ভুবনেশ্বর , 2 মে : দেশের সর্বত্র বাড়ছে করোনা সংক্রমণ ৷ ফের লকডাউন চালু করেছে বেশ কিছু রাজ্য ৷ আজ, সকালেই ওড়িশা সরকারও সেই সিদ্ধান্তই নিতে বাধ্য হল ৷
ওড়িশায় 5 মে থেকে 19 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করল নবীন পট্টনায়ক সরকার ৷ লকডাউন চলাকালীন সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত নিজের বাসস্থান থেকে 500 মিটার দূরত্বের মধ্যে যে কেউ ঘরের প্রয়োজনীয় সামগ্রী কিনতে যেতে পারবে ৷ চালু থাকবে স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবাগুলি ৷
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় 8015টি নতুন সংক্রমণের খবর এসেছে ৷ 5634 জন সুস্থ হয়েছেন আর মৃত্যু হয়েছে 14 জনের ৷