ETV Bharat / bharat

Haryana Violence: মৃত বেড়ে 6, অপরাধীরা রেহাই পাবে না; জানালেন মুখ্যমন্ত্রী - গুরুগ্রাম

হরিয়ানায় হিংসার ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ৷ তিনি জানান, হিংসার পিছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে । এখন পর্যন্ত মোট 116 জনকে গ্রেফতার করা হয়েছে এবং কোনও অপরাধীই রেহাই পাবে না ৷

Haryana CM Manohar Lal Khattar
মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার
author img

By

Published : Aug 2, 2023, 4:39 PM IST

Updated : Aug 2, 2023, 5:40 PM IST

নুহ (হরিয়ানা), 2 অগস্ট: বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মিছিলকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ জেলা ৷ এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের প্রতিবাদে বুধবার মানেসারে পঞ্চায়েত ডেকেছে হিন্দু সংগঠনগুলি । এর পাশাপাশি পানিপথে বনধের ডাক দিয়েছে ভিএইচপি । হিংসার ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ । ঘটনায় জড়িত মোট 116 জনকে গ্রেফতার করা হয়েছে বলে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছেন ৷

  • #WATCH | Visuals from Haryana's Nuh where police force has been deployed after a clash broke out between two groups on July 31.

    Section 144 has been imposed and mobile internet services have been temporarily suspended in the district. pic.twitter.com/Txd5uC74pn

    — ANI (@ANI) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, "নুহতে হিংসার ঘটনায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে 2 জন হোমগার্ড এবং 4 জন সাধারণ নাগরিক ছিল । এছাড়াও অনেকে ঘটনায় আহত হয়েছে ৷ তাঁদেরকে নলহার ও আশেপাশের হাসপাতালে ভরতি করা হয়েছে । হিংসা নিয়ন্ত্রণে হরিয়ানা পুলিশের 30টি ইউনিট এবং কেন্দ্র থেকে 20 আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে । এর মধ্যে 14টি ইউনিট নুহ, 3টি পালওয়াল, 2টি ফরিদাবাদ এবং একটি গুরুগ্রামে মোতায়েন করা হয়েছে ।"

116 জনকে গ্রেফতার করা হয়েছে

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, "নুহ জেলায় হিংসার ঘটনার পিছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে । এখনও পর্যন্ত মোট 116 জনকে গ্রেফতার করা হয়েছে। কোনো অপরাধী বা ষড়যন্ত্রকারীকে রেহাই দেওয়া হবে না। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ যাতে হিংসার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতার করা যায় ৷" মনোহর লাল খাট্টার জানান, বর্তমানে নুহ ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনগণকে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার অনুরোধ করেছেন ।

144 ধারা জারি ও ইন্টারনেট পরিষেবা বন্ধ

হিংসার ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকে এখনও পর্যন্ত হরিয়ানার আটটি জেলায় 144 ধারা জারি করা হয়েছে ৷ জেলাগুলি হল নুহ, পালওয়াল, ফরিদাবাদ, রেওয়ারি, গুরুগ্রাম, মহেন্দ্রগড়, সোনপথ এবং পানিপথ । তবে গুরুগ্রাম বাদে মঙ্গলবার বেশিরভাগ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে বলে প্রশাসনের দাবি । তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও নুহ জেলায় ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে ।

আরও পড়ুন: নুহতে সংঘর্ষের পর জারি 144 ধারা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

প্রসঙ্গত, জেলায় হিংসার ঘটনায় নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুগ্রাম থেকে নুহ যাচ্ছিল পুলিশের একটি হল ৷ সে সময় নিহত হন দুই হোম গার্ড । মৃতদের পরিবারকে 57 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে । সোমবার হিংসার পর মঙ্গলবার ফের অশান্ত হয়েছে ওঠে হরিয়ানা ৷ গুরুগ্রামের একটি ধাবায় ভাঙচুর করা হয় ৷ পাশাপাশি রেওয়াড়িতে কিছু অজ্ঞাত পরিচয়ের লোক একটি বস্তিতে আগুন ধরিয়ে দেয় । হিংসার ঘটনায় পরে 44টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।

  • #WATCH | "All schools, colleges and workplaces are functioning normally. There are no restrictions on the movement of traffic. The internet is also operational. I appeal to all to not pay heed to rumours on social media. If anyone wants to report any information, they can reach… pic.twitter.com/dUHduFvDEV

    — ANI (@ANI) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অশান্তি ছড়ায় গুরুগ্রামে

নুহতে হিংসার পরে গুরুগ্রামেও তোলপাড় শুরু হয় । সোমবার রাতে একটি ধর্মীয় স্থানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । এর আগে ধর্মীয় স্থানেও গুলি চালানো হয়েছে । ঘটনায় মৃত্যু হয়েছে 26 বছরের এক যুবকের । এই ঘটনার পর মানেসার, পতৌদি ও সোহনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলেই খবর । তবে এই জেলায় সব স্কুল, কলেজ ও কর্মস্থল স্বাভাবিকভাবে চলছে ।

নুহ এবং পানিপথে স্কুলগুলি বন্ধ

গুরুগ্রাম ক্রাইম ব্রাঞ্চের এসিপি বরুণ দাহিয়া বলেন, "ট্রাফিক চলাচলে কোনও বিধিনিষেধ নেই। ইন্টারনেটও চালু রয়েছে। আমি সকলকে সোশাল মিডিয়ায় গুজবে কান না-দেওয়ার জন্য আবেদন করছি। কেউ যদি কোনও তথ্য দিতে চান তবে তিনি 112 নম্বর হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন ৷" সতর্কতা হিসাবে প্রশাসন আজ নুহ এবং পানিপথ জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । যাতে শিশুদের কোনও ধরনের সমস্যায় পড়তে না-হয় ।

আরও পড়ুন: নুহের পর অশান্ত গুরুগ্রাম ! একের পর এক দোকানে আগুন

হরিয়ানার মুখ্যমন্ত্রী রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন ৷ তিনি আধিকারিকদের রাজ্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন । এ ছাড়া মঙ্গলবার সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রশাসন । বৈঠকের পরে এসপি নরেন্দ্র সিং বিজরানিয়া বলেন, "মনু মানেসার ব্রজ মণ্ডল যাত্রায় জড়িত ছিলেন না এবং তাঁর নামে কোনও এফআইআরে নেই ।"

নুহ (হরিয়ানা), 2 অগস্ট: বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মিছিলকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ জেলা ৷ এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের প্রতিবাদে বুধবার মানেসারে পঞ্চায়েত ডেকেছে হিন্দু সংগঠনগুলি । এর পাশাপাশি পানিপথে বনধের ডাক দিয়েছে ভিএইচপি । হিংসার ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ । ঘটনায় জড়িত মোট 116 জনকে গ্রেফতার করা হয়েছে বলে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছেন ৷

  • #WATCH | Visuals from Haryana's Nuh where police force has been deployed after a clash broke out between two groups on July 31.

    Section 144 has been imposed and mobile internet services have been temporarily suspended in the district. pic.twitter.com/Txd5uC74pn

    — ANI (@ANI) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, "নুহতে হিংসার ঘটনায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে 2 জন হোমগার্ড এবং 4 জন সাধারণ নাগরিক ছিল । এছাড়াও অনেকে ঘটনায় আহত হয়েছে ৷ তাঁদেরকে নলহার ও আশেপাশের হাসপাতালে ভরতি করা হয়েছে । হিংসা নিয়ন্ত্রণে হরিয়ানা পুলিশের 30টি ইউনিট এবং কেন্দ্র থেকে 20 আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে । এর মধ্যে 14টি ইউনিট নুহ, 3টি পালওয়াল, 2টি ফরিদাবাদ এবং একটি গুরুগ্রামে মোতায়েন করা হয়েছে ।"

116 জনকে গ্রেফতার করা হয়েছে

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, "নুহ জেলায় হিংসার ঘটনার পিছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে । এখনও পর্যন্ত মোট 116 জনকে গ্রেফতার করা হয়েছে। কোনো অপরাধী বা ষড়যন্ত্রকারীকে রেহাই দেওয়া হবে না। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ যাতে হিংসার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতার করা যায় ৷" মনোহর লাল খাট্টার জানান, বর্তমানে নুহ ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনগণকে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার অনুরোধ করেছেন ।

144 ধারা জারি ও ইন্টারনেট পরিষেবা বন্ধ

হিংসার ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকে এখনও পর্যন্ত হরিয়ানার আটটি জেলায় 144 ধারা জারি করা হয়েছে ৷ জেলাগুলি হল নুহ, পালওয়াল, ফরিদাবাদ, রেওয়ারি, গুরুগ্রাম, মহেন্দ্রগড়, সোনপথ এবং পানিপথ । তবে গুরুগ্রাম বাদে মঙ্গলবার বেশিরভাগ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে বলে প্রশাসনের দাবি । তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও নুহ জেলায় ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে ।

আরও পড়ুন: নুহতে সংঘর্ষের পর জারি 144 ধারা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

প্রসঙ্গত, জেলায় হিংসার ঘটনায় নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুগ্রাম থেকে নুহ যাচ্ছিল পুলিশের একটি হল ৷ সে সময় নিহত হন দুই হোম গার্ড । মৃতদের পরিবারকে 57 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে । সোমবার হিংসার পর মঙ্গলবার ফের অশান্ত হয়েছে ওঠে হরিয়ানা ৷ গুরুগ্রামের একটি ধাবায় ভাঙচুর করা হয় ৷ পাশাপাশি রেওয়াড়িতে কিছু অজ্ঞাত পরিচয়ের লোক একটি বস্তিতে আগুন ধরিয়ে দেয় । হিংসার ঘটনায় পরে 44টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।

  • #WATCH | "All schools, colleges and workplaces are functioning normally. There are no restrictions on the movement of traffic. The internet is also operational. I appeal to all to not pay heed to rumours on social media. If anyone wants to report any information, they can reach… pic.twitter.com/dUHduFvDEV

    — ANI (@ANI) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অশান্তি ছড়ায় গুরুগ্রামে

নুহতে হিংসার পরে গুরুগ্রামেও তোলপাড় শুরু হয় । সোমবার রাতে একটি ধর্মীয় স্থানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । এর আগে ধর্মীয় স্থানেও গুলি চালানো হয়েছে । ঘটনায় মৃত্যু হয়েছে 26 বছরের এক যুবকের । এই ঘটনার পর মানেসার, পতৌদি ও সোহনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলেই খবর । তবে এই জেলায় সব স্কুল, কলেজ ও কর্মস্থল স্বাভাবিকভাবে চলছে ।

নুহ এবং পানিপথে স্কুলগুলি বন্ধ

গুরুগ্রাম ক্রাইম ব্রাঞ্চের এসিপি বরুণ দাহিয়া বলেন, "ট্রাফিক চলাচলে কোনও বিধিনিষেধ নেই। ইন্টারনেটও চালু রয়েছে। আমি সকলকে সোশাল মিডিয়ায় গুজবে কান না-দেওয়ার জন্য আবেদন করছি। কেউ যদি কোনও তথ্য দিতে চান তবে তিনি 112 নম্বর হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন ৷" সতর্কতা হিসাবে প্রশাসন আজ নুহ এবং পানিপথ জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । যাতে শিশুদের কোনও ধরনের সমস্যায় পড়তে না-হয় ।

আরও পড়ুন: নুহের পর অশান্ত গুরুগ্রাম ! একের পর এক দোকানে আগুন

হরিয়ানার মুখ্যমন্ত্রী রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন ৷ তিনি আধিকারিকদের রাজ্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন । এ ছাড়া মঙ্গলবার সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রশাসন । বৈঠকের পরে এসপি নরেন্দ্র সিং বিজরানিয়া বলেন, "মনু মানেসার ব্রজ মণ্ডল যাত্রায় জড়িত ছিলেন না এবং তাঁর নামে কোনও এফআইআরে নেই ।"

Last Updated : Aug 2, 2023, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.