ETV Bharat / bharat

25-30 লাখ ভায়াল না এলে মহারাষ্ট্রে 18-44 বছর বয়সীদের টিকাকরণ সম্ভব নয় - রাজেশ তোপে

1 মে থেকে মহারাষ্ট্রে 18-44 বছর বয়সীদের করোনার টিকাকরণ শুরু হচ্ছে না ৷ রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত মহারাষ্ট্র সরকারের হাতে করোনা টিকার 25 থেকে 30 লাখ ভায়াল না আসছে, ততক্ষণ পর্যন্ত 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷

No vaccination for 18-44 group without 30 lakh vials: Tope
25-30 লাখ ভায়াল না এলে মহারাষ্ট্রে 18-44 বছর বয়সীদের টিকাকরণ সম্ভব নয়
author img

By

Published : Apr 30, 2021, 1:16 PM IST

মুম্বই, 30 এপ্রিল : মহারাষ্ট্রের হাতে নতুন করে করোনা টিকার 25 থেকে 30 লাখ ভায়াল না আসা পর্যন্ত 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷ একথা সাফ জানিয়ে দিলেন রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে ৷

আগামী 1 মে থেকে দেশজুড়ে শুরু হচ্ছে 18-44 বছর বয়সীদের টিকাকরণ ৷ তার জন্য ইতিমধ্যেই কো-উইন অ্য়াপে নাম নথিভুক্তিকরণের কাজও শুরু হয়ে গিয়েছে ৷

এই পরিস্থিতিতে তোপে বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত মহারাষ্ট্র সরকারের হাতে করোনা টিকার 25 থেকে 30 লাখ ভায়াল না আসছে, ততক্ষণ পর্যন্ত 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷ এই বয়সসীমার মধ্যে টিকাকরণ শুরু করতে হলে অন্তত পাঁচদিনের টিকা হাতে মজুত রাখতে হবে ৷’’

বর্তমানে 45 বছর এবং তার উপরের বয়সসীমার মানুষকে করোনার টিকা দিচ্ছে মহারাষ্ট্র সরকার ৷ তোপের অভিযোগ, এই কর্মসূচিতেও পর্যাপ্ত পরিমাণে টিকার জোগান নেই ৷ সেক্ষেত্রে যাঁদের ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে, তাঁদের সবাইকে যাতে দ্বিতীয় ডোজ দেওয়া যায়, সেটা আগে নিশ্চিত করা দরকার ৷ তাই নতুন করে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য এখনই টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷ যার জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্রে অসংখ্য টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার কাজ বন্ধ করে দিতে হয়েছে রাজ্য সরকারকে ৷

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ পৌঁছল 3.86 লক্ষে, মৃত প্রায় সাড়ে তিন হাজার

তোপে জানিয়েছেন, রাজ্য় সরকার টিকা কেনার জন্য প্রস্তুত ৷ তিনি বলেন, ‘‘মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি টিকা সরবরাহের নিশ্চয়তা দিলে কেবলমাত্র একটি চেকেই তাঁদের দাম মিটিয়ে দেওয়া হবে ৷ কিন্তু সেক্ষেত্রে টিকার সরবরাহ 100 শতাংশ নিশ্চিত করতে হবে ৷ টিকা সরবরাহে কখনও যাতে ছেদ না পড়ে, সেই নিশ্চয়তাও দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে ৷’’

মুম্বই, 30 এপ্রিল : মহারাষ্ট্রের হাতে নতুন করে করোনা টিকার 25 থেকে 30 লাখ ভায়াল না আসা পর্যন্ত 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷ একথা সাফ জানিয়ে দিলেন রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে ৷

আগামী 1 মে থেকে দেশজুড়ে শুরু হচ্ছে 18-44 বছর বয়সীদের টিকাকরণ ৷ তার জন্য ইতিমধ্যেই কো-উইন অ্য়াপে নাম নথিভুক্তিকরণের কাজও শুরু হয়ে গিয়েছে ৷

এই পরিস্থিতিতে তোপে বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত মহারাষ্ট্র সরকারের হাতে করোনা টিকার 25 থেকে 30 লাখ ভায়াল না আসছে, ততক্ষণ পর্যন্ত 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷ এই বয়সসীমার মধ্যে টিকাকরণ শুরু করতে হলে অন্তত পাঁচদিনের টিকা হাতে মজুত রাখতে হবে ৷’’

বর্তমানে 45 বছর এবং তার উপরের বয়সসীমার মানুষকে করোনার টিকা দিচ্ছে মহারাষ্ট্র সরকার ৷ তোপের অভিযোগ, এই কর্মসূচিতেও পর্যাপ্ত পরিমাণে টিকার জোগান নেই ৷ সেক্ষেত্রে যাঁদের ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে, তাঁদের সবাইকে যাতে দ্বিতীয় ডোজ দেওয়া যায়, সেটা আগে নিশ্চিত করা দরকার ৷ তাই নতুন করে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য এখনই টিকাকরণ শুরু করা সম্ভব নয় ৷ যার জেরে ইতিমধ্যেই মহারাষ্ট্রে অসংখ্য টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার কাজ বন্ধ করে দিতে হয়েছে রাজ্য সরকারকে ৷

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ পৌঁছল 3.86 লক্ষে, মৃত প্রায় সাড়ে তিন হাজার

তোপে জানিয়েছেন, রাজ্য় সরকার টিকা কেনার জন্য প্রস্তুত ৷ তিনি বলেন, ‘‘মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি টিকা সরবরাহের নিশ্চয়তা দিলে কেবলমাত্র একটি চেকেই তাঁদের দাম মিটিয়ে দেওয়া হবে ৷ কিন্তু সেক্ষেত্রে টিকার সরবরাহ 100 শতাংশ নিশ্চিত করতে হবে ৷ টিকা সরবরাহে কখনও যাতে ছেদ না পড়ে, সেই নিশ্চয়তাও দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.