শিলং, 4 মার্চ: 60 আসনের মেঘালয় বিধানসভার 26টি আসন জিতেও সরকার গঠন নিয়ে নিশ্চিত হতে পারছে না ন্যাশনাল পিপলস পার্টি (National Peoples Party) বা এনপিপি (NPP facing hurdles to form Government) ৷ সৌজন্যে রয়েছেন তৃণমূলের মুকুল সাংমা (Mukul Sangma) ৷ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে (Meghalaya Assembly Election 2023) সবথেকে বেশি আসনে জয়লাভ করলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এনপিপি ৷ তবে, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সরকার গঠনের পক্ষে অনেকটাই এগিয়ে গিয়েছিল তারা ৷ কিন্তু, এখন শোনা যাচ্ছে, প্রথমে সমর্থন জানাতে প্রস্তুত থাকলেও মুকুল সাংমার পরামর্শে দুই নির্দল বিধায়ক এনপিপির পাশ থেকে সরে এসেছেন ! আর তাতেই বিপাকে পড়েছে বিদায়ী মুখ্যমন্ত্রীর দল ৷
অন্যদিকে, মুকুল সাংমা দাবি করছেন, তাঁদের দল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির (ইউডিপি) সঙ্গে 'অ-এনপিপি জোট' করতে প্রস্তুত ৷ অথচ, এই ইউডিপি রাজ্যের পূর্বতন সরকারের জোটসঙ্গী ছিল ! মুকুলের বর্ণিত জোটে একাধিক ছোট দল এবং নির্দল বিধায়কও থাকছেন বলে দাবি করা হচ্ছে ৷ শুক্রবার শিলঙে জরুরি ভিত্তিতে একটি বৈঠক করা হয় ৷ এনপিপিকে ক্ষমতাচ্যুত করতে রণকৌশল স্থির করা হয় এই বৈঠকে ৷ সেখানে তৃণমূলের বিধায়করা ছাড়াও ইউডিপি, কংগ্রেস, এইচএসপিডিপি, পিডিএফ এবং ভিপিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷
মেঘালয়ে সরকার গঠন করতে ম্যাজিক ফিগার হল 31 ৷ ইউডিপির রয়েছে 11 জন বিধায়ক ৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্য়া 5 করে মোট 10 ৷ এছাড়াও ভিপিপির 4, এইচএসপিডিপির 2 এবং পিডিএফের 2 জন বিধায়ক রয়েছেন ৷ সব মিলিয়ে সংখ্যাটি হল 29 ৷ অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে মাত্র 2 কম ৷
আরও পড়ুন: মেঘালয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সরকার প্রতিষ্ঠা সময়ের অপেক্ষা, দাবি অভিষেকের
এই প্রেক্ষাপটে এদিনের বৈঠকের পরই সক্রিয় হয়েছেন মুকুল ৷ বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে খোলাখুলি প্রস্তাব রেখেছেন তিনি ৷ যাতে এনপিপিকে হঠাতে তাঁরা একজোট হন ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, মুকুল তাঁর উদ্যোগে সফল হলে এনপিপির স্বপ্ন ভাঙবে ! যদিও এনপিপির আশা, তারা অনায়াসেই এই বাধা পেরিয়ে যাবে ৷ এমনকী, আগামী 7 মার্চ তারা ফের রাজ্যে সরকার গঠন করতে চলেছে বলে ঘোষণাও করে দিয়েছে !