ETV Bharat / bharat

Pornography on AD Display Board: পটনা জংশনের ডিজিটাল বিজ্ঞাপনের বোর্ডে পর্নোগ্রাফি ! তদন্তে আরপিএফ

author img

By

Published : Mar 20, 2023, 11:06 AM IST

Updated : Mar 20, 2023, 1:05 PM IST

পটনা জংশনের বিজ্ঞাপনের বোর্ডে পর্নোগ্রাফি (Pornography on AD Display Board) ৷ রবিবার রাতের ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে ৷ অভিযোগ, সাইবার অপরাধীরা স্টেশনের ওই ডিজিটাল ডিসপ্লেটি হ্যাক করে এই কাণ্ড ঘটিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ ৷

Pornography on AD Display Board ETV BHARAT
Pornography on AD Display Board

পটনা, 20 মার্চ: সাইবার অপরাধীদের জালে ভারতীয় রেল ৷ অভিযোগ, রবিবার রাতে বিহারের পটনা জংশনের বিজ্ঞাপনের ডিজিটাল ডিসপ্লে বোর্ড হ্যাক করে সাইবার অপরাধীরা ৷ জানা গিয়েছে, পাটনা জংশনের বাইরে ও ভিতরে থাকা ডিজিটাল ডিসপ্লে বোর্ডে রাত সাড়ে 9টার সময় হঠাৎই পর্নোগ্রাফি চলতে শুরু করে (Obscene Video Appears on AD Display Screen at Patna Junction) ৷ এর জেরে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী-সহ অন্যান্যদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় ৷ বিশেষত, পরিবার পরিজন নিয়ে থাকা লোকজন অস্বস্তিতে পড়ে যান ঘটনার আকস্মিকতায় ৷

রেল ভারত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ৷ রেলের উপরে কমবেশি দেশের সব নাগরিকই নির্ভরশীল ৷ ফলে প্রশ্ন উঠছে, রেলের সুরক্ষা ব্যবস্থাই যদি এত ঢিলেঢালা হয়, তাহলে যাত্রীদের নিরাপত্তা কোথায় ৷ যাত্রীরা অভিযোগ করেছেন, রাত প্রায় সাড়ে 9টা নাগাদ স্টেশনের ডিসপ্লে বোর্ডে অশ্লীল ভিডিয়ো চলতে শুরু করে ৷ ঘটনার আকস্মিকতায় লোকজনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় ৷ অনেকে ডিসপ্লের সেই ভিডিয়ো এড়াতে স্টেশন চত্বর ছেড়ে বেরিয়ে যান ৷ যদিও, ঘটনার খবর স্টেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছতেই সংশ্লিষ্ট ডিজিটাল ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেওয়া হয় ৷

এই ঘটনায় আরপিএফ তদন্ত শুরু করেছে ৷ পটনা জংশনের আরপিএফ এ নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ তদন্তকারী আরপিএফ আধিকারিক জানিয়েছেন, রাত 9টা 56 মিনিটের পর প্রায় 3-4 মিনিট ওই পর্নোগ্রাফি ডিসপ্লেতে চলে ৷ স্টেশন কর্তৃপক্ষের তৎপরতায় ডিসপ্লেটি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বর্তমানে সিস্টেম রিকভারের জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন ৷ দ্রুত অভিযুক্তদের ধরার আশ্বাস দিয়েছেন ওই আরপিএফ আধিকারিক ৷

আরও পড়ুন: যত কাণ্ড অ্যাম্বুলেন্সে ! ভেতরেই উদ্দাম নাচছেন স্বল্পবসনা নর্তকী, ভাইরাল ভিডিয়ো

তবে এই ঘটনায় রেলের সুরক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ অভিযোগ অতীতেও বহু ক্ষেত্রে এই ধরনের গাফিলতি ধরা পড়েছে ৷ হোলির আগেও নাকি পটনা জংশনে একই ঘটনা ঘটেছিল ৷ সেবারেও ডিজিটাল ডিসপ্লে বোর্ড হ্যাক করা হয়েছিল বলে খবর ৷ আর সেখানে পর্নোগ্রাফি চলেছিল ৷ ফলে স্টেশনে উপস্থিত যাত্রীদের বারবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ৷ বিশেষত, মহিলাদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল ৷

পটনা, 20 মার্চ: সাইবার অপরাধীদের জালে ভারতীয় রেল ৷ অভিযোগ, রবিবার রাতে বিহারের পটনা জংশনের বিজ্ঞাপনের ডিজিটাল ডিসপ্লে বোর্ড হ্যাক করে সাইবার অপরাধীরা ৷ জানা গিয়েছে, পাটনা জংশনের বাইরে ও ভিতরে থাকা ডিজিটাল ডিসপ্লে বোর্ডে রাত সাড়ে 9টার সময় হঠাৎই পর্নোগ্রাফি চলতে শুরু করে (Obscene Video Appears on AD Display Screen at Patna Junction) ৷ এর জেরে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী-সহ অন্যান্যদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় ৷ বিশেষত, পরিবার পরিজন নিয়ে থাকা লোকজন অস্বস্তিতে পড়ে যান ঘটনার আকস্মিকতায় ৷

রেল ভারত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ৷ রেলের উপরে কমবেশি দেশের সব নাগরিকই নির্ভরশীল ৷ ফলে প্রশ্ন উঠছে, রেলের সুরক্ষা ব্যবস্থাই যদি এত ঢিলেঢালা হয়, তাহলে যাত্রীদের নিরাপত্তা কোথায় ৷ যাত্রীরা অভিযোগ করেছেন, রাত প্রায় সাড়ে 9টা নাগাদ স্টেশনের ডিসপ্লে বোর্ডে অশ্লীল ভিডিয়ো চলতে শুরু করে ৷ ঘটনার আকস্মিকতায় লোকজনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় ৷ অনেকে ডিসপ্লের সেই ভিডিয়ো এড়াতে স্টেশন চত্বর ছেড়ে বেরিয়ে যান ৷ যদিও, ঘটনার খবর স্টেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছতেই সংশ্লিষ্ট ডিজিটাল ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেওয়া হয় ৷

এই ঘটনায় আরপিএফ তদন্ত শুরু করেছে ৷ পটনা জংশনের আরপিএফ এ নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ তদন্তকারী আরপিএফ আধিকারিক জানিয়েছেন, রাত 9টা 56 মিনিটের পর প্রায় 3-4 মিনিট ওই পর্নোগ্রাফি ডিসপ্লেতে চলে ৷ স্টেশন কর্তৃপক্ষের তৎপরতায় ডিসপ্লেটি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বর্তমানে সিস্টেম রিকভারের জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন ৷ দ্রুত অভিযুক্তদের ধরার আশ্বাস দিয়েছেন ওই আরপিএফ আধিকারিক ৷

আরও পড়ুন: যত কাণ্ড অ্যাম্বুলেন্সে ! ভেতরেই উদ্দাম নাচছেন স্বল্পবসনা নর্তকী, ভাইরাল ভিডিয়ো

তবে এই ঘটনায় রেলের সুরক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ অভিযোগ অতীতেও বহু ক্ষেত্রে এই ধরনের গাফিলতি ধরা পড়েছে ৷ হোলির আগেও নাকি পটনা জংশনে একই ঘটনা ঘটেছিল ৷ সেবারেও ডিজিটাল ডিসপ্লে বোর্ড হ্যাক করা হয়েছিল বলে খবর ৷ আর সেখানে পর্নোগ্রাফি চলেছিল ৷ ফলে স্টেশনে উপস্থিত যাত্রীদের বারবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ৷ বিশেষত, মহিলাদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল ৷

Last Updated : Mar 20, 2023, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.