নয়া দিল্লি, 22 মে : রাজ্যে ইতিমধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পিছিয়েছে ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষা হবে জানালেও কবে, কীভাবে হবে তা জানাননি ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ের আগামী পরীক্ষাগুলি কবে হবে, কীভাবে হবে ইত্যাদি বিষয়ে বৈঠক ডাকলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড. রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷
এদিন নিজেই টুইট করে এই বৈঠকের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী ৷ আগামীকাল 23 এপ্রিল সকাল সাড়ে 11টায় এই ভার্চুয়াল বৈঠক হবে ৷ যেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের সচিবদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন ৷
আরও পড়ুন: করোনার বাড়বাড়ন্ত, স্থগিত জয়েন্টের মেইনস পরীক্ষা
পোখরিয়াল টুইট করেন, "সমস্ত রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের সচিবদের বৈঠকে যোগ দিতে অনুরোধ করছি ৷ বৈঠকে আগামী পরীক্ষাগুলির বিষয়ে আপনাদের মূল্যবান পরামর্শ নেওয়া হবে ৷ গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে 23 মে সকাল সাড়ে 11টায় ৷"