কটক, 4 জুলাই: গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক মহিলা ৷ 19 বছর ধরে রাস্তায় রাস্তায় অসহায় হয়ে ঘুরে বেড়ানোর পর, অবশেষে তিনি খুঁজে পেলেন তাঁর পরিবারকে ৷ তাঁর স্বামীর সঙ্গেই পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি ৷
কটকের নিশ্চিন্তকোইলি ব্লকের ভাচচাঁদপুর গ্রামের বাসিন্দা উর্মিলা পারিদা 2004 সালে নিখোঁজ হয়ে যান ৷ তাঁর খোঁজে বহু চেষ্টা চালালেও ব্যর্থ হন তাঁর প্রিয়জনেরা ৷ পরিবারের তরফে জানানো হয়, সেই বছর তাঁর ভাগ্নেকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে উর্মিলা বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু এরপর পথ হারিয়ে ফেলেন তিনি ৷ পরিবারের সদস্য এবং আত্মীয়রা তন্ন তন্ন করে খুঁজেও তাঁকে পাননি ৷
এর পরে কেটে গিয়েছে বহু বছর ৷ সম্প্রতি আচমকা খোঁজ মিলেছে উর্মিলার ৷ একটি টুইটের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর সম্পর্কিত তথ্য ৷ সেই টুইটে বলা ছিল, তিগিরা শহরের এসবিআই এটিএম কাউন্টারের বাইরে একজন মহিলা অসহায় হয়ে পড়ে আছেন । এর পরপরই কুরুন্তি গ্রামের শ্রীমন্দির সেবারামের প্রতিষ্ঠাতা শিব শংকরের সদস্যরা অষ্টগড়ের তিগিরিয়ার এটিএম কাউন্টারে গিয়ে সেখান থেকে উর্মিলাকে তাঁদের আশ্রমে নিয়ে আসেন ।
দেড় মাস ধরে যত্ন ও ভালোবাসা পেয়ে ধীরে ধীরে স্মৃতি ফিরে পান উর্মিলা ৷ মনে পড়ে যায় তাঁর নিজের নাম, মায়ের নাম । উর্মিলার স্মৃতি পুনরুদ্ধারের একটি ভিডিয়ো রেকর্ড করা হয় এবং প্রতিষ্ঠানটি সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করে ।
এনওয়াই শ্রীমন্দিরের সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শিব শংকর দাস বলেন, "তিগিরা শহরে এসবিআই এটিএম কাউন্টারের বাইরে অসহায় অবস্থায় পড়ে থাকা এক মহিলার বিষয়ে একজন ব্যক্তি টুইট করেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ রাজ্য সরকার জেলা কালেক্টরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় ৷ এরপর তিনি বিডিও এবং বিএসএসওকে ওই মহিলার যত্ন নিতে বলেন ৷ আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মহিলাটিকে উদ্ধার করেন ৷"
আরও পড়ুন: এক বছর পর পরিবারের সঙ্গে মেয়েকে মিলিয়ে দিল ফেসবুক
উর্মিলার পরিবারের সদস্যরা সোশাল মিডিয়ায় শেয়ার করা সেই ভিডিয়োটি দেখে তাঁকে শনাক্ত করতে সক্ষম হন । এরপর তাঁরা অবিলম্বে তাঁর পরিচয় নিশ্চিত করার জন্য সেবাশ্রমের সঙ্গে যোগাযোগ করেন । প্রায় দুই দশকের বিচ্ছেদের পর অবশেষে উর্মিলা তাঁর পরিবারের সঙ্গে আবার মিলিত হয়েছেন । কটক সদর থানার কুরাং ঘামে জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে এই আবেগঘন পুনর্মিলন ঘটে ।
আশ্রমের এক সদস্য বলেন, "পরিবারের সঙ্গে তাঁর পুনর্মিলন সবার চোখে জল এনে দিয়েছে । জগন্নাথ দেবের সামনে তাঁর স্বামী তাঁকে আবার বিয়ে করেন । সেই দৃশ্য সকলের মন ছুঁয়ে যায় ৷ আমরা সত্যিই আনন্দিত যে, আমরা এই পুনর্মিলনের অংশ হয়েছি ৷"
উর্মিলার অনুপস্থিতির কঠিন প্রভাব পড়েছে তাঁর পরিবারের উপর ৷ তাঁর মেয়ে দুনাকিনী ইতিমধ্যে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন এবং তাঁর ছেলে জগবন্ধুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না । উর্মিলার তাঁর পরিবারের সঙ্গে পুনর্মিলন হওয়ায় সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে বলে আশা করা যায় ৷