ETV Bharat / bharat

Aged Couple Beaten to Death: ঝাড়খণ্ডে ডাইনি অপবাদে পিটিয়ে হত্যা বৃদ্ধ দম্পতিকে - ডাইনি অপবাদে গণপিটুনিতে খুন

লাতেহারে ডাইনি অপবাদে এক বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ৷

Old Couple Beaten to Death
পিটিয়ে হত্যা বৃদ্ধ দম্পতিকে
author img

By

Published : May 3, 2023, 2:25 PM IST

Updated : May 3, 2023, 3:19 PM IST

লাতেহার (ঝাড়খণ্ড), 3 মে: ডাইনি অপবাদে গণপিটুনিতে খুন করা হল এক বৃদ্ধ দম্পতিকে ! ঝাড়খণ্ডের লাতেহারে চান্দওয়া থানা এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷ ডাইনি অপবাদে ওই বৃদ্ধ দম্পতিকে কয়েকজন গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । প্রায় এক ডজন গ্রামবাসীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

পিটিয়ে হত্যা: প্রাপ্ত তথ্য অনুযায়ী, চান্দওয়া থানার অন্তর্গত ফয়সাল গ্রামে বসবাসকারী সিবল গানজু ও তাঁর স্ত্রী বনি দেবীকে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ । ওই বৃদ্ধ দম্পতিকে ডাইনি অপবাদ দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ গ্রামবাসীদের দাবি, ওই দম্পতির জন্য ক্ষতি হয়েছে এলাকার মানুষজনের ৷ বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে । দেহ দুটিকে হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷

মঙ্গলবার রাতে ঘটে এই ঘটনা: স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে । গ্রাম সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গ্রামে পঞ্চায়েত হয় । সেখানেই বৃদ্ধ দম্পতিকে লাঠি দিয়ে পিটিয়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয় । জানা গিয়েছে, পঞ্চায়েতের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, স্বামী-স্ত্রী দুজনকেই লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়, যার জেরে দুজনেরই মৃত্যু হয় । এই অভিযোগ পাওয়ার পরই কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে ৷

ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্তারা: এই ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন ৷ পুরো বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে । পুলিশের আধিকারিকরা বলছেন, এই বিষয়টি সমাজকে কলঙ্কিত করে চলেছে । এই ঘটনায় যারা দোষী তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে । এই ঘটনার পর থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা ৷

আরও পড়ুন: ডাইনি অপবাদে তিন মাস গ্রাম ছাড়া, পুলিশি সহায়তায় বাড়ি ফিরল পরিবার

লাতেহার (ঝাড়খণ্ড), 3 মে: ডাইনি অপবাদে গণপিটুনিতে খুন করা হল এক বৃদ্ধ দম্পতিকে ! ঝাড়খণ্ডের লাতেহারে চান্দওয়া থানা এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা ৷ ডাইনি অপবাদে ওই বৃদ্ধ দম্পতিকে কয়েকজন গ্রামবাসী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । প্রায় এক ডজন গ্রামবাসীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

পিটিয়ে হত্যা: প্রাপ্ত তথ্য অনুযায়ী, চান্দওয়া থানার অন্তর্গত ফয়সাল গ্রামে বসবাসকারী সিবল গানজু ও তাঁর স্ত্রী বনি দেবীকে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ । ওই বৃদ্ধ দম্পতিকে ডাইনি অপবাদ দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ গ্রামবাসীদের দাবি, ওই দম্পতির জন্য ক্ষতি হয়েছে এলাকার মানুষজনের ৷ বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে । দেহ দুটিকে হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷

মঙ্গলবার রাতে ঘটে এই ঘটনা: স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে । গ্রাম সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গ্রামে পঞ্চায়েত হয় । সেখানেই বৃদ্ধ দম্পতিকে লাঠি দিয়ে পিটিয়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয় । জানা গিয়েছে, পঞ্চায়েতের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, স্বামী-স্ত্রী দুজনকেই লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়, যার জেরে দুজনেরই মৃত্যু হয় । এই অভিযোগ পাওয়ার পরই কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে ৷

ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্তারা: এই ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে গিয়েছেন ৷ পুরো বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে । পুলিশের আধিকারিকরা বলছেন, এই বিষয়টি সমাজকে কলঙ্কিত করে চলেছে । এই ঘটনায় যারা দোষী তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে । এই ঘটনার পর থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা ৷

আরও পড়ুন: ডাইনি অপবাদে তিন মাস গ্রাম ছাড়া, পুলিশি সহায়তায় বাড়ি ফিরল পরিবার

Last Updated : May 3, 2023, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.