ETV Bharat / bharat

Pegasus Spyware : এনএসও-র সঙ্গে আর্থিক লেনদেন হয়নি, রাজ্যসভায় জানালেন প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী

author img

By

Published : Aug 9, 2021, 8:15 PM IST

প্রতিরক্ষা মন্ত্রক ইজরায়েলি সার্ভিলেন্স সফ্টওয়্যার কোম্পানি এনএসও-র সঙ্গে কোনও আর্থিক লেনদেন করেনি ৷ আজ রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট ৷ প্রসঙ্গত, এনএসও সংস্থা ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস তৈরি করেছে ৷ আর সেই নিয়েই আজ রাজ্যসভায় সিপিআইএমের সাংসদ ভি শিবদাসন একটি প্রশ্ন করেছিলেন ৷ তার জবাবে অজয় ভাট এই বিবৃতি দেন ৷

no-transaction-with-nso-group-says-mos-of-defense-ministry-ajay-bhatt-on-pegasus-snooping-row
Pegasus Spyware : এনএসও-র সঙ্গে আর্থিক লেনদেন হয়নি, রাজ্যসভায় জানাল প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, 9 অগস্ট : পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) ব্যবহার করে রাজনৈতিক নেতানেত্রী এবং কেন্দ্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিদের ফোনে আড়িপাতার বিতর্কে এবার মুখ খুলল প্রতিরক্ষা মন্ত্রক ৷ রাজ্যসভায় (Rajya Sabha) প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট (Ajay Bhatt) ইজরায়েলি সংস্থা এনএসও (NSO) গ্রুপ নিয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান ৷ সেখানে দাবি করা হয়েছে, ‘‘প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে এনএসও গ্রুপ টেকনোলজি (NSO Group Technology)-র কোনও লেনদেন হয়নি ৷’’ রাজ্যসভার সিপিআইএম সাংসদ ভি শিবদাসনের প্রশ্নের উত্তরে এই বিবৃতি পেশ করেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট ৷ প্রসঙ্গত, এনএসও গ্রুপ টেকনোলজি ইজরায়েলের সেনার জন্য স্পাই সফ্টওয়্যার পেগাসাস তৈরি করেছে ৷

প্রতিরক্ষা মন্ত্রকের খরচ নিয়ে একাধিক প্রশ্ন রেখেছিলেন শিবদাসন ৷ যেখানে একটি প্রশ্ন ছিল সরকার কি এনএসও গ্রুপের সঙ্গে কোনওরকমের আর্থিক লেনদেন করেছিল ? সেই প্রশ্নের জবাবেই এই উত্তর দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৷ এনএসও গ্রুপ ইজরায়েলের সার্ভিলেন্স সফ্টওয়্যার কোম্পানি ৷ অভিযোগ উঠেছে, এনএসও-র তৈরি স্পাই সফ্টওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারত সহ বিশ্বের একাধিক দেশের রাজনীতিক, সমাজকর্মী এবং সাংবাদিকদের ফোনে আড়িপাতা হয়েছে ৷ তবে, এনএসও-র তরফে আগেই কোনওরকম বেআইনি কাজ করার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন :editors guild : সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবিতে মামলা এডিটরস গিল্ডের

তবে, এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী রাজনীতিক, সাংবাদিক সহ অন্যান্য প্রতিষ্ঠানের সদস্যদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে গত 19 জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশন বারবার উত্তাল হয়ে উঠেছে ৷ জাতীয় সুরক্ষা এবং সংবিধানে উল্লেখিত গণতন্ত্রকে রক্ষার দাবিতে পেগাসাস ইস্যুতে সংসদের দুই কক্ষে বারবার আলোচনার দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলি ৷ তবে, পাল্টা কেন্দ্রের তরফে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বনি বৈষ্ণব সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যকে খারিজ করে দিয়েছেন ৷ যেখানে তিনি দাবি করেছেন, ভারতীয়দের ফোনে আড়িপাতার অভিযোগ মিথ্যে ৷ সেই সঙ্গে পাল্টা অভিযোগ করেছেন, ‘‘সংসদে বাদল অধিবেশনের আগে এই অভিযোগ আনা হয়েছে কেবলমাত্র ভারতের গণতন্ত্রে আঘাত হানার উদ্দেশ্যে ৷’’

আরও পড়ুন : 5 অগস্ট পেগাসাস কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, 9 অগস্ট : পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) ব্যবহার করে রাজনৈতিক নেতানেত্রী এবং কেন্দ্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিদের ফোনে আড়িপাতার বিতর্কে এবার মুখ খুলল প্রতিরক্ষা মন্ত্রক ৷ রাজ্যসভায় (Rajya Sabha) প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট (Ajay Bhatt) ইজরায়েলি সংস্থা এনএসও (NSO) গ্রুপ নিয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান ৷ সেখানে দাবি করা হয়েছে, ‘‘প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে এনএসও গ্রুপ টেকনোলজি (NSO Group Technology)-র কোনও লেনদেন হয়নি ৷’’ রাজ্যসভার সিপিআইএম সাংসদ ভি শিবদাসনের প্রশ্নের উত্তরে এই বিবৃতি পেশ করেন প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট ৷ প্রসঙ্গত, এনএসও গ্রুপ টেকনোলজি ইজরায়েলের সেনার জন্য স্পাই সফ্টওয়্যার পেগাসাস তৈরি করেছে ৷

প্রতিরক্ষা মন্ত্রকের খরচ নিয়ে একাধিক প্রশ্ন রেখেছিলেন শিবদাসন ৷ যেখানে একটি প্রশ্ন ছিল সরকার কি এনএসও গ্রুপের সঙ্গে কোনওরকমের আর্থিক লেনদেন করেছিল ? সেই প্রশ্নের জবাবেই এই উত্তর দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৷ এনএসও গ্রুপ ইজরায়েলের সার্ভিলেন্স সফ্টওয়্যার কোম্পানি ৷ অভিযোগ উঠেছে, এনএসও-র তৈরি স্পাই সফ্টওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারত সহ বিশ্বের একাধিক দেশের রাজনীতিক, সমাজকর্মী এবং সাংবাদিকদের ফোনে আড়িপাতা হয়েছে ৷ তবে, এনএসও-র তরফে আগেই কোনওরকম বেআইনি কাজ করার অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন :editors guild : সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবিতে মামলা এডিটরস গিল্ডের

তবে, এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী রাজনীতিক, সাংবাদিক সহ অন্যান্য প্রতিষ্ঠানের সদস্যদের ফোনে আড়িপাতার অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে গত 19 জুলাই থেকে শুরু হওয়া বাদল অধিবেশন বারবার উত্তাল হয়ে উঠেছে ৷ জাতীয় সুরক্ষা এবং সংবিধানে উল্লেখিত গণতন্ত্রকে রক্ষার দাবিতে পেগাসাস ইস্যুতে সংসদের দুই কক্ষে বারবার আলোচনার দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলি ৷ তবে, পাল্টা কেন্দ্রের তরফে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বনি বৈষ্ণব সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যকে খারিজ করে দিয়েছেন ৷ যেখানে তিনি দাবি করেছেন, ভারতীয়দের ফোনে আড়িপাতার অভিযোগ মিথ্যে ৷ সেই সঙ্গে পাল্টা অভিযোগ করেছেন, ‘‘সংসদে বাদল অধিবেশনের আগে এই অভিযোগ আনা হয়েছে কেবলমাত্র ভারতের গণতন্ত্রে আঘাত হানার উদ্দেশ্যে ৷’’

আরও পড়ুন : 5 অগস্ট পেগাসাস কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.