ETV Bharat / bharat

Omicron Death in India : মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের মৃত্যু

ওমিক্রনে আক্রান্ত পুনের এক ব্যক্তির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে (omicron patient dies of heart attack in maharashtra) ৷ বৃহস্পতিবার তাঁর নমুনা পরীক্ষার রিপোর্টে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে ৷

Omicron Death in Maharashtra
মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের মৃত্যু
author img

By

Published : Dec 30, 2021, 10:22 PM IST

Updated : Dec 30, 2021, 10:41 PM IST

মুম্বই, 30 ডিসেম্বর : করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত 52 বছরের এক ব্যক্তির মৃত্যু হল মহারাষ্ট্রে ৷ ওই ব্যক্তির পুনের বাসিন্দা ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত মঙ্গলবার পুনের যশবন্তরাও চহ্বান হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন ৷ পরে মৃত্যু হয় ওই ব্যক্তির (omicron patient dies of heart attack in maharashtra ) ৷ বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে, দেখা যায় ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত ছিলেন ৷ সম্প্রতি তিনি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন ৷

আরও পড়ুন: ওমিক্রন-ডেল্টার জোড়া ফলায় আসছে কোভিড সুনামি, সতর্কবার্তা হু-র

মহারাষ্ট্রে এদিন 198টি ওমিক্রনের নতুন কেস ধরা পড়েছে ৷ এদের মধ্যে 30 জন বিদেশ ফেরত ৷ ফলে এই রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল 450 ৷ এদিন মহারাষ্ট্রে যাঁরা করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 153 জন মুম্বইয়ের বাসিন্দা ৷ এদের মধ্যে 12 জনের বিদেশ সফরের ইতিহাস থাকলেও, বাকি কেউই বিদেশে যাননি ৷ বৃহন্মুম্বই পৌরসভার তথ্য অনুযায়ী এর ফলে মুম্বইতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল 290 ৷

মুম্বই, 30 ডিসেম্বর : করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত 52 বছরের এক ব্যক্তির মৃত্যু হল মহারাষ্ট্রে ৷ ওই ব্যক্তির পুনের বাসিন্দা ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত মঙ্গলবার পুনের যশবন্তরাও চহ্বান হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন ৷ পরে মৃত্যু হয় ওই ব্যক্তির (omicron patient dies of heart attack in maharashtra ) ৷ বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে, দেখা যায় ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত ছিলেন ৷ সম্প্রতি তিনি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন ৷

আরও পড়ুন: ওমিক্রন-ডেল্টার জোড়া ফলায় আসছে কোভিড সুনামি, সতর্কবার্তা হু-র

মহারাষ্ট্রে এদিন 198টি ওমিক্রনের নতুন কেস ধরা পড়েছে ৷ এদের মধ্যে 30 জন বিদেশ ফেরত ৷ ফলে এই রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল 450 ৷ এদিন মহারাষ্ট্রে যাঁরা করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে 153 জন মুম্বইয়ের বাসিন্দা ৷ এদের মধ্যে 12 জনের বিদেশ সফরের ইতিহাস থাকলেও, বাকি কেউই বিদেশে যাননি ৷ বৃহন্মুম্বই পৌরসভার তথ্য অনুযায়ী এর ফলে মুম্বইতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল 290 ৷

Last Updated : Dec 30, 2021, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.