পটনা, 27 অগস্ট: আবারও মিলল 'টাকার পাহাড়' ! তবে, এবারের ঘটনাস্থল পশ্চিমবঙ্গ নয়, বরং তার পড়শি বিহার (Bihar Cash Recovery) ৷ শনিবার বিহার সরকারের (Bihar Government) এক আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করলেন নজরদারি সংস্থার প্রতিনিধিরা ৷
ভিজিল্য়ান্স বিভাগ (Vigilance Department) সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তির বাড়িতে এদিন অভিযান চালানো হয়, তাঁর নাম সঞ্জয় কুমার রাই (Sanjay Kumar Rai) ৷ রাজ্য়ের গ্রামীণ পূর্ত বিভাগের (Rural Works Department) কিষাণগঞ্জ শাখায় (Kishanganj Division) এগজিকিউটিভ ইঞ্জিনিয়র (Executive Engineer) হিসাবে কাজ করেন তিনি ৷
আরও পড়ুন: সিআইডি তদন্ত এড়াতে মরিয়া ঝাড়খণ্ডের 3 বিধায়ক ! মামলা ডিভিশন বেঞ্চে
সূত্রের খবর, সঞ্জয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ঘুষ নেওয়ার অভিযোগ উঠছিল ৷ তাঁর অধীনে থাকা জুনিয়র ইঞ্জিনিয়র এবং ক্যাশিয়ারই এই অভিযোগ করেছিলেন বলে দাবি ৷ সেই সূত্র ধরেই সঞ্জয়ের উপর নজরদারি শুরু করা হয় ৷ ঘুষ নেওয়ার প্রমাণ হাতে আসতেই সঞ্জয়ের বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন তদন্তকারী আধিকারিকরা ৷ আর তাতেই মেলে সাফল্য ৷ একজন সাধারণ সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি নগদ টাকা !
এদিন সকালে পটনার 10 নম্বর ইন্দ্রপুরী রোডের বাড়িটিতে পৌঁছে যান ভিজিল্য়ান্স বিভাগের প্রতিনিধিরা ৷ এই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন সঞ্জয় ৷ তল্লাশি চলাকালীন প্রায় 1 কোটি নগদ টাকা উদ্ধার করা হয় ৷ সঙ্গে আরও কিছু মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে ৷ এই ঘটনায় পর সঞ্জয়ের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে মামলা (Disproportionate Assets Case) রুজু করা হয়েছে ৷
-
#WATCH | Bihar: Cash counting is underway at the residence of Sanjay Kumar Rai, Executive Engineer of the Kishanganj Division of Rural Works Department in Patna.
— ANI (@ANI) August 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Vigilance department has conducted raids at 3-4 premises of Sanjay Kumar Rai in Bihar pic.twitter.com/RwW04tNs4I
">#WATCH | Bihar: Cash counting is underway at the residence of Sanjay Kumar Rai, Executive Engineer of the Kishanganj Division of Rural Works Department in Patna.
— ANI (@ANI) August 27, 2022
Vigilance department has conducted raids at 3-4 premises of Sanjay Kumar Rai in Bihar pic.twitter.com/RwW04tNs4I#WATCH | Bihar: Cash counting is underway at the residence of Sanjay Kumar Rai, Executive Engineer of the Kishanganj Division of Rural Works Department in Patna.
— ANI (@ANI) August 27, 2022
Vigilance department has conducted raids at 3-4 premises of Sanjay Kumar Rai in Bihar pic.twitter.com/RwW04tNs4I
সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, এদিনের এই অভিযানে যে এত বেশি পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হবে, তা বুঝতে পারেননি তদন্তকারীরাই ৷ তাই পরে টাকা গোনার জন্য একটি স্বয়ংক্রিয় কাউন্টিং মেশিন নিয়ে যাওয়া হয় ৷ যাতে দ্রুত এবং নিখুঁতভাবে টাকা গোনা সম্ভব হয় ৷
পটনার ভিজিল্য়ান্স বিভাগের ডিএসপি সুজিত সাগর জানিয়েছেন, ঘুষ নেওয়ার ঘটনায় একা সঞ্জয় কুমার রাই নন, জড়িয়ে আছেন অসংখ্য কর্মী ও আধিকারিক ৷ তাঁদের অনেকের সঙ্গে সঞ্জয়েরও যোগসাজশ রয়েছে ৷ তাঁদের সকলকেই চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ এই ঘটনায় বিহারের নানা প্রান্তে অভিযান চালানো হচ্ছে ৷ অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, সঞ্জয় কুমার রাইয়ের বাড়ি ছাড়াও বিহারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখনও পর্যন্ত 4 কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করেছে ভিজিল্য়ান্স বিভাগ ৷