নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: কয়েকমাস পর লোকসভা নির্বাচন৷ তার আগে শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ‘এক দেশ, এক ভোট’-এর বিষয়টি ৷ এই সংক্রান্ত আইন কার্যকর হলে সারা দেশে লোকসভা ভোটের সঙ্গে প্রতিটি রাজ্য়ের বিধানসভা ভোট একসঙ্গে করা যাবে ৷ সরকারি আধিকারিকদের যুক্তি এর ফলে করদাতাদের অর্থ অনেকটাই সাশ্রয় হবে ৷ কিন্তু এই আইন কার্যকর করতে হলে অন্তত পাঁচটি সংশোধনী আনতে হবে সংবিধানে ৷ তাছাড়া প্রচুর পরিমাণে ইভিএম ও ভিভিপ্যাট তৈরি করাতে হবে ৷ যার জন্য খরচ হতে পারে কয়েক কোটি টাকা ৷ তার পরও দীর্ঘমেয়াদে খরচ বাঁচাতে সরকার এই সিদ্ধান্তের পথে হাঁটতে চাইছে বলে আধিকারিকদের মত ৷
সরকারি আধিকারিকদের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যে একটি সংসদীয় প্য়ানেল এই বিষয়ে আলোচনা করেছে নির্বাচন কমিশনের সঙ্গে ৷ তারা কথা বলেছে আরও অনেক স্টেক হোল্ডারের সঙ্গে ৷ তার পর এই বিষয়ে কিছু সুপারিশ করে ওই প্যানেল ৷ সেগুলি আপাতত আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে, যাতে এই বিষয়ে রূপরেখা তৈরি করা যায় ৷
সরকারি আধিকারিকরা উল্লেখ করেছেন, একযোগে নির্বাচনের ফলে সরকারি কোষাগারের জন্য বিশাল সঞ্চয় হবে এবং বারবার নির্বাচন আয়োজনে প্রশাসনিক এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা এড়ানো সম্ভব হবে ৷ এর ফলে রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী প্রচারেও সাশ্রয় করবে ৷ তছাড়া বিধানসভা ও লোকসভা ভোটের সময় আদর্শ আচরণবিধি বলবৎ থাকে ৷ সেই সময় উন্নয়নের কাজ বাধা প্রাপ্ত হয় ৷ এক্ষেত্রে তা হবে না ৷ পাঁচ বছরে একবার কয়েকমাসের জন্যই এটা হবে ৷
এদিক থেকে বিষয়টি ইতিবাচক হলেও তা কার্যকর খুবই কঠিন ৷ এই আইন তৈরি করতে হলে সংবিধানে অন্তত পাঁচটি সংশোধনী আনতে হবে ৷ সেগুলি হল - অনুচ্ছেন 83 (সংসদের মেয়াদ), অনুচ্ছেদ 85 (রাষ্ট্রপতি দ্বারা লোকসভা ভেঙে দেওয়া), অনুচ্ছেদ 172 (রাজ্যে রাজ্যে বিধানসভার মেয়াদ), অনুচ্ছেদ 174 (রাজ্যগুলিতে বিধানসভা ভেঙে দেওয়া) এবং অনুচ্ছেদ 356 (রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি) ৷ ভারতের শাসনব্যবস্থার ফেডারেল কাঠামোর কথা মাথায় রেখে সব রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন । এছাড়াও, সমস্ত রাজ্য সরকারের ঐকমত্য অর্জন করাও অপরিহার্য ।
এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় রয়েছে ৷ ইভিএম ও ভিভিপ্যাটের সংখ্যা বৃদ্ধি করতে হবে ৷ এখন ইভিএম ব্যবহার করা যায় 15 বছর পর্যন্ত ৷ ফলে নতুন ব্য়বস্থায় এমনভাবে ইভিএম তৈরি করতে হবে যাতে সেগুলি অন্তত তিন থেকে চারটে ভোটে ব্যবহার করা যায় ৷ অর্থাৎ 15 থেকে 20 বছর ব্যবহার করা যাবে এমন ইভিএম ও ভিভিপ্যাট তৈরি করতে হবে ৷ এর জন্য খরচ হবে কয়েক হাজার কোটি টাকা ৷ এছাড়া ভোটে আরও বেশি কর্মী ও নিরাপত্তারক্ষীর প্রয়োজন হবে ৷
অন্যদিকে কর্মিবর্গ, জনসাধারণের অভিযোগ, আইন ও বিচার সংসদীয় কমিটি তাদের 79তম প্রতিবেদনে উল্লেখ করেছে যে দক্ষিণ আফ্রিকায় জাতীয় এবং প্রাদেশিক আইনসভার নির্বাচন এক সঙ্গে প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হয় ৷ আর পৌরসভা নির্বাচন দু’বছর পরে অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুন: 'এক দেশ, এক ভোট'! রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়ল কেন্দ্র
সুইডেনের জাতীয় আইনসভা (রিকসড্যাগ) এবং প্রাদেশিক আইনসভা বা কাউন্টি কাউন্সিল (ল্যান্ডস্টিং) এবং স্থানীয় সংস্থা বা মিউনিসিপ্যাল অ্যাসেম্বলি (কমনফুলমাকটিজ)-এর নির্বাচন একটি নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত হয় ৷ তা হয় প্রতি চার বছর অন্তর সেপ্টেম্বরের দ্বিতীয় রবিবার । 2011 সালের ফিক্সড-টার্ম পার্লামেন্ট অ্যাক্ট অনুযায়ী যুক্তরাজ্যে সংসদের মেয়াদ ঠিক হয় ৷
সংবাদসংস্থা - পিটিআই