ETV Bharat / bharat

পালগড় উপকূলে ঘূর্ণিঝড় তখতে ক্ষতিগ্রস্ত বার্জ থেকে তেল মিশছে সমুদ্রে - ভারতীয় কোস্ট গার্ড

গত 17 এপ্রিল মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় তখতে আছড়ে পড়ার আগেই ওই এলাকা থেকে 137 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পালগড় জেলা বিপর্যয় বিভাগের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, ওই বার্জের ছিদ্র দেখা দিয়েছে ভাদারাই উপকূলে, যা মুম্বইয়ের কাছেই ৷

Oil is spilling into the sea from barges damaged by the cyclone on the Palgarh coast in maharashtra
পালগড় উপকূলে ঘূর্ণিঝড় তখতে ক্ষতিগ্রস্ত হওয়া বার্জ থেকে তেল মিশছে সমুদ্রে
author img

By

Published : May 30, 2021, 4:11 PM IST

পালগড়(মহারাষ্ট্র), 30 মে : ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবের প্রভাব পড়ল মহারাষ্ট্রের পালগড় জেলার উপকূলে ৷ পালগড় উপকূলে ডুবে যাওয়া বার্জ থেকে শনিবার তেল চুঁইয়ে পড়তে দেখা গিয়েছে বলে ভারতীয় কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে ৷ বার্জটি ঘূর্ণিঝড় তখতে স্থলভাগে আছড়ে পড়ার সময় সেটি মাঝ সমুদ্রে চালু ছিল ৷ ভারতীয় কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, সমুদ্রের জলের মধ্যে প্রায় 50 প্রস্থ এলাকায় তেলের একটি রুপোলি চমক দেখা গিয়েছে এবং সেই মতো সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ সেই তেল সমুদ্রের পাড়ে পৌঁছায়নি বলে জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, গত 17 এপ্রিল মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় তখতে আছড়ে পড়ার আগেই ওই এলাকা থেকে 137 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পালগড় জেলা বিপর্যয় বিভাগের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, ওই বার্জের ছিদ্রটি দেখা দিয়েছে ভাদারাই উপকূলে, যা মুম্বইয়ের কাছেই ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড এবং ভারতীয় কোস্ট গার্ডের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন ৷ ছিদ্রটিকে দ্রুত মেরামত করার কাজ চলছে বলে জানিয়েছেন পালগড় জেলা বিপর্যয় বিভাগের প্রধান ৷

আরও পড়ুন : তখতের দাপট

কোস্টা গার্ডের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গাল কনস্ট্রাক্টর নামের এক সংস্থা প্রায় 78 লিটার হাই ফ্ল্যাশ হাই স্পিড ডিজেল ওই বার্জে করে নিয়ে যাচ্ছিল ৷ তবে, কোনও অপরিশোধিত তেল সেখানে ছিল না ৷ এমনকি তেলের ট্যাঙ্কেও কোনও ক্ষতি হয়নি ৷

পালগড়(মহারাষ্ট্র), 30 মে : ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবের প্রভাব পড়ল মহারাষ্ট্রের পালগড় জেলার উপকূলে ৷ পালগড় উপকূলে ডুবে যাওয়া বার্জ থেকে শনিবার তেল চুঁইয়ে পড়তে দেখা গিয়েছে বলে ভারতীয় কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে ৷ বার্জটি ঘূর্ণিঝড় তখতে স্থলভাগে আছড়ে পড়ার সময় সেটি মাঝ সমুদ্রে চালু ছিল ৷ ভারতীয় কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, সমুদ্রের জলের মধ্যে প্রায় 50 প্রস্থ এলাকায় তেলের একটি রুপোলি চমক দেখা গিয়েছে এবং সেই মতো সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ সেই তেল সমুদ্রের পাড়ে পৌঁছায়নি বলে জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, গত 17 এপ্রিল মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় তখতে আছড়ে পড়ার আগেই ওই এলাকা থেকে 137 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পালগড় জেলা বিপর্যয় বিভাগের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, ওই বার্জের ছিদ্রটি দেখা দিয়েছে ভাদারাই উপকূলে, যা মুম্বইয়ের কাছেই ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড এবং ভারতীয় কোস্ট গার্ডের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন ৷ ছিদ্রটিকে দ্রুত মেরামত করার কাজ চলছে বলে জানিয়েছেন পালগড় জেলা বিপর্যয় বিভাগের প্রধান ৷

আরও পড়ুন : তখতের দাপট

কোস্টা গার্ডের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গাল কনস্ট্রাক্টর নামের এক সংস্থা প্রায় 78 লিটার হাই ফ্ল্যাশ হাই স্পিড ডিজেল ওই বার্জে করে নিয়ে যাচ্ছিল ৷ তবে, কোনও অপরিশোধিত তেল সেখানে ছিল না ৷ এমনকি তেলের ট্যাঙ্কেও কোনও ক্ষতি হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.