নুহ (হরিয়ানা), 2 অগস্ট: বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মিছিলকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ জেলা ৷ এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের প্রতিবাদে বুধবার মানেসারে পঞ্চায়েত ডেকেছে হিন্দু সংগঠনগুলি । এর পাশাপাশি পানিপথে বনধের ডাক দিয়েছে ভিএইচপি । হিংসার ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ । ঘটনায় জড়িত মোট 116 জনকে গ্রেফতার করা হয়েছে বলে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছেন ৷
-
#WATCH | Visuals from Haryana's Nuh where police force has been deployed after a clash broke out between two groups on July 31.
— ANI (@ANI) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Section 144 has been imposed and mobile internet services have been temporarily suspended in the district. pic.twitter.com/Txd5uC74pn
">#WATCH | Visuals from Haryana's Nuh where police force has been deployed after a clash broke out between two groups on July 31.
— ANI (@ANI) August 2, 2023
Section 144 has been imposed and mobile internet services have been temporarily suspended in the district. pic.twitter.com/Txd5uC74pn#WATCH | Visuals from Haryana's Nuh where police force has been deployed after a clash broke out between two groups on July 31.
— ANI (@ANI) August 2, 2023
Section 144 has been imposed and mobile internet services have been temporarily suspended in the district. pic.twitter.com/Txd5uC74pn
তিনি বলেন, "নুহতে হিংসার ঘটনায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে 2 জন হোমগার্ড এবং 4 জন সাধারণ নাগরিক ছিল । এছাড়াও অনেকে ঘটনায় আহত হয়েছে ৷ তাঁদেরকে নলহার ও আশেপাশের হাসপাতালে ভরতি করা হয়েছে । হিংসা নিয়ন্ত্রণে হরিয়ানা পুলিশের 30টি ইউনিট এবং কেন্দ্র থেকে 20 আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে । এর মধ্যে 14টি ইউনিট নুহ, 3টি পালওয়াল, 2টি ফরিদাবাদ এবং একটি গুরুগ্রামে মোতায়েন করা হয়েছে ।"
-
#WATCH | Haryana: Aftermath of violence that was seen in Gururgam's Badshahpur last night pic.twitter.com/OnjAFMQ4nK
— ANI (@ANI) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Haryana: Aftermath of violence that was seen in Gururgam's Badshahpur last night pic.twitter.com/OnjAFMQ4nK
— ANI (@ANI) August 2, 2023#WATCH | Haryana: Aftermath of violence that was seen in Gururgam's Badshahpur last night pic.twitter.com/OnjAFMQ4nK
— ANI (@ANI) August 2, 2023
116 জনকে গ্রেফতার করা হয়েছে
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, "নুহ জেলায় হিংসার ঘটনার পিছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে । এখনও পর্যন্ত মোট 116 জনকে গ্রেফতার করা হয়েছে। কোনো অপরাধী বা ষড়যন্ত্রকারীকে রেহাই দেওয়া হবে না। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ যাতে হিংসার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতার করা যায় ৷" মনোহর লাল খাট্টার জানান, বর্তমানে নুহ ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনগণকে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার অনুরোধ করেছেন ।
-
#WATCH | Haryana: Flag march conducted by Rapid Action Force (RAF) in Gururgam's Badshahpur pic.twitter.com/3hXbYMW2km
— ANI (@ANI) August 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Haryana: Flag march conducted by Rapid Action Force (RAF) in Gururgam's Badshahpur pic.twitter.com/3hXbYMW2km
— ANI (@ANI) August 1, 2023#WATCH | Haryana: Flag march conducted by Rapid Action Force (RAF) in Gururgam's Badshahpur pic.twitter.com/3hXbYMW2km
— ANI (@ANI) August 1, 2023
144 ধারা জারি ও ইন্টারনেট পরিষেবা বন্ধ
হিংসার ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকে এখনও পর্যন্ত হরিয়ানার আটটি জেলায় 144 ধারা জারি করা হয়েছে ৷ জেলাগুলি হল নুহ, পালওয়াল, ফরিদাবাদ, রেওয়ারি, গুরুগ্রাম, মহেন্দ্রগড়, সোনপথ এবং পানিপথ । তবে গুরুগ্রাম বাদে মঙ্গলবার বেশিরভাগ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে বলে প্রশাসনের দাবি । তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও নুহ জেলায় ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে ।
আরও পড়ুন: নুহতে সংঘর্ষের পর জারি 144 ধারা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ
প্রসঙ্গত, জেলায় হিংসার ঘটনায় নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুগ্রাম থেকে নুহ যাচ্ছিল পুলিশের একটি হল ৷ সে সময় নিহত হন দুই হোম গার্ড । মৃতদের পরিবারকে 57 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে । সোমবার হিংসার পর মঙ্গলবার ফের অশান্ত হয়েছে ওঠে হরিয়ানা ৷ গুরুগ্রামের একটি ধাবায় ভাঙচুর করা হয় ৷ পাশাপাশি রেওয়াড়িতে কিছু অজ্ঞাত পরিচয়ের লোক একটি বস্তিতে আগুন ধরিয়ে দেয় । হিংসার ঘটনায় পরে 44টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।
-
#WATCH | "All schools, colleges and workplaces are functioning normally. There are no restrictions on the movement of traffic. The internet is also operational. I appeal to all to not pay heed to rumours on social media. If anyone wants to report any information, they can reach… pic.twitter.com/dUHduFvDEV
— ANI (@ANI) August 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | "All schools, colleges and workplaces are functioning normally. There are no restrictions on the movement of traffic. The internet is also operational. I appeal to all to not pay heed to rumours on social media. If anyone wants to report any information, they can reach… pic.twitter.com/dUHduFvDEV
— ANI (@ANI) August 2, 2023#WATCH | "All schools, colleges and workplaces are functioning normally. There are no restrictions on the movement of traffic. The internet is also operational. I appeal to all to not pay heed to rumours on social media. If anyone wants to report any information, they can reach… pic.twitter.com/dUHduFvDEV
— ANI (@ANI) August 2, 2023
অশান্তি ছড়ায় গুরুগ্রামে
নুহতে হিংসার পরে গুরুগ্রামেও তোলপাড় শুরু হয় । সোমবার রাতে একটি ধর্মীয় স্থানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । এর আগে ধর্মীয় স্থানেও গুলি চালানো হয়েছে । ঘটনায় মৃত্যু হয়েছে 26 বছরের এক যুবকের । এই ঘটনার পর মানেসার, পতৌদি ও সোহনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলেই খবর । তবে এই জেলায় সব স্কুল, কলেজ ও কর্মস্থল স্বাভাবিকভাবে চলছে ।
নুহ এবং পানিপথে স্কুলগুলি বন্ধ
গুরুগ্রাম ক্রাইম ব্রাঞ্চের এসিপি বরুণ দাহিয়া বলেন, "ট্রাফিক চলাচলে কোনও বিধিনিষেধ নেই। ইন্টারনেটও চালু রয়েছে। আমি সকলকে সোশাল মিডিয়ায় গুজবে কান না-দেওয়ার জন্য আবেদন করছি। কেউ যদি কোনও তথ্য দিতে চান তবে তিনি 112 নম্বর হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন ৷" সতর্কতা হিসাবে প্রশাসন আজ নুহ এবং পানিপথ জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । যাতে শিশুদের কোনও ধরনের সমস্যায় পড়তে না-হয় ।
আরও পড়ুন: নুহের পর অশান্ত গুরুগ্রাম ! একের পর এক দোকানে আগুন
হরিয়ানার মুখ্যমন্ত্রী রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন ৷ তিনি আধিকারিকদের রাজ্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন । এ ছাড়া মঙ্গলবার সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রশাসন । বৈঠকের পরে এসপি নরেন্দ্র সিং বিজরানিয়া বলেন, "মনু মানেসার ব্রজ মণ্ডল যাত্রায় জড়িত ছিলেন না এবং তাঁর নামে কোনও এফআইআরে নেই ।"