ETV Bharat / bharat

Rajiv Gandhi birth anniversary : সকালে বীরভূমিতে রাহুল, রাজীব গান্ধির জন্মদিনে টুইট প্রধানমন্ত্রীর

author img

By

Published : Aug 20, 2021, 12:07 PM IST

তিনি ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী এবং কনিষ্ঠ ৷ বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত 77 ৷ তিনি ইন্দিরা ও ফিরোজ গান্ধির পুত্র রাজীব গান্ধি ৷

বীর ভূমিতে রাহুল গান্ধি
বীর ভূমিতে রাহুল গান্ধি

নয়া দিল্লি, 20 অগস্ট : আজ ভারতের কনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধির (Rajiv Gandhi) 77তম জন্মদিবস ৷ সকালেই বাবাকে শ্রদ্ধা জানাতে বীরভূমি (Veer Bhumi) গিয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

এ প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন সোনিয়া-পুত্র ৷ সেখানে তিনি লেখেন, "ধর্মনিরপেক্ষ ভারতই টিকে থাকবে ৷ শ্রীরাজীব গান্ধিকে তাঁর জন্মদিনে স্মরণে ৷"

  • Tributes to our former PM Shri Rajiv Gandhi Ji on his birth anniversary.

    — Narendra Modi (@narendramodi) August 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sonia calls for meeting : আজ বিরোধীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে সোনিয়া, থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কংগ্রেস তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে ইন্দিরা-পুত্রের জন্মদিনে টুইট করে লিখেছে, "ভারতের কনিষ্ঠ প্রধানমন্ত্রী ৷ একুশ শতকের ভারতের স্থপতি ৷ দূরদৃষ্টিসম্পন্ন একজন পথপ্রদর্শক, একজন দেশপ্রেমী ৷ আজ আমরা ভারতরত্ন রাজীব গান্ধির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের জন্যে তাঁর অবদান উদযাপন করব ৷" শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

  • India’s youngest Prime Minister.
    The architect of 21st Century India.
    The visionary, the pioneer, the patriot.
    Today we pay homage to Bharat Ratna, Rajiv Gandhi and celebrate his immense contributions to the nation. #RememberingRajivGandhi pic.twitter.com/eG2Z93upDN

    — Congress (@INCIndia) August 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1944-এর 20 অগস্ট মুম্বইতে জন্মগ্রহণ করেন রাজীব ৷ মাত্র 40 বছর বয়সে 1984 সালে দেশের প্রধানমন্ত্রী হন ৷ 1989-এর 2 ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন ৷ 1991-এর 21 মে তামিলনাড়ুর (Tamil Nadu) শ্রীপেরামবুদুরে (Sriperumbudur) নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেখানে এলটিটিই (Liberation Tigers of Tamil Eelam, LTTE) বাহিনীর আচমকা হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ ৷ তাঁর জন্মদিবসটি দেশজুড়ে কংগ্রেস ‘সদভাবনা দিবস’ (Sadbhavna Divas) হিসেবে পালন করে ৷

নয়া দিল্লি, 20 অগস্ট : আজ ভারতের কনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধির (Rajiv Gandhi) 77তম জন্মদিবস ৷ সকালেই বাবাকে শ্রদ্ধা জানাতে বীরভূমি (Veer Bhumi) গিয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

এ প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন সোনিয়া-পুত্র ৷ সেখানে তিনি লেখেন, "ধর্মনিরপেক্ষ ভারতই টিকে থাকবে ৷ শ্রীরাজীব গান্ধিকে তাঁর জন্মদিনে স্মরণে ৷"

  • Tributes to our former PM Shri Rajiv Gandhi Ji on his birth anniversary.

    — Narendra Modi (@narendramodi) August 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sonia calls for meeting : আজ বিরোধীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে সোনিয়া, থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কংগ্রেস তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে ইন্দিরা-পুত্রের জন্মদিনে টুইট করে লিখেছে, "ভারতের কনিষ্ঠ প্রধানমন্ত্রী ৷ একুশ শতকের ভারতের স্থপতি ৷ দূরদৃষ্টিসম্পন্ন একজন পথপ্রদর্শক, একজন দেশপ্রেমী ৷ আজ আমরা ভারতরত্ন রাজীব গান্ধির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের জন্যে তাঁর অবদান উদযাপন করব ৷" শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

  • India’s youngest Prime Minister.
    The architect of 21st Century India.
    The visionary, the pioneer, the patriot.
    Today we pay homage to Bharat Ratna, Rajiv Gandhi and celebrate his immense contributions to the nation. #RememberingRajivGandhi pic.twitter.com/eG2Z93upDN

    — Congress (@INCIndia) August 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1944-এর 20 অগস্ট মুম্বইতে জন্মগ্রহণ করেন রাজীব ৷ মাত্র 40 বছর বয়সে 1984 সালে দেশের প্রধানমন্ত্রী হন ৷ 1989-এর 2 ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন ৷ 1991-এর 21 মে তামিলনাড়ুর (Tamil Nadu) শ্রীপেরামবুদুরে (Sriperumbudur) নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেখানে এলটিটিই (Liberation Tigers of Tamil Eelam, LTTE) বাহিনীর আচমকা হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ ৷ তাঁর জন্মদিবসটি দেশজুড়ে কংগ্রেস ‘সদভাবনা দিবস’ (Sadbhavna Divas) হিসেবে পালন করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.