নয়ডা, 8 অগস্ট: এবার নয়ডাতেও প্রয়োগ হল বুলডোজার নীতি (Bulldozer Action in Noida) ! পলাতক 'বিজেপি নেতা' শ্রীকান্ত ত্যাগির (Shrikant Tyagiy) নয়ডার বাসভবনের বাইরের অংশের 'বেআইনি নির্মাণ' (Illegal Structure) সরকারি আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে দেওয়া হল ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়ডার 93বি সেক্টরের 'গ্র্যান্ড ওম্য়াক্সে সোসাইটি' (Grand Omaxe Society)-এর একতলায় একটি অ্যাপার্টমেন্ট রয়েছে শ্রীকান্তের ৷ সেই বাসভবনের বাইরের অংশেই বেআইনি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ৷ এদিন সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় ৷
সম্প্রতি, এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ ওঠে শ্রীকান্তের বিরুদ্ধে ৷ সোসাইটির বাসিন্দাদের দাবি, সকলের যাতায়াতের রাস্তায় গাছ পোঁতার চেষ্টা করছিলেন তিনি ৷ সেই সময়েই প্রতিবেশী এক মহিলা তাঁকে বাধা দেন ৷ অভিযোগ, এরপর ওই মহিলাকে হেনস্থা করেন শ্রীকান্ত ৷ তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বিজেপি নেতা ৷ প্রসঙ্গত, শ্রীকান্ত যে একজন বিজেপি নেতা, তা তিনি নিজেই দাবি করেছিলেন ৷ তাঁর বিরুদ্ধে প্রতিবেশী মহিলাকে হেনস্থা করার অভিযোগ ওঠার পরই পালিয়ে যান তিনি ৷ আপাতত কোনও খোঁজ নেই তাঁর ৷
শনিবার নয়ডা পুলিশের তরফে জানানো হয়, ইতিমধ্যেই শ্রীকান্তর চারজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর দু'টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ শ্রীকান্তর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর (FIR) ৷ এদিকে, এই ঘটনার পরই শ্রীকান্তর থেকে দূরত্ব বজায় রাখছে বিজেপি ৷ আগে শ্রীকান্ত জানিয়েছিলেন, তিনি বিজেপি-র কিষাণ মোর্চার জাতীয় কার্যনির্বাহী সদস্য ৷ একইসঙ্গে, দলের যুবমোর্চারও নেতা ৷ তবে, বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীকান্ত ত্যাগির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) 354 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ শুক্রবার তাঁর বিরুদ্ধে এফআইআর করে পুলিশ ৷ প্রতিবেশী মহিলার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয় ৷