ETV Bharat / bharat

Nitin Gadkari on Fuel Price Hike : যুদ্ধের আবহে জ্বালানির দাম নিয়ন্ত্রণে সরকার নিরুপায় : নীতিন গড়করি - Nitin Gadkari on Fuel Price

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণেই জ্বালানি তেলের দাম বাড়ছে বলে জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Oil Prices Increased Due to Russia-Ukraine War Says Nitin Gadkari) ৷ এই মূল্যবৃদ্ধিতে ভারত সরকারের কিছুই করার নেই বলে জানিয়েছেন তিনি ৷

Nitin Gadkari on Fuel Price
Oil Pricজ্বালানির মূল্যবৃ্দ্ধি জন্য দায়ী ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বললেন নীতিন গড়করি
author img

By

Published : Mar 26, 2022, 9:58 AM IST

মুম্বই, 26 মার্চ : গত 5 দিনে চারবার বেড়েছে জ্বালানির দাম ৷ তার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৷ কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে (Oil Prices Increased Due to Russia-Ukraine War Says Nitin Gadkari) ৷ ফলে পেট্রল ও ডিজেলের দামের নিয়ন্ত্রণ ভারত সরকারের হাতে নেই ৷ মুম্বইয়ে একটি সম্মেলনে অংশ নিয়ে এরই পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হিন্দুত্ব নিয়েও তাঁর মত পোষণ করেন ৷ কার্যত অভিযোগের সুরে তিনি বলেন, ‘‘কখনও কখনও হিন্দুত্বকে ভুলভাবে উপস্থাপন করা হয় ৷’’

ওই সম্মেলনে নীতিন গড়করিকে পেট্রল-ডিজেলের দাম নিয়ে প্রশ্ন করা হয় ৷ সেখানে তিনি জানান, ‘‘ভারতে 80 শতাংশ জ্বালানি তেল আমদানি করা হয় ৷ রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে ৷ আর এবিষয়ে কিছুই করা যাবে না ৷ তিনি আরও বলেন, ‘‘আমরা 2044 সাল থেকে ভারতকে আত্মনির্ভর করতে জোর দিচ্ছি ৷ আর তাই আমাদের দেশীয় শক্তি উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে তুলতে হবে ৷ আর আমাদের নিজস্ব জ্বালানি প্রস্তুত করতে হবে ৷’’

আরও পড়ুন : Petrol, diesel prices hiked: আরও দামি পেট্রল-ডিজেল, 4 দিনে বাড়ল 2.40 টাকা

প্রসঙ্গত, শুক্রবার পেট্রল ও ডিজেলের দাম গড়ে 80 পয়সা বেড়েছিল ৷ আর আজ বাজার খুলতে ফের বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম ৷ আর আজও 80 পয়সা প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৷ ফলে 5 দিনে মোট 3.20 টাকা গড়ে জ্বালানির দাম বেড়েছে ভারতে ৷ যা জ্বালানির মূল্যবৃদ্ধিতে রেকর্ড বলে জানা যাচ্ছে ৷

মুম্বই, 26 মার্চ : গত 5 দিনে চারবার বেড়েছে জ্বালানির দাম ৷ তার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৷ কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে (Oil Prices Increased Due to Russia-Ukraine War Says Nitin Gadkari) ৷ ফলে পেট্রল ও ডিজেলের দামের নিয়ন্ত্রণ ভারত সরকারের হাতে নেই ৷ মুম্বইয়ে একটি সম্মেলনে অংশ নিয়ে এরই পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হিন্দুত্ব নিয়েও তাঁর মত পোষণ করেন ৷ কার্যত অভিযোগের সুরে তিনি বলেন, ‘‘কখনও কখনও হিন্দুত্বকে ভুলভাবে উপস্থাপন করা হয় ৷’’

ওই সম্মেলনে নীতিন গড়করিকে পেট্রল-ডিজেলের দাম নিয়ে প্রশ্ন করা হয় ৷ সেখানে তিনি জানান, ‘‘ভারতে 80 শতাংশ জ্বালানি তেল আমদানি করা হয় ৷ রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে ৷ আর এবিষয়ে কিছুই করা যাবে না ৷ তিনি আরও বলেন, ‘‘আমরা 2044 সাল থেকে ভারতকে আত্মনির্ভর করতে জোর দিচ্ছি ৷ আর তাই আমাদের দেশীয় শক্তি উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে তুলতে হবে ৷ আর আমাদের নিজস্ব জ্বালানি প্রস্তুত করতে হবে ৷’’

আরও পড়ুন : Petrol, diesel prices hiked: আরও দামি পেট্রল-ডিজেল, 4 দিনে বাড়ল 2.40 টাকা

প্রসঙ্গত, শুক্রবার পেট্রল ও ডিজেলের দাম গড়ে 80 পয়সা বেড়েছিল ৷ আর আজ বাজার খুলতে ফের বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম ৷ আর আজও 80 পয়সা প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৷ ফলে 5 দিনে মোট 3.20 টাকা গড়ে জ্বালানির দাম বেড়েছে ভারতে ৷ যা জ্বালানির মূল্যবৃদ্ধিতে রেকর্ড বলে জানা যাচ্ছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.