ETV Bharat / bharat

Elephant Tranquilized: ওড়িশায় ঘুমপাড়ানি গুলিতে কাবু উন্মত্ত হাতি - বন দফতর

দল থেকে প্রত্যাখ্যাত হয়ে উন্মত্ত হয়ে উঠেছিল ওড়িশার হাতিটি ৷ তার হামলায় (Elephant Attack) একজনের মৃত্যু হয় ৷ জখম হন কয়েকজন ৷ দীর্ঘ প্রচেষ্টার পর ঘুমপাড়ানি গুলির (Elephant Tranquilised) সাহায্যে তাকে বাগে আনল বন দফতর ৷

elephant-tranquilised-rescued-by-forest-officials-in-odishas-kendrarapa
ওডিশায় ঘুমপাড়ানি গুলি মেরে 'উন্মত্ত' হাতিকে ধরল বন দফতর
author img

By

Published : Nov 4, 2021, 1:15 PM IST

ওডিশা, 4 নভেম্বর: আপাত শান্ত স্বভাবের হাতি (Elephant Attack) হিংস্র হয়ে ওঠায় ঘুম উড়েছিল ওড়িশার কেন্দ্রাপাড়ার বাসিন্দাদের ৷ তার হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন ৷ একজনকে সে পিষে মেরেও ফেলেছে ৷ 10 দিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে সেই পূর্ণবয়স্ক হাতিকে বাগে আনতে পেরেছে বন দফতর ৷ ঘুমপাড়ানি গুলি (Elephant Tranquilised) মেরে তাকে উদ্ধার করা হয়েছে ৷ স্বাভাবিক ভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ত্রস্ত স্থানীয়রা ৷

নিজের দল থেকে প্রত্যাখ্যাত হয়ে হাতিটি হিংস্র আচরণ শুরু করেছিল বলে মনে করছে বন দফতর ৷ উন্মত্ত অবস্থায় সে 10 দিনে চার জেলার 300 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে দাপিয়ে বেড়িয়েছে বলে জানা গিয়েছে ৷ এরই মাঝে মানুষ দেখলেই তাঁদের দিকে তেড়ে গিয়েছে হাতিটি ৷ সামনে এক ব্যক্তিকে পেয়ে তাঁকে পায়ের তলায় পিষে মেরে ফেলেছে সে ৷ তার হামলায় জখম হয়েছেন কয়েকজন ৷ নানা প্রচেষ্টার পরও হাতিটিকে বাগে আনতে পারছিল না বন দফতর ৷

আরও পড়ুন: Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথীর মুশকিল আসানে কার্ডের পিছনেই টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর

কটক টেরিটোরিয়াল ফরেস্ট ডিভিশনের বিভাগীয় বন আধিকারিক সঞ্জয়কুমার সোয়াইন বলেন, "10 দিনের লাগাতার অভিযানের পর কেন্দ্রাপাড়া জেলার মহাকলাপদ ব্লকের সোবালা গ্রামের একটি চাষের জমিতে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি কাবু করা হয়েছে ৷ মনে করা হচ্ছে, বৈরী জঙ্গল এলাকায় নিজের দলের থেকে প্রত্যাখ্যাত হয়েছিল হাতিটি ৷ তার জন্যই সে উন্মত্ত হয়ে উঠেছিল ৷ হিংস্র আচরণ করছিল ৷"

আরও পড়ুন: Weather Update : রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিমি বায়ু, শনিবার থেকে কমবে তাপমাত্রা

হাতিটি একের পর এক এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল বলে জানিয়েছেন বনকর্তা ৷ জনবসতিতে ঢুকে সে তাণ্ডব চালাচ্ছিল ৷ তার জেরে জয়পুর, কটক, কেন্দ্রাপাড়া ও জগৎসিংহপুর জেলার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ দিন কয়েক আগেই এক ব্যক্তিকে পিষে মেরে ফেলে সে ৷ হামলায় জখম হন কয়েকজন ৷

হাতিটিকে যখন উদ্ধার করা হয়, তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল বলে জানা গিয়েছে ৷ 300 কিলোমিটার রাস্তা ঘুরেও তার মধ্যে কোনও ক্লান্তি ধরা পড়েনি বলে জানিয়েছেন বন আধিকারিক ৷

আরও পড়ুন: Narendra Modi : ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টার যোগ্য জবাব দেয় সেনাবাহিনী : মোদি

ওডিশা, 4 নভেম্বর: আপাত শান্ত স্বভাবের হাতি (Elephant Attack) হিংস্র হয়ে ওঠায় ঘুম উড়েছিল ওড়িশার কেন্দ্রাপাড়ার বাসিন্দাদের ৷ তার হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন ৷ একজনকে সে পিষে মেরেও ফেলেছে ৷ 10 দিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে সেই পূর্ণবয়স্ক হাতিকে বাগে আনতে পেরেছে বন দফতর ৷ ঘুমপাড়ানি গুলি (Elephant Tranquilised) মেরে তাকে উদ্ধার করা হয়েছে ৷ স্বাভাবিক ভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ত্রস্ত স্থানীয়রা ৷

নিজের দল থেকে প্রত্যাখ্যাত হয়ে হাতিটি হিংস্র আচরণ শুরু করেছিল বলে মনে করছে বন দফতর ৷ উন্মত্ত অবস্থায় সে 10 দিনে চার জেলার 300 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে দাপিয়ে বেড়িয়েছে বলে জানা গিয়েছে ৷ এরই মাঝে মানুষ দেখলেই তাঁদের দিকে তেড়ে গিয়েছে হাতিটি ৷ সামনে এক ব্যক্তিকে পেয়ে তাঁকে পায়ের তলায় পিষে মেরে ফেলেছে সে ৷ তার হামলায় জখম হয়েছেন কয়েকজন ৷ নানা প্রচেষ্টার পরও হাতিটিকে বাগে আনতে পারছিল না বন দফতর ৷

আরও পড়ুন: Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথীর মুশকিল আসানে কার্ডের পিছনেই টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বর

কটক টেরিটোরিয়াল ফরেস্ট ডিভিশনের বিভাগীয় বন আধিকারিক সঞ্জয়কুমার সোয়াইন বলেন, "10 দিনের লাগাতার অভিযানের পর কেন্দ্রাপাড়া জেলার মহাকলাপদ ব্লকের সোবালা গ্রামের একটি চাষের জমিতে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি কাবু করা হয়েছে ৷ মনে করা হচ্ছে, বৈরী জঙ্গল এলাকায় নিজের দলের থেকে প্রত্যাখ্যাত হয়েছিল হাতিটি ৷ তার জন্যই সে উন্মত্ত হয়ে উঠেছিল ৷ হিংস্র আচরণ করছিল ৷"

আরও পড়ুন: Weather Update : রাজ্যে ঢুকছে উত্তর-পশ্চিমি বায়ু, শনিবার থেকে কমবে তাপমাত্রা

হাতিটি একের পর এক এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল বলে জানিয়েছেন বনকর্তা ৷ জনবসতিতে ঢুকে সে তাণ্ডব চালাচ্ছিল ৷ তার জেরে জয়পুর, কটক, কেন্দ্রাপাড়া ও জগৎসিংহপুর জেলার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ দিন কয়েক আগেই এক ব্যক্তিকে পিষে মেরে ফেলে সে ৷ হামলায় জখম হন কয়েকজন ৷

হাতিটিকে যখন উদ্ধার করা হয়, তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল বলে জানা গিয়েছে ৷ 300 কিলোমিটার রাস্তা ঘুরেও তার মধ্যে কোনও ক্লান্তি ধরা পড়েনি বলে জানিয়েছেন বন আধিকারিক ৷

আরও পড়ুন: Narendra Modi : ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টার যোগ্য জবাব দেয় সেনাবাহিনী : মোদি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.