ETV Bharat / bharat

Odisha Train Accident: পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতায় বিনামূল্যে বাস পরিষেবা, বিপর্যয়ের মাঝে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর - Balasore train accident

বালাসোরে ট্রেন দুর্ঘটনার জেরে পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে বিনামূল্যে বাস পরিষেবা পাওয়া যাবে কলকাতার উদ্দেশে ৷ এমনটাই রবিবার ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷

Free bus service
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক
author img

By

Published : Jun 4, 2023, 3:54 PM IST

ভুবনেশ্বর, 4 জুন: বালাসোরের কাছে জোড়া ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা ৷ এর ফলে পুরী, কটক ও ভুবনেশ্বর-সহ ওড়িশার বিভিন্ন জায়গা থেকে কলকাতা পৌঁছতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রবিবার পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতায় নিখরচায় বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করলেন । জানা গিয়েছে, এই বাস পরিষেবার পুরো খরচ মেটানো হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে । বালাসোর রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক না-হওয়া পর্যন্ত এই বাস পরিষেবা চলবে । উল্লেখ্য, এমনিতে প্রতিদিন ওড়িশার এই তিনটি শহর থেকে প্রায় 50টি বাস কলকাতায় চলাচল করে ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা ৷ এই সুবাদে রোজ হাজার হাজার মানুষ ওড়িশা থেকে কলকাতায় আসা যাওয়া করেন ৷ তাদের বেশিরভাগকেই যাতায়াতের জন্য নির্ভর করতে হয় ট্রেনের উপর ৷ তবে দুর্ঘটনার কারণে আপাতত ব্যাঘাত ঘটেছে ট্রেন পরিষেবায় ৷ বাতিল হয়েছে একাধিক ট্রেন ৷ অনেক ট্রেনের রুট বদল করে চালানো হচ্ছে ৷ বাহানাগা বাজারের কাছে দুর্ঘনাস্থলে রেলের ট্র্যাক থেকে ট্রেনের বগি ও ভাঙা অংশ সরানোর কাজ শুরু হয়েছে জোরকদমে ৷ তবে কবে সেই কাজ শেষ হবে এবং পুনরায় ট্রেন পরিষেবা চালু হবে, তা কারও জানা নেই ৷ তাই এখন বিকল্প পথ বলতে ভরসা স্থলপথ, আরও ভালো করে বলতে গেলে বাস ৷

আরও পড়ুন: চারশোর টিকিট বিকোচ্ছে আড়াই হাজারে ! বালাসোর বিপর্যয়ের সুযোগ নিয়ে বাবুঘাটে দূরপাল্লার বাসে দেদার কালোবাজারি

কিন্তু শনিবার দেখা গিয়েছিল কলকাতার বাবুঘাটে বাসের টিকিটে কালোবাজারি ৷ কলকাতা থেকে পুরী আসার বাসের 400 টাকার টিকিট বিকোচ্ছে দুই কিংবা আড়াই হাজার টাকায় ৷ তার উপর আজ জগন্নাথদেবের স্নানযাত্রা ৷ এই দিনটি উপলক্ষে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ পুরী গিয়েছেন ৷ তাদের যাতে ট্রেন দুর্ঘটনার কারণে ফিরতে অসুবিধা না-হয় তাই বিনামূল্যে কলকাতার বাস পরিষেবা চালু করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷

ভুবনেশ্বর, 4 জুন: বালাসোরের কাছে জোড়া ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা ৷ এর ফলে পুরী, কটক ও ভুবনেশ্বর-সহ ওড়িশার বিভিন্ন জায়গা থেকে কলকাতা পৌঁছতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে । তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রবিবার পুরী, ভুবনেশ্বর ও কটক থেকে কলকাতায় নিখরচায় বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করলেন । জানা গিয়েছে, এই বাস পরিষেবার পুরো খরচ মেটানো হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে । বালাসোর রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক না-হওয়া পর্যন্ত এই বাস পরিষেবা চলবে । উল্লেখ্য, এমনিতে প্রতিদিন ওড়িশার এই তিনটি শহর থেকে প্রায় 50টি বাস কলকাতায় চলাচল করে ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা ৷ এই সুবাদে রোজ হাজার হাজার মানুষ ওড়িশা থেকে কলকাতায় আসা যাওয়া করেন ৷ তাদের বেশিরভাগকেই যাতায়াতের জন্য নির্ভর করতে হয় ট্রেনের উপর ৷ তবে দুর্ঘটনার কারণে আপাতত ব্যাঘাত ঘটেছে ট্রেন পরিষেবায় ৷ বাতিল হয়েছে একাধিক ট্রেন ৷ অনেক ট্রেনের রুট বদল করে চালানো হচ্ছে ৷ বাহানাগা বাজারের কাছে দুর্ঘনাস্থলে রেলের ট্র্যাক থেকে ট্রেনের বগি ও ভাঙা অংশ সরানোর কাজ শুরু হয়েছে জোরকদমে ৷ তবে কবে সেই কাজ শেষ হবে এবং পুনরায় ট্রেন পরিষেবা চালু হবে, তা কারও জানা নেই ৷ তাই এখন বিকল্প পথ বলতে ভরসা স্থলপথ, আরও ভালো করে বলতে গেলে বাস ৷

আরও পড়ুন: চারশোর টিকিট বিকোচ্ছে আড়াই হাজারে ! বালাসোর বিপর্যয়ের সুযোগ নিয়ে বাবুঘাটে দূরপাল্লার বাসে দেদার কালোবাজারি

কিন্তু শনিবার দেখা গিয়েছিল কলকাতার বাবুঘাটে বাসের টিকিটে কালোবাজারি ৷ কলকাতা থেকে পুরী আসার বাসের 400 টাকার টিকিট বিকোচ্ছে দুই কিংবা আড়াই হাজার টাকায় ৷ তার উপর আজ জগন্নাথদেবের স্নানযাত্রা ৷ এই দিনটি উপলক্ষে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ পুরী গিয়েছেন ৷ তাদের যাতে ট্রেন দুর্ঘটনার কারণে ফিরতে অসুবিধা না-হয় তাই বিনামূল্যে কলকাতার বাস পরিষেবা চালু করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.