ETV Bharat / bharat

Nurse stages Naked Protest: পদে পুনর্বহালের দাবিতে গোলাপি শহরে নগ্ন হয়ে প্রতিবাদ নার্সের !

রাস্তায় নগ্ন হয়ে প্রতিবাদ দেখালেন এক নার্স (Nurse stages Naked Protest) ! রাজস্থানের জয়পুরের ঘটনায় হতভম্ব পথচলতি মানুষ ৷

Nurse stages Naked Protest in demand of her reinstatement
নগ্ন প্রতিবাদ
author img

By

Published : Feb 22, 2023, 8:41 PM IST

Updated : Feb 22, 2023, 11:06 PM IST

জয়পুর, 22 ফেব্রুয়ারি: পুরনো পদে পুনর্বহাল করতে অতিরিক্ত সময় ব্যয় করছে কর্তৃপক্ষ ৷ তারই প্রতিবাদে নগ্ন হয়ে বিক্ষোভ দেখালেন এক নার্স (Auxiliary Nurse and Midwife)! ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে (Nurse stages Naked Protest) ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, ওই তরুণী আজমেঢ়ের বাসিন্দা ৷ জয়পুরের এসএমএস মেডিক্যাল কলেজের সামনে রাস্তার উপর একটি ডিভাইডারে বিবস্ত্র অবস্থায় বসে থাকতে দেখা যায় তাঁকে ৷ এমন ঘটনা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান পথচলতি মানুষ ও গাড়িচালকরা ৷ তবে, প্রতিবাদী তরুণী সেসবের তোয়াক্কা করেননি ৷ তিনি বসেছিলেন নির্লিপ্তভাবে ! পরে সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, স্বাস্থ্য দফতর তাঁকে পুরনো পদে পুনর্বহাল করতে দেরি করাতেই এমন অভিনব কায়দায় প্রতিবাদে সামিল হন ওই তরুণী ! বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে ৷

এসএমএস হাসপাতলের স্টেশন অফিসার নবরত্ন ঢোলিয়া জানিয়েছেন, নগ্ন হয়ে প্রতিবাদের ঘটনাটি ঘটে বুধবার সকালে ৷ সকাল 10টা নাগাদ ওই তরুণীকে বিবস্ত্র হয়ে জেএলএন রোডের ডিভাইডারের উপর বসে পা দোলাতে দেখা যায় ! কিছুক্ষণ পরই হাসপাতাল কর্তৃপক্ষের কানে বিষয়টি পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর পাঠানো হয় ৷ এরপর মহিলা পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁরা প্রতিবাদী তরুণীকে পোশাক পরতে বলেন ৷ কিন্তু, তিনি পোশাক পরতে অস্বীকার করেন ৷ এরপর আর কোনও কথা শোনেননি মহিলা পুলিশকর্মীরা ৷ তাঁরা একটি কম্বল এনে মহিলার গায়ে তা জড়িয়ে দেন এবং তাঁকে নিয়ে স্থানীয় থানায় পৌঁছন ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বার! হায়দরাবাদে ফের পথ কুকুরের আক্রমণের শিকার শিশু

মহিলাকে জিজ্ঞাসবাদ করা হলে তিনি পুলিশকে জানান, বাধ্য হয়েই এমন পদক্ষেপ করতে হয়েছে তাঁকে ৷ 2020 সালে ওই তরুণীকে এএনএম পদ থেকে সাসপেন্ড করে এপিও পদে নিয়োগ করা হয় ৷ সেই সময় থেকে আজ পর্যন্ত সাসপেন্ড হয়েই রয়েছেন তিনি ৷ তাঁকে তাঁর পুরনো পদে পুনর্বহাল করা হয়নি ৷ সেই কারণেই নগ্ন হয়ে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন তিনি ৷

তরুণী পুলিশকে আরও জানিয়েছেন, বিওয়ারের একটি হাসপাতালে নার্সের চাকরি করতেন তিনি ৷ পরবর্তীতে এক চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তাঁকে তাঁর পদ হারাতে হয় ৷ এএনএম থেকে এপিও হয়ে যান তিনি ৷ তারপর বহুবার আবেদন জানিয়েও নিজের পুরনো পদে ফিরে যেতে পারেননি ওই তরুণী ৷

জয়পুর, 22 ফেব্রুয়ারি: পুরনো পদে পুনর্বহাল করতে অতিরিক্ত সময় ব্যয় করছে কর্তৃপক্ষ ৷ তারই প্রতিবাদে নগ্ন হয়ে বিক্ষোভ দেখালেন এক নার্স (Auxiliary Nurse and Midwife)! ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে (Nurse stages Naked Protest) ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, ওই তরুণী আজমেঢ়ের বাসিন্দা ৷ জয়পুরের এসএমএস মেডিক্যাল কলেজের সামনে রাস্তার উপর একটি ডিভাইডারে বিবস্ত্র অবস্থায় বসে থাকতে দেখা যায় তাঁকে ৷ এমন ঘটনা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান পথচলতি মানুষ ও গাড়িচালকরা ৷ তবে, প্রতিবাদী তরুণী সেসবের তোয়াক্কা করেননি ৷ তিনি বসেছিলেন নির্লিপ্তভাবে ! পরে সংশ্লিষ্ট আধিকারিকরা জানান, স্বাস্থ্য দফতর তাঁকে পুরনো পদে পুনর্বহাল করতে দেরি করাতেই এমন অভিনব কায়দায় প্রতিবাদে সামিল হন ওই তরুণী ! বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে ৷

এসএমএস হাসপাতলের স্টেশন অফিসার নবরত্ন ঢোলিয়া জানিয়েছেন, নগ্ন হয়ে প্রতিবাদের ঘটনাটি ঘটে বুধবার সকালে ৷ সকাল 10টা নাগাদ ওই তরুণীকে বিবস্ত্র হয়ে জেএলএন রোডের ডিভাইডারের উপর বসে পা দোলাতে দেখা যায় ! কিছুক্ষণ পরই হাসপাতাল কর্তৃপক্ষের কানে বিষয়টি পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর পাঠানো হয় ৷ এরপর মহিলা পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁরা প্রতিবাদী তরুণীকে পোশাক পরতে বলেন ৷ কিন্তু, তিনি পোশাক পরতে অস্বীকার করেন ৷ এরপর আর কোনও কথা শোনেননি মহিলা পুলিশকর্মীরা ৷ তাঁরা একটি কম্বল এনে মহিলার গায়ে তা জড়িয়ে দেন এবং তাঁকে নিয়ে স্থানীয় থানায় পৌঁছন ৷

আরও পড়ুন: 24 ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বার! হায়দরাবাদে ফের পথ কুকুরের আক্রমণের শিকার শিশু

মহিলাকে জিজ্ঞাসবাদ করা হলে তিনি পুলিশকে জানান, বাধ্য হয়েই এমন পদক্ষেপ করতে হয়েছে তাঁকে ৷ 2020 সালে ওই তরুণীকে এএনএম পদ থেকে সাসপেন্ড করে এপিও পদে নিয়োগ করা হয় ৷ সেই সময় থেকে আজ পর্যন্ত সাসপেন্ড হয়েই রয়েছেন তিনি ৷ তাঁকে তাঁর পুরনো পদে পুনর্বহাল করা হয়নি ৷ সেই কারণেই নগ্ন হয়ে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন তিনি ৷

তরুণী পুলিশকে আরও জানিয়েছেন, বিওয়ারের একটি হাসপাতালে নার্সের চাকরি করতেন তিনি ৷ পরবর্তীতে এক চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তাঁকে তাঁর পদ হারাতে হয় ৷ এএনএম থেকে এপিও হয়ে যান তিনি ৷ তারপর বহুবার আবেদন জানিয়েও নিজের পুরনো পদে ফিরে যেতে পারেননি ওই তরুণী ৷

Last Updated : Feb 22, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.