ETV Bharat / bharat

Tigers Increased in Dudhwa: বেড়েছে বাঘের সংখ্যা, মায়ের সঙ্গে দেখা গেল পাঁচ ব্যাঘ্র শাবককে - দুধওয়া টাইগার রিজার্ভ

দুধওয়া টাইগার রিজার্ভের কিষাণপুর সেঞ্চুরিতে বাঘিনীকে দেখা গেল পাঁচটি শাবকের সঙ্গে । এই ছবি সামনে আসতেই নিরাপত্তা বাড়িয়েছে টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ ।

Etv Bharat
মা বাঘিনীর সঙ্গে পাঁচ শাবক
author img

By

Published : Apr 6, 2023, 4:24 PM IST

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ): ক্রমশ বাড়ছে বাঘের সংখ্যা । দুধওয়া টাইগার রিজার্ভের কিষাণপুর সেঞ্চুরিতে এক বাঘিনীকে দেখা গেল পাঁচটি শাবকের সঙ্গে । বৃহস্পতিবার ব্যাঘ্র শাবকদের ছবি সামনে আসতেই নিরাপত্তা বাড়িয়েছে টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ । এই বিষয়ে দুধওয়া টাইগার রিজার্ভের পরিচালক বি.প্রভাকর জানিয়েছেন, দিনরাত ক্যামেরার মাধ্যমে শাবককে পর্যবেক্ষণ করা হচ্ছে । মা বাঘ ও তার শাবকদের গতিবিধির ওপর 24 ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে । পাশাপাশি যাতে, মা বাঘ ও পাঁচ শাবক শান্তিতে ঘুরতে ফিরতে পারে, সেই কারণে ওই এলাকা থেকে পর্যটকদের দূরে রাখার ব্যবস্থা করেছে টাইগার রিজার্ভ আধিকারিকরা ।

একটা সময়ে দুধওয়া টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা কমে যাচ্ছে বলে চিন্তায় পড়েছিল বন দফতর । তবে সম্প্রতি 5টি শাবক-সহ যখন মা বাঘকে দেখা যেতেই হাসি ফুটেছে বন দফতরের আধিকারিকদের মুখে । দুধওয়ার ডেপুটি ডিরেক্টর রঙ্গারাজু বাঘের শাবকদের একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "সুন্দর টাইগার শাবক, দুধওয়া টাইগার রিজার্ভের বৈচিত্র্যময় পরিবেশ এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের প্রতিচ্ছবি তুলে ধরেছে ।"

  • Cute Tiger cubs represents diverse and healthy ecosystems of Dudhwa Tiger Reserve.
    Photo Location: Kishanpur WildLife Sactuary, Dudhwa- UP pic.twitter.com/nMy4PfRfIZ

    — Rengaraju T (@raju2179) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটিতে পাঁচটি শাবককে আলাদাভাবে দেখা গিয়েছে । এক জায়গায় তিনটি এবং অন্য জায়গায় দুটি শাবক দেখা গিয়েছে । দুধওয়ার ডেপুটি ডিরেক্টর ডাঃ রঙ্গারাজু বলেছেন, "কিষাণপুরে শাবকদের সঙ্গে দেখা করা একটি আনন্দদায়ক অভিজ্ঞতা । এটি আমাদের সকলের জন্য একটি বড় খবরের চেয়ে কম কিছু নয় । আমাদের নেচার গাইড এবং বনকর্মীরা মা বাঘ এবং শাবকের অবস্থান সনাক্ত করেছেন । তাদের ভিডিয়ো করা হয়েছে, ছবিও তোলা হয়েছে । নতুন বাঘের শাবক আসায় রিজার্ভের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে । রিজার্ভের সকল কর্মীরা এই শাবকদের নিরাপদে রাখার দায়িত্ব নিয়েছেন । নিরাপত্তার কথা মাথায় রেখে কিষাণপুর সেঞ্চুরিতে পর্যটকদের আনাগোনা আপাতত বন্ধ রাখা হয়েছে ।"

উল্লেখযোগ্যভাবে, মাত্র কয়েকদিন আগে, ভারত-নেপাল সীমান্তের সমগ্রনগর রেঞ্জে একটি বাঘিনীকেও দুটি শাবকের সঙ্গে দেখা গিয়েছে । দুধওয়া টাইগার রিজার্ভের বাফার জোনের আধিকারিকরাও সেই দুটি শাবকের সুরক্ষার ব্যবস্থা করেছেন । তিন বছর আগে কিষাণপুর সেঞ্চুরিতে তিনটি ব্যাঘ্র শাবকের দেখা মিললেও হঠাৎ নিখোঁজ হয়ে যায় তারা । এরপর শাবকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল । এই বিষয়ে দুধওয়ার ডেপুটি ডিরেক্টর ডাঃ রাঙ্গারাজু বলেন, "ক্যামেরা ট্র্যাপ বসিয়ে এই শাবকদের মনিটরিং করা হচ্ছে প্রতিদিন । এলাকার বিভিন্ন প্রান্তে ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে । মা বাঘ ও তার পাঁচ শাবকদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে নিশ্চিত থাকতেই সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুধওয়া টাইগার রিজার্ভের তরফ থেকে ।"

আরও পড়ুন: সোনার প্রলেপ দেওয়া 110 কেজির রুপোর হনুমান মূর্তি, নিত্যপুজো হয় ব্যবসায়ীর বাড়িতে

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ): ক্রমশ বাড়ছে বাঘের সংখ্যা । দুধওয়া টাইগার রিজার্ভের কিষাণপুর সেঞ্চুরিতে এক বাঘিনীকে দেখা গেল পাঁচটি শাবকের সঙ্গে । বৃহস্পতিবার ব্যাঘ্র শাবকদের ছবি সামনে আসতেই নিরাপত্তা বাড়িয়েছে টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ । এই বিষয়ে দুধওয়া টাইগার রিজার্ভের পরিচালক বি.প্রভাকর জানিয়েছেন, দিনরাত ক্যামেরার মাধ্যমে শাবককে পর্যবেক্ষণ করা হচ্ছে । মা বাঘ ও তার শাবকদের গতিবিধির ওপর 24 ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে । পাশাপাশি যাতে, মা বাঘ ও পাঁচ শাবক শান্তিতে ঘুরতে ফিরতে পারে, সেই কারণে ওই এলাকা থেকে পর্যটকদের দূরে রাখার ব্যবস্থা করেছে টাইগার রিজার্ভ আধিকারিকরা ।

একটা সময়ে দুধওয়া টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা কমে যাচ্ছে বলে চিন্তায় পড়েছিল বন দফতর । তবে সম্প্রতি 5টি শাবক-সহ যখন মা বাঘকে দেখা যেতেই হাসি ফুটেছে বন দফতরের আধিকারিকদের মুখে । দুধওয়ার ডেপুটি ডিরেক্টর রঙ্গারাজু বাঘের শাবকদের একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "সুন্দর টাইগার শাবক, দুধওয়া টাইগার রিজার্ভের বৈচিত্র্যময় পরিবেশ এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের প্রতিচ্ছবি তুলে ধরেছে ।"

  • Cute Tiger cubs represents diverse and healthy ecosystems of Dudhwa Tiger Reserve.
    Photo Location: Kishanpur WildLife Sactuary, Dudhwa- UP pic.twitter.com/nMy4PfRfIZ

    — Rengaraju T (@raju2179) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটিতে পাঁচটি শাবককে আলাদাভাবে দেখা গিয়েছে । এক জায়গায় তিনটি এবং অন্য জায়গায় দুটি শাবক দেখা গিয়েছে । দুধওয়ার ডেপুটি ডিরেক্টর ডাঃ রঙ্গারাজু বলেছেন, "কিষাণপুরে শাবকদের সঙ্গে দেখা করা একটি আনন্দদায়ক অভিজ্ঞতা । এটি আমাদের সকলের জন্য একটি বড় খবরের চেয়ে কম কিছু নয় । আমাদের নেচার গাইড এবং বনকর্মীরা মা বাঘ এবং শাবকের অবস্থান সনাক্ত করেছেন । তাদের ভিডিয়ো করা হয়েছে, ছবিও তোলা হয়েছে । নতুন বাঘের শাবক আসায় রিজার্ভের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে । রিজার্ভের সকল কর্মীরা এই শাবকদের নিরাপদে রাখার দায়িত্ব নিয়েছেন । নিরাপত্তার কথা মাথায় রেখে কিষাণপুর সেঞ্চুরিতে পর্যটকদের আনাগোনা আপাতত বন্ধ রাখা হয়েছে ।"

উল্লেখযোগ্যভাবে, মাত্র কয়েকদিন আগে, ভারত-নেপাল সীমান্তের সমগ্রনগর রেঞ্জে একটি বাঘিনীকেও দুটি শাবকের সঙ্গে দেখা গিয়েছে । দুধওয়া টাইগার রিজার্ভের বাফার জোনের আধিকারিকরাও সেই দুটি শাবকের সুরক্ষার ব্যবস্থা করেছেন । তিন বছর আগে কিষাণপুর সেঞ্চুরিতে তিনটি ব্যাঘ্র শাবকের দেখা মিললেও হঠাৎ নিখোঁজ হয়ে যায় তারা । এরপর শাবকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল । এই বিষয়ে দুধওয়ার ডেপুটি ডিরেক্টর ডাঃ রাঙ্গারাজু বলেন, "ক্যামেরা ট্র্যাপ বসিয়ে এই শাবকদের মনিটরিং করা হচ্ছে প্রতিদিন । এলাকার বিভিন্ন প্রান্তে ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে । মা বাঘ ও তার পাঁচ শাবকদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে নিশ্চিত থাকতেই সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুধওয়া টাইগার রিজার্ভের তরফ থেকে ।"

আরও পড়ুন: সোনার প্রলেপ দেওয়া 110 কেজির রুপোর হনুমান মূর্তি, নিত্যপুজো হয় ব্যবসায়ীর বাড়িতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.