ETV Bharat / bharat

Short Film Controversy: দেবতা জগন্নাথ-নারায়ণীকে 'অশ্রদ্ধা', ওড়িশায় শর্ট ফিল্মের বিরুদ্ধে অভিযোগ দায়ের

2019 সালে হিন্দি ভাষার একটি শর্ট ফিল্ম (Hindi short film) মুক্তি পেয়েছিল ৷ সেখানে দেবতা জগন্নাথ ও দেবী নারায়ণীকে যেভাবে দেখানো হয়েছে এবং যে সংলাপ বলা হয়েছে, তাতে ওড়িশাবাসীর আবেগে ধাক্কা লেগেছে বলে অভিযোগ করেছেন এক শিক্ষক (Odisha lecturer complains) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 11, 2022, 11:34 AM IST

Updated : Sep 11, 2022, 11:44 AM IST

জাজপুর, 11 সেপ্টেম্বর: হিন্দি ভাষায় নির্মিত একটি শর্ট ফিল্ম ঘিরে বিতর্ক ৷ অভিযোগ, এতে দেবতা জগন্নাথ ও দেবী নারায়ণীর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে ৷ আর ওড়িশাবাসীর ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এই ভিডিয়ো ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Odisha lecturer complains against a hini short film for allegedly showing disrespect to Lord Jagannath and Goddess Narayani) ৷

'মিয়াঁ বিবি অর বানানা' (Miyan Biwi Aur Banana) নামক এই শর্ট ফিল্মটি নাকি ওটিটি প্ল্যাটফর্মে (OTT platform) দেখানো হচ্ছে ৷ জাজপুর জেলার এক শিক্ষক দেবীপ্রসাদ দাশের দাবি, ভিডিয়োটির পরিচালক এবং প্রযোজককে ক্ষমা চাইতে হবে ৷

এই শর্ট ফিল্মটির পরিচালক নীনা শ্রীবাস্তব (Nina Srivastava) ৷ 20 মিনিটের এই কমেডি ফিল্মটি 2019 সালে মুক্তি পায় ৷ জানা গিয়েছে, এর মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন (sanitary napkins) নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে ৷ 3 সেপ্টেম্বর জাজপুর রোডের পুলিশ স্টেশনের সিটিজেন পোর্টালে অভিযোগ দায়ের করেন দেবীপ্রসাদ ৷ তাঁর (Debiprasad Dash, a lecturer in Jajpur district) অভিযোগ, এই ছবিতে বলা সংলাপ দেবতা জগন্নাথ ও দেবী নারায়ণীকে খুব নিচু ভাবে দেখিয়েছে, অশ্রদ্ধা করা হয়েছে ৷

আরও পড়ুন: আপ বিধায়ককে চড় স্বামীর, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

অভিযোগে জানানো হয়েছে, ভিডিয়োয় প্রদর্শিত একটি মশার নাম জগন্নাথ ৷ সেই মশাটির প্রসঙ্গে যে ধরনের শব্দ বলা হয়েছে, তা অপমানজনক ৷ যিনি এই সংলাপ আওড়াচ্ছেন, তিনি নিজেকে জগন্নাথের বিধবা স্ত্রী নারায়ণী (Narayani, widow of Jagannath) বলে উল্লেখ করছেন ৷ তাঁর মুখে বলা সংলাপগুলি অসহনীয় ৷ এ প্রসঙ্গে দাশ বলেন, "এতে সারা দুনিয়ার ওড়িশার মানুষদের ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ আমাদের ঈশ্বরকে অপমান করার অধিকার কারও নেই ৷" পুলিশ কী পদক্ষেপ করে, তার জন্য় অপেক্ষা করছেন দাশ ৷ প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি ৷

জাজপুর, 11 সেপ্টেম্বর: হিন্দি ভাষায় নির্মিত একটি শর্ট ফিল্ম ঘিরে বিতর্ক ৷ অভিযোগ, এতে দেবতা জগন্নাথ ও দেবী নারায়ণীর প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে ৷ আর ওড়িশাবাসীর ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এই ভিডিয়ো ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Odisha lecturer complains against a hini short film for allegedly showing disrespect to Lord Jagannath and Goddess Narayani) ৷

'মিয়াঁ বিবি অর বানানা' (Miyan Biwi Aur Banana) নামক এই শর্ট ফিল্মটি নাকি ওটিটি প্ল্যাটফর্মে (OTT platform) দেখানো হচ্ছে ৷ জাজপুর জেলার এক শিক্ষক দেবীপ্রসাদ দাশের দাবি, ভিডিয়োটির পরিচালক এবং প্রযোজককে ক্ষমা চাইতে হবে ৷

এই শর্ট ফিল্মটির পরিচালক নীনা শ্রীবাস্তব (Nina Srivastava) ৷ 20 মিনিটের এই কমেডি ফিল্মটি 2019 সালে মুক্তি পায় ৷ জানা গিয়েছে, এর মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন (sanitary napkins) নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে ৷ 3 সেপ্টেম্বর জাজপুর রোডের পুলিশ স্টেশনের সিটিজেন পোর্টালে অভিযোগ দায়ের করেন দেবীপ্রসাদ ৷ তাঁর (Debiprasad Dash, a lecturer in Jajpur district) অভিযোগ, এই ছবিতে বলা সংলাপ দেবতা জগন্নাথ ও দেবী নারায়ণীকে খুব নিচু ভাবে দেখিয়েছে, অশ্রদ্ধা করা হয়েছে ৷

আরও পড়ুন: আপ বিধায়ককে চড় স্বামীর, সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

অভিযোগে জানানো হয়েছে, ভিডিয়োয় প্রদর্শিত একটি মশার নাম জগন্নাথ ৷ সেই মশাটির প্রসঙ্গে যে ধরনের শব্দ বলা হয়েছে, তা অপমানজনক ৷ যিনি এই সংলাপ আওড়াচ্ছেন, তিনি নিজেকে জগন্নাথের বিধবা স্ত্রী নারায়ণী (Narayani, widow of Jagannath) বলে উল্লেখ করছেন ৷ তাঁর মুখে বলা সংলাপগুলি অসহনীয় ৷ এ প্রসঙ্গে দাশ বলেন, "এতে সারা দুনিয়ার ওড়িশার মানুষদের ভাবাবেগে আঘাত করা হয়েছে ৷ আমাদের ঈশ্বরকে অপমান করার অধিকার কারও নেই ৷" পুলিশ কী পদক্ষেপ করে, তার জন্য় অপেক্ষা করছেন দাশ ৷ প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি ৷

Last Updated : Sep 11, 2022, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.