ETV Bharat / bharat

75th Independence Day : নতুন ভারত তৈরির বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নতুন ভারত তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর ৷ প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট সংযোগ, উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে সারা দেশের রেলপথে সংযোগ, মেয়েদের জন্য সৈনিক স্কুল ৷ এরকম আরও বহু উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী 75তম স্বাধীনতা দিবসে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 15, 2021, 9:35 AM IST

Updated : Aug 15, 2021, 11:12 AM IST

নয়াদিল্লি, 15 অগস্ট : আজ দেশের 75তম স্বাধীনতা দিবস ৷ লাল কেল্লায় পতাকা উত্তোলন করে দেশের উদ্দেশ্যে ভবিষ্যৎ ভারতের জন্য কীসের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? দেখে নিন এক নজরে :

স্বাধীনতার শতবর্ষের সময় আদর্শ ভারত তৈরি হবে

স্বাধীনতার 100তম বছরে আমরা একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাব ৷ সুশাসন, শৃঙ্খলা দিয়ে একটা আদর্শ ভারত তৈরি করব ৷ এমন একটা ভারত, যা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে ৷

অমৃত কাল

শতবর্ষের অমৃত মুহূর্ত আসতে এখনও 25 বছর বাকি ৷ কিন্তু আমরা ততদিন থেমে থাকব না ৷ 100তম বছরের স্বাধীনতা দিবস উদযাপনের সময় একটা নতুন ভারত তৈরি হবে, তা বদলানোর কাজ এখন থেকে শুরু করব ৷ সবার সঙ্গে, সবার বিকাশ (sabka saath, sabka vikas) আর প্রত্যেকের চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছাব ৷

উন্নয়নের যাত্রাপথ

প্রত্যেক দেশের উন্নয়নের যাত্রাপথে এমন একটা সময় আসে, যখন সেই দেশ একটা শেষ থেকে শুরু করে ৷ নতুন সঙ্কল্প নিয়ে এগিয়ে যায় ৷ আজ ভারতের উন্নয়নের যাত্রায় সেই সময় এসেছে ৷

সম্পৃক্ত ভারত

এবার আমাদের আরও সম্পৃক্ত হতে হবে ৷ 100% গ্রামে রাস্তা থাকবে, 100% পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, 100% সুবিধাভোগী মানুষের কাছে আয়ুষ্মান ভারত কার্ড থাকবে, উজ্জ্বলা প্রকল্পের অধীনে 100% যোগ্য উপভোক্তা গ্যাসের সংযোগ পাবেন ৷

সম্ভাবনার ব্যবহার

একুশ শতকে ভারতকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারতের সম্ভাবনার সম্পূর্ণ ব্যবহার জরুরি ৷ এর জন্য, যাঁরা পিছিয়ে পড়েছেন, তাঁদের হাত ধরতে হবে ৷

উত্তরপূর্বের রেলপথ

আজ উত্তরপূর্ব ভারতে নতুন যোগাযোগের ইতিহাস লেখা হল ৷ একদিকে যেমন হৃদয়, অন্যদিকে তেমনি পরিকাঠামোর সংযুক্তি ৷ উত্তরপূর্বে রাজ্যগুলির রাজধানীগুলিকে রেলপথে সারা দেশের সঙ্গে যুক্ত করার কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ হবে ৷

জম্মু-কাশ্মীরে নির্বাচন

জম্মু ও কাশ্মীরের উন্নয়ন দেখাই যাচ্ছে ৷ ডিলিমিটেশন কমিশন (Delimitation Commission) গঠন করা হয়েছে ৷ ভবিষ্যতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে ৷

গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান কমানো

"জল জীবন মিশন"-এর আওতায় দু'বছরের মধ্যে জলের সরবরাহ পেয়েছেন সাড়ে 4 কোটিরও বেশি পরিবার ৷

ক্ষুদ্র চাষি

ক্ষুদ্র চাষিরা দেশের গর্ব, আমাদের স্বপ্নও ৷ দেশের 80%-এরও বেশি চাষির কাছে 2 হেক্টরেরও কম পরিমাণ জমি রয়েছে ৷ এর আগে দেশে এই ধরনের চাষিদের জন্য কোনও নীতি প্রণয়ন করা হয়নি ৷ এবার ক্ষুদ্র চাষিদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

গ্রামে ইন্টারনেট সংযোগ

আমরা দেখতে পাচ্ছি এখন দেশের গ্রামগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে ৷ বিগত কয়েক বছরে গ্রামে রাস্তা তৈরি হয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে ৷ আজ অপটিকাল ফাইবার নেটওয়ার্কিংয়ের (Optical Fiber Network) মাধ্যমে গ্রামগুলিতে ডেটা শক্তি পাঠানো যাচ্ছে ৷ ইন্টারনেট তাদের কাছে পৌঁছেছে ৷ ডিজিটাল শিল্পপতিরা (Digital entrepreneurs) গ্রামে যাওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছেন ৷

100 লক্ষ কোটি টাকার গতি শক্তি

"প্রধানমন্ত্রী গতি শক্তি" (Pradhan Mantri Gati Shakti) মাস্টার প্ল্যান চালু হবে ৷ এতে দেশের পরিকাঠামো আর পরিবহণে অভূতপূর্ব উন্নয়ন হবে ৷ 100 লক্ষ কোটি টাকার প্রজেক্টে নতুন চাকরি, নতুন সুযোগ তৈরি হবে ৷

মোবাইল ফোন রফতানি

এর আগে 800 কোটি ডলার মূল্যের মোবাইল ফোন আমদানি করত ভারত ৷ এখন 300 কোটি ডলারের মোবাইল ফোন রফতানি করে এই দেশ ৷ আর বিশ্বে শক্তিশালী উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ভারত ৷

প্রাচীন আইন থেকে মুক্তি

বিগত 7 বছরে সেকেলে আইনগুলি থেকে দেশকে মুক্ত করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রকে উন্মুক্ত করা হয়েছে ৷

75 বন্দে ভারত ট্রেন

স্বাধীনতার অমৃত মহোৎসবের (Amrit Mahotsav of Independence) 75 সপ্তাহে ভারতীয় রেল 75টি বন্দে ভারত ট্রেন (75 Vande Bharat trains) চালু করবে সারা দেশে ৷

রাজনৈতিক সদিচ্ছা

বড় উন্নয়ন, বড় পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছে প্রয়োজন ৷ আজ বিশ্ব দেখছে ভারতে রাজনৈতিক ইচ্ছের কোনও অভাব নেই ৷ সংশোধন আনতে ভালো এবং তীক্ষ্ন শাসন দরকার ৷

মেয়েদর জন্য সেনা স্কুল

অনেক মেয়েরা আমাকে লিখছে আর তাই সরকার মেয়েদর জন্য সৈনিক স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ৷

ন্যাশনাল হাইড্রোজেন মিশন

প্যারিস ক্লাইমেট প্যাক্ট-এ (Paris Climate Pact) ভারতই একমাত্র স্বাক্ষর করেছে ৷ সেই লক্ষ্যে পৌঁছাতে আজ তেরঙ্গার দিনে আমি ন্যাশনাল হাইড্রোজেন মিশনের (National Hydrogen Mission) কথা ঘোষণা করছি ৷

শক্তিক্ষেত্রে মুক্ত ভারত

2030-এর মধ্যে ভারতীয় রেলওয়ের 100% বৈদ্যুতিকরণের (electrification) কাজ চলছে ৷ এতে কার্বন নিঃসরণের (carbon emitter) মান শূন্য হবে ৷

খেলাধুলোয় উৎসাহ প্রদান

এখন দেশে খেলাধুলো নিয়ে সচেতনতা বাড়ছে ৷ আমরা এ বছর অলিম্পিকসেই তা দেখেছি ৷ দেশের মেয়েরা অলিম্পিকসে দুর্দান্ত কৃতিত্ব দেখিয়ে দিয়েছে ৷

নতুন শিক্ষানীতি

দারিদ্র্যতার বিরুদ্ধে লড়াইয়ের একটা মাধ্যম ভারতের নতুন শিক্ষা নীতি ৷ আর এতে আঞ্চলিক ভাষায় পড়াশুনোতেও উৎসাহ দেওয়া হবে ৷

সার্জিকাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইক

সার্জিকাল স্ট্রাইক (surgical strikes) আর এয়ারস্ট্রাইকের (airstrikes) মাধ্যমে আমরা দেশের শত্রুদের একটা নতুন ভারতের বার্তা দিয়েছি ৷ এটা জানানো হয়েছে যে ভারত কঠিন সিদ্ধান্ত নিতে পারে ৷

নয়াদিল্লি, 15 অগস্ট : আজ দেশের 75তম স্বাধীনতা দিবস ৷ লাল কেল্লায় পতাকা উত্তোলন করে দেশের উদ্দেশ্যে ভবিষ্যৎ ভারতের জন্য কীসের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? দেখে নিন এক নজরে :

স্বাধীনতার শতবর্ষের সময় আদর্শ ভারত তৈরি হবে

স্বাধীনতার 100তম বছরে আমরা একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাব ৷ সুশাসন, শৃঙ্খলা দিয়ে একটা আদর্শ ভারত তৈরি করব ৷ এমন একটা ভারত, যা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবে ৷

অমৃত কাল

শতবর্ষের অমৃত মুহূর্ত আসতে এখনও 25 বছর বাকি ৷ কিন্তু আমরা ততদিন থেমে থাকব না ৷ 100তম বছরের স্বাধীনতা দিবস উদযাপনের সময় একটা নতুন ভারত তৈরি হবে, তা বদলানোর কাজ এখন থেকে শুরু করব ৷ সবার সঙ্গে, সবার বিকাশ (sabka saath, sabka vikas) আর প্রত্যেকের চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছাব ৷

উন্নয়নের যাত্রাপথ

প্রত্যেক দেশের উন্নয়নের যাত্রাপথে এমন একটা সময় আসে, যখন সেই দেশ একটা শেষ থেকে শুরু করে ৷ নতুন সঙ্কল্প নিয়ে এগিয়ে যায় ৷ আজ ভারতের উন্নয়নের যাত্রায় সেই সময় এসেছে ৷

সম্পৃক্ত ভারত

এবার আমাদের আরও সম্পৃক্ত হতে হবে ৷ 100% গ্রামে রাস্তা থাকবে, 100% পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, 100% সুবিধাভোগী মানুষের কাছে আয়ুষ্মান ভারত কার্ড থাকবে, উজ্জ্বলা প্রকল্পের অধীনে 100% যোগ্য উপভোক্তা গ্যাসের সংযোগ পাবেন ৷

সম্ভাবনার ব্যবহার

একুশ শতকে ভারতকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারতের সম্ভাবনার সম্পূর্ণ ব্যবহার জরুরি ৷ এর জন্য, যাঁরা পিছিয়ে পড়েছেন, তাঁদের হাত ধরতে হবে ৷

উত্তরপূর্বের রেলপথ

আজ উত্তরপূর্ব ভারতে নতুন যোগাযোগের ইতিহাস লেখা হল ৷ একদিকে যেমন হৃদয়, অন্যদিকে তেমনি পরিকাঠামোর সংযুক্তি ৷ উত্তরপূর্বে রাজ্যগুলির রাজধানীগুলিকে রেলপথে সারা দেশের সঙ্গে যুক্ত করার কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ হবে ৷

জম্মু-কাশ্মীরে নির্বাচন

জম্মু ও কাশ্মীরের উন্নয়ন দেখাই যাচ্ছে ৷ ডিলিমিটেশন কমিশন (Delimitation Commission) গঠন করা হয়েছে ৷ ভবিষ্যতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে ৷

গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান কমানো

"জল জীবন মিশন"-এর আওতায় দু'বছরের মধ্যে জলের সরবরাহ পেয়েছেন সাড়ে 4 কোটিরও বেশি পরিবার ৷

ক্ষুদ্র চাষি

ক্ষুদ্র চাষিরা দেশের গর্ব, আমাদের স্বপ্নও ৷ দেশের 80%-এরও বেশি চাষির কাছে 2 হেক্টরেরও কম পরিমাণ জমি রয়েছে ৷ এর আগে দেশে এই ধরনের চাষিদের জন্য কোনও নীতি প্রণয়ন করা হয়নি ৷ এবার ক্ষুদ্র চাষিদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

গ্রামে ইন্টারনেট সংযোগ

আমরা দেখতে পাচ্ছি এখন দেশের গ্রামগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে ৷ বিগত কয়েক বছরে গ্রামে রাস্তা তৈরি হয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে ৷ আজ অপটিকাল ফাইবার নেটওয়ার্কিংয়ের (Optical Fiber Network) মাধ্যমে গ্রামগুলিতে ডেটা শক্তি পাঠানো যাচ্ছে ৷ ইন্টারনেট তাদের কাছে পৌঁছেছে ৷ ডিজিটাল শিল্পপতিরা (Digital entrepreneurs) গ্রামে যাওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছেন ৷

100 লক্ষ কোটি টাকার গতি শক্তি

"প্রধানমন্ত্রী গতি শক্তি" (Pradhan Mantri Gati Shakti) মাস্টার প্ল্যান চালু হবে ৷ এতে দেশের পরিকাঠামো আর পরিবহণে অভূতপূর্ব উন্নয়ন হবে ৷ 100 লক্ষ কোটি টাকার প্রজেক্টে নতুন চাকরি, নতুন সুযোগ তৈরি হবে ৷

মোবাইল ফোন রফতানি

এর আগে 800 কোটি ডলার মূল্যের মোবাইল ফোন আমদানি করত ভারত ৷ এখন 300 কোটি ডলারের মোবাইল ফোন রফতানি করে এই দেশ ৷ আর বিশ্বে শক্তিশালী উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ভারত ৷

প্রাচীন আইন থেকে মুক্তি

বিগত 7 বছরে সেকেলে আইনগুলি থেকে দেশকে মুক্ত করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রকে উন্মুক্ত করা হয়েছে ৷

75 বন্দে ভারত ট্রেন

স্বাধীনতার অমৃত মহোৎসবের (Amrit Mahotsav of Independence) 75 সপ্তাহে ভারতীয় রেল 75টি বন্দে ভারত ট্রেন (75 Vande Bharat trains) চালু করবে সারা দেশে ৷

রাজনৈতিক সদিচ্ছা

বড় উন্নয়ন, বড় পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছে প্রয়োজন ৷ আজ বিশ্ব দেখছে ভারতে রাজনৈতিক ইচ্ছের কোনও অভাব নেই ৷ সংশোধন আনতে ভালো এবং তীক্ষ্ন শাসন দরকার ৷

মেয়েদর জন্য সেনা স্কুল

অনেক মেয়েরা আমাকে লিখছে আর তাই সরকার মেয়েদর জন্য সৈনিক স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ৷

ন্যাশনাল হাইড্রোজেন মিশন

প্যারিস ক্লাইমেট প্যাক্ট-এ (Paris Climate Pact) ভারতই একমাত্র স্বাক্ষর করেছে ৷ সেই লক্ষ্যে পৌঁছাতে আজ তেরঙ্গার দিনে আমি ন্যাশনাল হাইড্রোজেন মিশনের (National Hydrogen Mission) কথা ঘোষণা করছি ৷

শক্তিক্ষেত্রে মুক্ত ভারত

2030-এর মধ্যে ভারতীয় রেলওয়ের 100% বৈদ্যুতিকরণের (electrification) কাজ চলছে ৷ এতে কার্বন নিঃসরণের (carbon emitter) মান শূন্য হবে ৷

খেলাধুলোয় উৎসাহ প্রদান

এখন দেশে খেলাধুলো নিয়ে সচেতনতা বাড়ছে ৷ আমরা এ বছর অলিম্পিকসেই তা দেখেছি ৷ দেশের মেয়েরা অলিম্পিকসে দুর্দান্ত কৃতিত্ব দেখিয়ে দিয়েছে ৷

নতুন শিক্ষানীতি

দারিদ্র্যতার বিরুদ্ধে লড়াইয়ের একটা মাধ্যম ভারতের নতুন শিক্ষা নীতি ৷ আর এতে আঞ্চলিক ভাষায় পড়াশুনোতেও উৎসাহ দেওয়া হবে ৷

সার্জিকাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইক

সার্জিকাল স্ট্রাইক (surgical strikes) আর এয়ারস্ট্রাইকের (airstrikes) মাধ্যমে আমরা দেশের শত্রুদের একটা নতুন ভারতের বার্তা দিয়েছি ৷ এটা জানানো হয়েছে যে ভারত কঠিন সিদ্ধান্ত নিতে পারে ৷

Last Updated : Aug 15, 2021, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.