ETV Bharat / bharat

TTE arrested for urinating: এয়ার ইন্ডিয়া কাণ্ডের ছায়া এবার ট্রেনে, মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ টিটিই'র - মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ টিটিইর

চলতি ট্রেনে এক মহিলা সহযাত্রীর মাথায় এবার প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল মদ্যপ টিটিই'র বিরুদ্ধে ৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতারও করা হয়েছে সেই 'গুণধর' টিটিই-কে (Off-duty TTE arrested for urinating on woman passenger in train) ৷

Etv Bharat
অকাল তখতে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মদ্যপ টিটিই'র
author img

By

Published : Mar 14, 2023, 4:44 PM IST

Updated : Mar 14, 2023, 5:17 PM IST

লখনউ, 14 ফেব্রুয়ারি: এয়ার ইন্ডিয়া হোক কিংবা আমেরিকান এয়ারলাইনস, বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি গত বছরের শেষদিকে ৷ যার রেশ ছিল চলতি বছরের শুরুর দিকেও ৷ আকাশপথে প্রস্রাব কাণ্ডের ছায়া এবার নেমে এল রেলপথেও ৷ চলতি ট্রেনে এক মহিলা সহযাত্রীর মাথায় এবার প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল মদ্যপ টিটিই'র বিরুদ্ধে ৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতারও করা হয়েছে সেই গুণধর টিটিই-কে (Off-duty TTE arrested for urinating on woman passenger in train) ৷

সোমবার অর্থাৎ, 13 মার্চ ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে অমৃতসরগামী অকাল তখত এক্সপ্রেসে ৷ বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা অভিযুক্ত ট্র্যাভেলিং টিকিট এক্সামিনারের নাম মুন্না কুমার বলে জানিয়েছে জিআরপি ৷ যদিও ঘটনার সময় মুন্না কুমার অন-ডিউটি ছিলেন না বলে জানিয়েছে রেল পুলিশ ৷ উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে অভিযুক্তের ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল ৷

আরও পড়ুন: বন্দে ভারতের প্রথম মহিলা চালক, কে এই সুরেখা যাদব ?

লখনউয়ের জিআরপি ইনসপেক্টর নবরত্ন গৌতম সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছেন, অভিযোগকারী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে বিহারের কিউল থেকে অমৃতসরে যাত্রা করছিলেন ৷ অভিযোগ দায়ের হলে লখনউয়ের চারবাগ স্টেশনের জিআরপি গ্রেফতার করে অভিযুক্ত টিটিই-কে ৷ জিআরপি ইনসপেক্টর আরও বলেন, অভিযুক্ত ঘটনার সময় সত্যিই মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

এই তো গত সপ্তাহের ঘটনা, আমেরিকান এয়ারলাইন্সে এক মদ্যপ ছাত্র সহযাত্রীর গেয়ে ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করে দিলে তা নিয়ে তুমুল অশান্তির সৃষ্টি হয় ৷ যদিও আকাশপথে সহযাত্রীর গায়ে প্রস্রাব করা নিয়ে প্রথম শিরোনামে এসেছিল নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৷ 26 নভেম্বর, 2022 শংকর মিশ্র নামে এক ব্যক্তি বিমানে মদ্যপ অবস্থায় এক বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ ৷

পরবর্তীতে সেই জল গড়ায় অনেকদূর ৷ ঘটনার তদন্ত করে অসামরিক বিমান পরিবহণ সংস্থার তরফে এয়ার ইন্ডিয়াকে এই ঘটনার জন্য 30 লক্ষ টাকা জরিমানা করা হয় ৷ এমনকী, কুকীর্তির জেরে চাকরি খোয়াতে হয় অভিযুক্তকে ৷

লখনউ, 14 ফেব্রুয়ারি: এয়ার ইন্ডিয়া হোক কিংবা আমেরিকান এয়ারলাইনস, বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি গত বছরের শেষদিকে ৷ যার রেশ ছিল চলতি বছরের শুরুর দিকেও ৷ আকাশপথে প্রস্রাব কাণ্ডের ছায়া এবার নেমে এল রেলপথেও ৷ চলতি ট্রেনে এক মহিলা সহযাত্রীর মাথায় এবার প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল মদ্যপ টিটিই'র বিরুদ্ধে ৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতারও করা হয়েছে সেই গুণধর টিটিই-কে (Off-duty TTE arrested for urinating on woman passenger in train) ৷

সোমবার অর্থাৎ, 13 মার্চ ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে অমৃতসরগামী অকাল তখত এক্সপ্রেসে ৷ বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা অভিযুক্ত ট্র্যাভেলিং টিকিট এক্সামিনারের নাম মুন্না কুমার বলে জানিয়েছে জিআরপি ৷ যদিও ঘটনার সময় মুন্না কুমার অন-ডিউটি ছিলেন না বলে জানিয়েছে রেল পুলিশ ৷ উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে অভিযুক্তের ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল ৷

আরও পড়ুন: বন্দে ভারতের প্রথম মহিলা চালক, কে এই সুরেখা যাদব ?

লখনউয়ের জিআরপি ইনসপেক্টর নবরত্ন গৌতম সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছেন, অভিযোগকারী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে বিহারের কিউল থেকে অমৃতসরে যাত্রা করছিলেন ৷ অভিযোগ দায়ের হলে লখনউয়ের চারবাগ স্টেশনের জিআরপি গ্রেফতার করে অভিযুক্ত টিটিই-কে ৷ জিআরপি ইনসপেক্টর আরও বলেন, অভিযুক্ত ঘটনার সময় সত্যিই মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

এই তো গত সপ্তাহের ঘটনা, আমেরিকান এয়ারলাইন্সে এক মদ্যপ ছাত্র সহযাত্রীর গেয়ে ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করে দিলে তা নিয়ে তুমুল অশান্তির সৃষ্টি হয় ৷ যদিও আকাশপথে সহযাত্রীর গায়ে প্রস্রাব করা নিয়ে প্রথম শিরোনামে এসেছিল নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ৷ 26 নভেম্বর, 2022 শংকর মিশ্র নামে এক ব্যক্তি বিমানে মদ্যপ অবস্থায় এক বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ ৷

পরবর্তীতে সেই জল গড়ায় অনেকদূর ৷ ঘটনার তদন্ত করে অসামরিক বিমান পরিবহণ সংস্থার তরফে এয়ার ইন্ডিয়াকে এই ঘটনার জন্য 30 লক্ষ টাকা জরিমানা করা হয় ৷ এমনকী, কুকীর্তির জেরে চাকরি খোয়াতে হয় অভিযুক্তকে ৷

Last Updated : Mar 14, 2023, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.