পটনা, 13 নভেম্বর : এটা তাঁর শেষ নির্বাচন নয় । বিহারের ভোট মিটতেই জানিয়ে দিলেন নীতীশ কুমার । বলেন, "আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ।" সুযোগ পেলে একইভাবে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি ।
তিনি বলেন, "আমি অবসরের কথা বলিনি । যা বলেছি তা আমি সব জনসভাতেই বলি । বলেছি, যার শেষ ভালো তার সব ভালো । বক্তব্যটি ফের শুনে দেখুন । সব পরিষ্কার হয়ে যাবে ।"
ভোটের প্রচার চলার সময় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিতে দেখা গিয়েছিল তাঁকে । বলেছিলেন, "আজ নির্বাচনের শেষ দিন । এটাই আমার শেষ নির্বাচন । যার শেষ ভালো তার সব ভালো ।"
NDA জিতলেও এবার বিহারের বিধানসভা ভোটে ভালো ফল করেনি JD(U) । আর এই ফলের জন্য চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে ভোট কাটার অভিযোগ তুলেছেন তিনি । এবিষয়ে নীতীশ কুমার বলেন, "LJP-র বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে BJP-কে করতে হবে । LJP, NDA-তে থাকবে কি না সেবিষয়েও সিদ্ধান্ত নিতে হবে তাদেরই ।"
মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কি শপথ নিতে চলেছেন ? এই প্রসঙ্গে JD(U) সভাপতি বলেন, "এখনও সিদ্ধান্ত হয়নি । আমরা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করছি । NDA-র চারটি দলের নেতৃত্ব এই নিয়ে বৈঠক করবে ।"