ETV Bharat / bharat

Omicron scare in Mumbai: মুম্বইতে ওমিক্রন আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা ফেরত-সহ 9 যাত্রীর করোনা পজিটিভ - মুম্বইয়ে ওমিক্রন আতঙ্ক

বিমানবন্দরে 9 জন আন্তর্জাতিক যাত্রীর (international travellers test positive) কোভিড 19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় আতঙ্ক ছড়াল মুম্বইতে (Omicron scare in Mumbai)৷

Omicron scare in Mumbai: Nine international travellers including one from South Africa test positive for COVID
মুম্বইয়ে ওমিক্রন আতঙ্ক ! 9 আন্তর্জাতিক যাত্রী করোনা পজিটিভ, একজন দক্ষিণ আফ্রিকার
author img

By

Published : Dec 3, 2021, 4:22 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর: এবার মুম্বইতে ছড়াল ওমিক্রন আতঙ্ক (Omicron scare in Mumbai) ৷ মুম্বই বিমানবন্দরে নামা 9 জন আন্তর্জাতিক যাত্রীর (international travellers test positive) কোভিড 19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ ওই যাত্রীদের মধ্যে একজন আবার এসেছেন দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ৷

শুক্রবার বৃহন্মুম্বই পৌরনিগম জানিয়েছে, 10 নভেম্বর থেকে 2 ডিসেম্বরের মধ্যে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছন 9 জন আন্তর্জাতিক যাত্রী ৷ বিধি মেনে করোনা পরীক্ষা করার পর তাঁদের রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই এই নিয়ে উদ্বেগ ছড়ায় ৷ এই যাত্রীদের মধ্যে একজন আবার এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে ৷ এই 9 জন যাত্রীর শরীরে কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে তাঁদের নমুনা জিনোম সিকুয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?

এদিকে, জয়পুরেও দক্ষিণ আফ্রিকা ফেরত চারজন করোনায় আক্রান্ত (Family returned from South Africa) ৷ দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের 4 জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তাঁরা করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত (Omicron Variant) হয়েছেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে জিনোম সিকুয়েন্সিং-এর জন্য পাঠানো হয় (Omicron Suspected in Rajasthan)৷

আরও পড়ুন : Omicron infection in India : ভারতেও ওমিক্রনের থাবা, কর্নাটকে আক্রান্ত 2

বৃহস্পতিবার দেশে ওমিক্রনের হানার প্রথম খবর আসে ৷ কর্নাটকের বেঙ্গালুরুতে দু'জন করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হয়েছেন (Bengaluru Omicron news) ৷ তাঁদের মধ্যে একজন 66 বছরের প্রৌঢ় দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন ৷ অন্য জন 46 বছরের একজন চিকিৎসক ৷ তাঁদের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করে তাঁদের নমুনা সংগ্রহ করা হচ্ছে ৷

আরও পড়ুন : Experts concern over Omicron in India: দেশে ওমিক্রনের হানায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, কোভিড বিধি পালনের পরামর্শ

মুম্বই, 3 ডিসেম্বর: এবার মুম্বইতে ছড়াল ওমিক্রন আতঙ্ক (Omicron scare in Mumbai) ৷ মুম্বই বিমানবন্দরে নামা 9 জন আন্তর্জাতিক যাত্রীর (international travellers test positive) কোভিড 19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ ওই যাত্রীদের মধ্যে একজন আবার এসেছেন দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ৷

শুক্রবার বৃহন্মুম্বই পৌরনিগম জানিয়েছে, 10 নভেম্বর থেকে 2 ডিসেম্বরের মধ্যে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছন 9 জন আন্তর্জাতিক যাত্রী ৷ বিধি মেনে করোনা পরীক্ষা করার পর তাঁদের রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই এই নিয়ে উদ্বেগ ছড়ায় ৷ এই যাত্রীদের মধ্যে একজন আবার এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে ৷ এই 9 জন যাত্রীর শরীরে কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে তাঁদের নমুনা জিনোম সিকুয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?

এদিকে, জয়পুরেও দক্ষিণ আফ্রিকা ফেরত চারজন করোনায় আক্রান্ত (Family returned from South Africa) ৷ দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের 4 জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তাঁরা করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত (Omicron Variant) হয়েছেন কি না, তা জানতে নমুনা সংগ্রহ করে জিনোম সিকুয়েন্সিং-এর জন্য পাঠানো হয় (Omicron Suspected in Rajasthan)৷

আরও পড়ুন : Omicron infection in India : ভারতেও ওমিক্রনের থাবা, কর্নাটকে আক্রান্ত 2

বৃহস্পতিবার দেশে ওমিক্রনের হানার প্রথম খবর আসে ৷ কর্নাটকের বেঙ্গালুরুতে দু'জন করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হয়েছেন (Bengaluru Omicron news) ৷ তাঁদের মধ্যে একজন 66 বছরের প্রৌঢ় দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন ৷ অন্য জন 46 বছরের একজন চিকিৎসক ৷ তাঁদের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করে তাঁদের নমুনা সংগ্রহ করা হচ্ছে ৷

আরও পড়ুন : Experts concern over Omicron in India: দেশে ওমিক্রনের হানায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, কোভিড বিধি পালনের পরামর্শ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.