ETV Bharat / bharat

Afghanistan Situation : আফগানিস্তান নিয়ে বাড়ছে উদ্বেগ, মার্কিন ও রুশ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ডোভালের

আফগানিস্তান নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারত-সহ গোটা বিশ্বের ৷ তালিবানের শাসনে কী হবে অবস্থান ? মূলত তা নিয়ে আলোচনা করতেই মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র ডিরেক্টর উইলিয়াম বার্ন্সের সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ কথা হয়েছে রুশ নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গেও ৷

author img

By

Published : Sep 8, 2021, 3:49 PM IST

NSA Ajit Doval Meets CIA Chief & Russian Counterpart to discuss Afghanistan situation
Afghanistan Situation : আফগানিস্তান নিয়ে বাড়ছে উদ্বেগ, মার্কিন, রুশ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক ডোভালের

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর : আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র (Central Intelligence Agency) ডিরেক্টর উইলিয়াম বার্ন্সের (William Burns) সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) ৷ পাশাপাশি, রুশ নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের (Nikolai Patrushev) সঙ্গেও কথা হয়েছে তাঁর ৷ প্রসঙ্গত, আফগানিস্তানের পটভূমি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলের ৷ ইতিমধ্যেই নয়া মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছে তালিবান ৷ তাতে কোনও মহিলার ঠাঁই হয়নি ৷ বরং জায়গা করে নিয়েছেন জঙ্গি তালিকায় নাম থাকা একাধিক ব্যক্তি ৷ আর তারপরই তৎপরতা শুরু হয়েছে অন্যান্য দেশের ৷ নিজেদের অবস্থান ও ভূমিকা স্থির করতেই পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে তারা ৷

আরও পড়ুন : Afghanistan : আফগানিস্তান নিয়ে চরমপন্থী সংগঠনগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে, মত বিশেষজ্ঞের

মঙ্গলবার (7 সেপ্টেম্বর) দিল্লিতে সিআইএ প্রধানের সঙ্গে বৈঠক করেন ডোভাল ৷ সূত্রের খবর, যেভাবে তালিবানের মন্ত্রিসভায় রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় নাম থাকা মহম্মদ হাসান আখুন্দকে (Mohammad Hasan Akhund) (কার্যনির্বাহী) প্রধানমন্ত্রী এবং হাক্কানি নেটওয়ার্কের মাথা সিরাজউদ্দিন হাক্কানিকে (Sirajuddin Haqqani) অভ্যন্তরীণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে উদ্বিগ্ন ভারত ও আমেরিকা ৷ প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির ৷ এখন সেই তিনিই কি না আফগানিস্তানের মন্ত্রী ৷ অন্যদিকে, ভারত এখনও পর্যন্ত আফগানিস্তানের তালিবান শাসকদের প্রতি কোনও উদারতা দেখায়নি ৷ বরং তালিবানের পুনরুত্থানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বলতে শোনা গিয়েছে, সন্ত্রাস কখনও দীর্ঘস্থায়ী হয় না ৷ তাঁর নিশানায় যে তালিবানই ছিল, সেকথা বলাই বাহুল্য ৷ এই অবস্থায় ভারত ও আমেরিকার দুই শীর্ষ কর্তার বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

অন্যদিকে, বুধবার রুশ নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গেও বৈঠক করেন অজিত ডোভাল ৷ দিল্লিতেই কথা হয় দু’পক্ষের ৷ প্রসঙ্গত, আফগানিস্তান প্রশ্নে আমেরিকার একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া ৷ প্রথম থেকেই তালিবানের প্রতি নরম মনোভাব দেখিয়ে এসেছে তারা ৷ পাশাপাশি, আন্তর্জাতিক রাজনীতিতেও ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে পুতিনের দেশ ৷ প্রভাব বাড়াচ্ছে আর এক শক্তিধর রাষ্ট্র চিনও ৷ অন্যদিকে, ভারতের সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটা মধুর নয় ৷ বরং গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর দু’পক্ষের সম্পর্কের অবনতিই হয়েছে ৷ অথচ ভারত যে রাশিয়ার সঙ্গে সদ্ভাব রেখেই চলতে ইচ্ছুক, সম্প্রতি মোদি নিজেই সেই বার্তা দিয়েছেন ৷ তাই আফগানিস্তান ইস্যুতে ভারত-রাশিয়ার বৈঠকও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ সূত্রের খবর, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও (S Jaishankar) কথা বলবেন রুশ নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ ৷

আরও পড়ুন : Afghanistan: আলোচনায় রাজি মাসুদ, পঞ্জশিরের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

সূত্রের দাবি, আফগানিস্তানে যাতে ভারত ও রাশিয়া দু’পক্ষেরই রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করাই দুই নিরাপত্তা উপদেষ্টার মূল লক্ষ্য ৷ দু’পক্ষেরই দাবি, সন্ত্রাসবাদ নিয়ে তাঁরা সমান চিন্তিত ৷ বিশেষ করে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার আগে তালিবানের তরফে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা তারা কতটা রক্ষা করে, সেদিকেও নজর রয়েছে ভারত ও রুশ সরকারের ৷ মনে করা হচ্ছে, তালিবানের আচরণ দেখেই আফগানিস্তান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ স্থির করবে ভারত ৷

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর : আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র (Central Intelligence Agency) ডিরেক্টর উইলিয়াম বার্ন্সের (William Burns) সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) ৷ পাশাপাশি, রুশ নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের (Nikolai Patrushev) সঙ্গেও কথা হয়েছে তাঁর ৷ প্রসঙ্গত, আফগানিস্তানের পটভূমি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলের ৷ ইতিমধ্যেই নয়া মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছে তালিবান ৷ তাতে কোনও মহিলার ঠাঁই হয়নি ৷ বরং জায়গা করে নিয়েছেন জঙ্গি তালিকায় নাম থাকা একাধিক ব্যক্তি ৷ আর তারপরই তৎপরতা শুরু হয়েছে অন্যান্য দেশের ৷ নিজেদের অবস্থান ও ভূমিকা স্থির করতেই পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে তারা ৷

আরও পড়ুন : Afghanistan : আফগানিস্তান নিয়ে চরমপন্থী সংগঠনগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে, মত বিশেষজ্ঞের

মঙ্গলবার (7 সেপ্টেম্বর) দিল্লিতে সিআইএ প্রধানের সঙ্গে বৈঠক করেন ডোভাল ৷ সূত্রের খবর, যেভাবে তালিবানের মন্ত্রিসভায় রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় নাম থাকা মহম্মদ হাসান আখুন্দকে (Mohammad Hasan Akhund) (কার্যনির্বাহী) প্রধানমন্ত্রী এবং হাক্কানি নেটওয়ার্কের মাথা সিরাজউদ্দিন হাক্কানিকে (Sirajuddin Haqqani) অভ্যন্তরীণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে উদ্বিগ্ন ভারত ও আমেরিকা ৷ প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির ৷ এখন সেই তিনিই কি না আফগানিস্তানের মন্ত্রী ৷ অন্যদিকে, ভারত এখনও পর্যন্ত আফগানিস্তানের তালিবান শাসকদের প্রতি কোনও উদারতা দেখায়নি ৷ বরং তালিবানের পুনরুত্থানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বলতে শোনা গিয়েছে, সন্ত্রাস কখনও দীর্ঘস্থায়ী হয় না ৷ তাঁর নিশানায় যে তালিবানই ছিল, সেকথা বলাই বাহুল্য ৷ এই অবস্থায় ভারত ও আমেরিকার দুই শীর্ষ কর্তার বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

অন্যদিকে, বুধবার রুশ নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গেও বৈঠক করেন অজিত ডোভাল ৷ দিল্লিতেই কথা হয় দু’পক্ষের ৷ প্রসঙ্গত, আফগানিস্তান প্রশ্নে আমেরিকার একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া ৷ প্রথম থেকেই তালিবানের প্রতি নরম মনোভাব দেখিয়ে এসেছে তারা ৷ পাশাপাশি, আন্তর্জাতিক রাজনীতিতেও ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে পুতিনের দেশ ৷ প্রভাব বাড়াচ্ছে আর এক শক্তিধর রাষ্ট্র চিনও ৷ অন্যদিকে, ভারতের সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক খুব একটা মধুর নয় ৷ বরং গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর দু’পক্ষের সম্পর্কের অবনতিই হয়েছে ৷ অথচ ভারত যে রাশিয়ার সঙ্গে সদ্ভাব রেখেই চলতে ইচ্ছুক, সম্প্রতি মোদি নিজেই সেই বার্তা দিয়েছেন ৷ তাই আফগানিস্তান ইস্যুতে ভারত-রাশিয়ার বৈঠকও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ সূত্রের খবর, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও (S Jaishankar) কথা বলবেন রুশ নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভ ৷

আরও পড়ুন : Afghanistan: আলোচনায় রাজি মাসুদ, পঞ্জশিরের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

সূত্রের দাবি, আফগানিস্তানে যাতে ভারত ও রাশিয়া দু’পক্ষেরই রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করাই দুই নিরাপত্তা উপদেষ্টার মূল লক্ষ্য ৷ দু’পক্ষেরই দাবি, সন্ত্রাসবাদ নিয়ে তাঁরা সমান চিন্তিত ৷ বিশেষ করে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার আগে তালিবানের তরফে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা তারা কতটা রক্ষা করে, সেদিকেও নজর রয়েছে ভারত ও রুশ সরকারের ৷ মনে করা হচ্ছে, তালিবানের আচরণ দেখেই আফগানিস্তান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ স্থির করবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.