মুম্বই, 30 এপ্রিল : মহারাষ্ট্রের হাতে নতুন করে করোনা টিকার 25 থেকে 30 লাখ ভায়াল না আসা পর্যন্ত 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷ একথা সাফ জানিয়ে দিলেন রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে ৷
আগামী 1 মে থেকে দেশজুড়ে শুরু হচ্ছে 18-44 বছর বয়সীদের টিকাকরণ ৷ তার জন্য ইতিমধ্যেই কো-উইন অ্য়াপে নাম নথিভুক্তিকরণের কাজও শুরু হয়ে গিয়েছে ৷
এই পরিস্থিতিতে তোপে বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত মহারাষ্ট্র সরকারের হাতে করোনা টিকার 25 থেকে 30 লাখ ভায়াল না আসছে, ততক্ষণ পর্যন্ত 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷ এই বয়সসীমার মধ্যে টিকাকরণ শুরু করতে হলে অন্তত পাঁচদিনের টিকা হাতে মজুত রাখতে হবে ৷’’
বর্তমানে 45 বছর এবং তার উপরের বয়সসীমার মানুষকে করোনার টিকা দিচ্ছে মহারাষ্ট্র সরকার ৷ তোপের অভিযোগ, এই কর্মসূচিতেও পর্যাপ্ত পরিমাণে টিকার জোগান নেই ৷ সেক্ষেত্রে যাঁদের ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে, তাঁদের সবাইকে যাতে দ্বিতীয় ডোজ দেওয়া যায়, সেটা আগে নিশ্চিত করা দরকার ৷ তাই নতুন করে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য এখনই টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷ যার জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্রে অসংখ্য টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার কাজ বন্ধ করে দিতে হয়েছে রাজ্য সরকারকে ৷
আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ পৌঁছল 3.86 লক্ষে, মৃত প্রায় সাড়ে তিন হাজার
তোপে জানিয়েছেন, রাজ্য় সরকার টিকা কেনার জন্য প্রস্তুত ৷ তিনি বলেন, ‘‘মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি টিকা সরবরাহের নিশ্চয়তা দিলে কেবলমাত্র একটি চেকেই তাঁদের দাম মিটিয়ে দেওয়া হবে ৷ কিন্তু সেক্ষেত্রে টিকার সরবরাহ 100 শতাংশ নিশ্চিত করতে হবে ৷ টিকা সরবরাহে কখনও যাতে ছেদ না পড়ে, সেই নিশ্চয়তাও দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে ৷’’