ETV Bharat / bharat

Digital Rape Case নাবালিকাকে 'ডিজিটাল ধর্ষণ', যাবজ্জীবন সাজা প্রৌঢ়ের - নাবালিকা ডিজিটাল ধর্ষণ

নাবালিকাকে ডিজিটাল রেপ করেছে প্রৌঢ় ৷ তাতেই তার যাবজ্জীবন সাজা হল (Elderly convicted in Noida digital rape case) ৷

Digital Rape
ডিজিটাল রেপ
author img

By

Published : Aug 31, 2022, 2:18 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট: নাবালিকাকে ডিজিটাল রেপের ঘটনায় যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করল জেলা আদালত ৷ দোষী প্রৌঢ়কে গৌতম বুদ্ধ নগর জেলা আদালত এই দণ্ডাদেশ দেয় ৷ এছাড়াও তাকে 50 হাজার টাকা জরিমানা করেছে আদালত ৷ অতিরিক্ত জেলা বিচারক অনিল কুমার সিংহ 8 সাক্ষী-সহ নানা তথ্যপ্রমাণ এবং দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন (Noida court sentences elderly man to life imprisonment in digital rape case) ৷

ডিজিটাল ধর্ষণের অর্থ কিন্তু ইন্টারেন্টের মাধ্যমে যৌন উৎপীড়ন নয় ৷ ডিজিটাল শব্দের উৎস 'ডিজিটস' ৷ নির্ভয়া কাণ্ডের পর দেশের আইনকানুনে অনেক পরিবর্তন হয়েছে ৷ এরপরই 'ডিজিটাল রেপ'-এর মতো বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে ৷

আইনজীবী নীটু বিশ্রাই জানান, 2019 সালের 21 জানুয়ারি ওই ব্যক্তি নাবালিকাকে ডিজিটাল ধর্ষণ করেন ৷ আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও তখন সে নয়ডার সদরপুরে থাকত ৷ এই ঘটনায় নয়ডার সেক্টর 39 থানায় দায়ের হয় অভিযোগ ৷ মোট আট জনের সাক্ষ্য গ্রহণ হয় ৷ জেলায় ডিজিটাল ধর্ষণের (Digital Rape) ঘটনা এই প্রথম ৷

আরও পড়ুন: পকসো মামলায় অভিযুক্তকে মুক্তি দিল কর্নাটক হাইকোর্ট

নয়াদিল্লি, 31 অগস্ট: নাবালিকাকে ডিজিটাল রেপের ঘটনায় যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করল জেলা আদালত ৷ দোষী প্রৌঢ়কে গৌতম বুদ্ধ নগর জেলা আদালত এই দণ্ডাদেশ দেয় ৷ এছাড়াও তাকে 50 হাজার টাকা জরিমানা করেছে আদালত ৷ অতিরিক্ত জেলা বিচারক অনিল কুমার সিংহ 8 সাক্ষী-সহ নানা তথ্যপ্রমাণ এবং দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন (Noida court sentences elderly man to life imprisonment in digital rape case) ৷

ডিজিটাল ধর্ষণের অর্থ কিন্তু ইন্টারেন্টের মাধ্যমে যৌন উৎপীড়ন নয় ৷ ডিজিটাল শব্দের উৎস 'ডিজিটস' ৷ নির্ভয়া কাণ্ডের পর দেশের আইনকানুনে অনেক পরিবর্তন হয়েছে ৷ এরপরই 'ডিজিটাল রেপ'-এর মতো বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে ৷

আইনজীবী নীটু বিশ্রাই জানান, 2019 সালের 21 জানুয়ারি ওই ব্যক্তি নাবালিকাকে ডিজিটাল ধর্ষণ করেন ৷ আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও তখন সে নয়ডার সদরপুরে থাকত ৷ এই ঘটনায় নয়ডার সেক্টর 39 থানায় দায়ের হয় অভিযোগ ৷ মোট আট জনের সাক্ষ্য গ্রহণ হয় ৷ জেলায় ডিজিটাল ধর্ষণের (Digital Rape) ঘটনা এই প্রথম ৷

আরও পড়ুন: পকসো মামলায় অভিযুক্তকে মুক্তি দিল কর্নাটক হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.