ছে ৷ তাঁর পরনে রয়েছে হালকা রঙের ঢলঢলে ট্রাউজার, গাঢ় রঙের ফুলহাতা শার্ট এবং কালো জুতো ৷ এই দ্বিতীয় ব্যক্তির বাঁদিকের কাঁধে রয়েছে একটি ব্যাকপ্যাক ৷ তাঁর চোখেও রয়েছে সানগ্লাস এবং মুখে সার্জিকাল মাস্ক ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির রাস্তায় এই সিসিটিভি ফুটেজটি রেকর্ড হয়েছিল গত 21 মার্চ ৷

পুলিশের হাতে ইতিমধ্যেই এমন অনেক সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে, যা অমৃতপাল সিংয়ের বলে দাবি করা হচ্ছে ৷ সেই ফুটেজগুলি বিভিন্ন শহরের ৷ লক্ষ্যণীয় বিষয় হল, বিভিন্ন ফুটেজে অমৃতপাল বলে যাঁকে দাবি করা হচ্ছে, তাঁর সাজপোশাক ক্রমে বদলে গিয়েছে ৷ পুলিশের অনুমান, গা-ঢাকা দিতেই নিজের বাইরের রূপ এভাবে বদলে ফেলছেন অমৃতপাল ৷

আরও পড়ুন: চোখে সানগ্লাস, হাতে ডিঙ্কস; সোশাল মিডিয়ায় ঘুরছে অমৃতপালের নতুন সেলফি

এর আগে একটি সিসিটিভি ফুটেজে অমৃতপাল সিংকে একটি মোটরবাইকে চালকের পিছনে আসনে বসে থাকতে দেখা গিয়েছিল ৷ তখন তাঁর মাথায় ছিল গোলাপী পাগড়ি ৷ এছাড়া, অন্য একটি সিসিটিভি ফুটেজে অমৃতপালকে একটি চারচাকা গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.