ETV Bharat / bharat

One Died in Police Encounter: ধানবাদে বেসরকারী ঋণদাতা সংস্থায় ডাকাতির চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত এক

মঙ্গলবার ধানবাদের (Dhanbad) ব্যাংক মোড়ের মটকুড়িয়া রোডে বেসরকারী ঋণদাতা সংস্থার একটি দফতরে আচমকায় বেশ কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। পুলিশের কাছে খবর গেলে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে যায় ৷ এরপরই দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের বাঁধে গুলি যুদ্ধ ৷ পুলিশের গুলিতে এক দুষ্কৃতীর মৃত্যুও ঘটেছে (One Died in Police Encounter) ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধানবাদ পুলিশের তরফে এখনও চলছে তল্লাশি ৷

One Died in Police Encounter
ধানবাদে বেসরকারী ঋণদাতা সংস্থায় ডাকাতির চেষ্টা
author img

By

Published : Sep 6, 2022, 4:02 PM IST

Updated : Sep 6, 2022, 4:19 PM IST

ধানবাদ, 6 সেপ্টেম্বর: ঝাড়খণ্ডের ধানবাদে (Dhanbad) এক বেসরকারী ঋণদাতা সংস্থায় ডাকাতির চেষ্টা। সেই খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে যায়। এরপর পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে চলে গুলির লড়াই। পুলিশি এনকাউন্টারে এক দুষ্কৃতীর মৃত্যুও হয় (One Died in Police Encounter on Attempted Robbery)। গোটা এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। রাস্তা জুড়ে নাইন এমএম পিস্তল পড়ে রয়েছে ৷

সূত্রের খবর, এদিন ওই দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। দফতরের ভিতরে ঢুকেই তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভল্টের চাবি চায় বলে অভিযোগ। তারমধ্যেই বিষয়টি পুলিশের কানে পৌঁছে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় ধানবাদ পুলিশ। এরপরেই দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলি যুদ্ধ বেঁধে যায়। তাতে মারা যায় এক দুষ্কৃতী ৷

আরও পড়ুন: শ্রীনগরের নওগামে এনকাউন্টার, মৃত 3 জঙ্গি

দুষ্কৃতীরা কার্যত ব্যাংক মোড়ে এদিন তাণ্ডব চালাতে থাকে। ঘটনাস্থলে যান ধানবাদ পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (Superintendent of Police, Dhanbad) সঞ্জীব কুমার। তিনি জানিয়েছেন, বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রসঙ্গত, এর আগে দু'বার আসানসোলে ওই বেসরকারী ঋণদাতা সংস্থার দু'টি দফতরে দুষ্কৃতী হানা দিয়েছিল। একাধিকবার লুটও হয়েছিল টাকা। পরবর্তীকালে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করে। টাকাও উদ্ধার করে। এদিন ফের আরও একবার প্রতিবেশী রাজ্যে একই কায়দায় বেসরকারী ঋণদাতা সংস্থায় ডাকাতির চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ আর তাতে ধরা পড়েছে দুই দুষ্কৃতী ৷ পুলিশের তরফে এখনও চলছে তল্লাশি ৷

ধানবাদে বেসরকারী ঋণদাতা সংস্থায় ডাকাতির চেষ্টা

ধানবাদ, 6 সেপ্টেম্বর: ঝাড়খণ্ডের ধানবাদে (Dhanbad) এক বেসরকারী ঋণদাতা সংস্থায় ডাকাতির চেষ্টা। সেই খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে যায়। এরপর পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে চলে গুলির লড়াই। পুলিশি এনকাউন্টারে এক দুষ্কৃতীর মৃত্যুও হয় (One Died in Police Encounter on Attempted Robbery)। গোটা এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। রাস্তা জুড়ে নাইন এমএম পিস্তল পড়ে রয়েছে ৷

সূত্রের খবর, এদিন ওই দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। দফতরের ভিতরে ঢুকেই তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভল্টের চাবি চায় বলে অভিযোগ। তারমধ্যেই বিষয়টি পুলিশের কানে পৌঁছে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় ধানবাদ পুলিশ। এরপরেই দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলি যুদ্ধ বেঁধে যায়। তাতে মারা যায় এক দুষ্কৃতী ৷

আরও পড়ুন: শ্রীনগরের নওগামে এনকাউন্টার, মৃত 3 জঙ্গি

দুষ্কৃতীরা কার্যত ব্যাংক মোড়ে এদিন তাণ্ডব চালাতে থাকে। ঘটনাস্থলে যান ধানবাদ পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (Superintendent of Police, Dhanbad) সঞ্জীব কুমার। তিনি জানিয়েছেন, বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রসঙ্গত, এর আগে দু'বার আসানসোলে ওই বেসরকারী ঋণদাতা সংস্থার দু'টি দফতরে দুষ্কৃতী হানা দিয়েছিল। একাধিকবার লুটও হয়েছিল টাকা। পরবর্তীকালে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করে। টাকাও উদ্ধার করে। এদিন ফের আরও একবার প্রতিবেশী রাজ্যে একই কায়দায় বেসরকারী ঋণদাতা সংস্থায় ডাকাতির চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ আর তাতে ধরা পড়েছে দুই দুষ্কৃতী ৷ পুলিশের তরফে এখনও চলছে তল্লাশি ৷

ধানবাদে বেসরকারী ঋণদাতা সংস্থায় ডাকাতির চেষ্টা
Last Updated : Sep 6, 2022, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.