ভুবনেশ্বর, 4 জুন: ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় সর্বশেষ পরিস্থিতি কী, তা জানতে আজ সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে সবিস্তারে সব জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷ এ দিকে, আজ তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু 5 লাখ টাকা ও গুরুতর আহতদের 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি ৷
শুক্রবার সন্ধেয় বালাসোরে সাংঘাতিক ট্রেন দুর্ঘটনার পর শনিবারই ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গোটা পরিস্থিতি ঘুরে দেখেন তিনি ৷ এরপর তিনি দিল্লি ফিরে গেলেও রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ফোন করে সর্বশেষ পরিস্থিতি জানতে চান নমো ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে, রাজ্যের বিভিন্ন হাসপাতালে আহত যাত্রীদের জীবন বাঁচাতে সম্ভাব্য সব পদক্ষেপ করা হচ্ছে । নিরলস পরিশ্রম করছেন ডাক্তার ও মেডিক্যাল শিক্ষার্থীরা ৷ আহতদের জন্য রক্তদানে এগিয়ে এসেছেন চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
নবীন পট্টনায়েক প্রধানমন্ত্রীকে বলেছেন, "প্রত্যেক জীবনই মূল্যবান ৷ এই নীতিই আমরা অনুসরণ করি ৷ উদ্ধার অভিযান থেকে শুরু করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, জীবন বাঁচাতে আমরা কোনও কসুর বাকি রাখছি না ।"
সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে তিনি মোদিকে বলেছেন, বিভিন্ন হাসপাতালে 1,175 জন রোগী ভর্তি রয়েছেন, যাঁদের মধ্যে 793 জনকে ছেড়ে দেওয়া হয়েছে । তিনি আর জানান, আহতদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল । বর্তমানে 382 জন যাত্রী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷
সংকটের সময় তাৎক্ষণিক এবং দক্ষ পদক্ষেপের জন্য নবীন পট্টনায়েক ও ওড়িশা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রয়োজনে কেন্দ্র যে কোনও ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও ফের জানান তিনি । এই সংকটের সময়ে ওড়িশার জনগণের সমর্থন এবং সময়মতো সাহায্যের জন্য তাঁদের কুর্নিশ করেছেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: ওড়িশার ট্রেন দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে, জানালেন রেলমন্ত্রী