ETV Bharat / bharat

Rupees 2000 Note: দু'হাজার টাকার নোট ছাপানো বন্ধ করেছে মোদি-সরকার, রাজ্যসভায় জানালেন মন্ত্রী - 2000 notes printed from 2018 19

2018-19 অর্থবর্ষের পর থেকে আর নতুন করে দু'হাজার নোট ছাপাচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার রাজ্যসভায় এই নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে জানালেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (No Rupees 2000 notes printed from 2018-19) ৷

2000 Note
ETV Bharat
author img

By

Published : Dec 14, 2022, 9:46 AM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: দু'হাজার টাকার আর নোট ছাপা হচ্ছে না, সংসদের শীতকালীন অধিবেশনে জানাল কেন্দ্রীয় সরকার ৷ 12 ডিসেম্বর 2 হাজার টাকার নোট বাতিলের দাবি তুলেছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুশীল মোদি ৷ তিনি এও জানিয়েছিলেন, দেশের বেশিরভাগ এটিএম থেকে 2 হাজার টাকার নোট উধাও হয়ে গিয়েছে ৷ গুজব ছড়িয়েছে, এই নোটের ব্যবহার বন্ধ হয়ে যাবে ৷ এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তোলেন বিজেপি সাংসদ (Two Thousand Rupee Note printing stopped onwards 2018-19 Financial year) ৷

মঙ্গলবার রাজ্যসভায় অর্থমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Union Minister of Finance, Pankaj Choudhary) জানান, কোনও ব্যাংক নোট কত মূল্যের ছাপা হবে, সেই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ তবে তার আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India, RBI) সঙ্গে আলোচনা করে নেয় কেন্দ্র ৷ 2019-20, 2020-21, 2021-22 অর্থবর্ষের পর নতুন করে 2 হাজার টাকার নোট ছাপানো হয়েছে কি ? এর উত্তরে তিনি জানান, 2018-19 অর্থবর্ষের পর ছাপাখানা নতুন করে 2 হাজার টাকার নোট ছাপানোর নির্দেশ দেওয়া হয়নি ৷ এই তথ্য দিয়েছে আরবিআই ৷

আরও পড়ুন: 2 হাজার টাকার নোট বাতিলের দাবিতে সরব বিজেপি সাংসদ সুশীল মোদি

সরকার কি দেশের জাল নোট বিষয়ে সচেতন ? এর উত্তরে রাষ্ট্রমন্ত্রী আরবিআইকে উদ্ধৃত করে বলেন, "2021-22 অর্থবর্ষে অর্থাৎ মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকিং পদ্ধতিতে 2 লক্ষ 30 হাজার 971 টি জালনোট ধরা পড়েছে ৷"

দেশে অপরাধমূলক কাজকর্মের তথ্য রাখে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau, NCRB) ৷ এর মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে আসা জালনোটের হিসেবনিকেশও থাকে ৷ তদন্তকারী সংস্থা 'ক্রাইম ইন ইন্ডিয়া' (Crime in India) নামক বার্ষিক পত্রিকায় তা প্রকাশ করে ৷ মন্ত্রী বলেন, "ব্যাংক এবং অন্য বহু সংস্থা বিপুল অঙ্কের নগদ টাকা নিয়ে কারবার করে ৷ আরবিআই ব্যাংক ও সেই সংস্থার আধিকারিক-কর্মীদের জালনোট ধরার নিয়মিত প্রশিক্ষণ দেয় ৷"

নয়াদিল্লি, 14 ডিসেম্বর: দু'হাজার টাকার আর নোট ছাপা হচ্ছে না, সংসদের শীতকালীন অধিবেশনে জানাল কেন্দ্রীয় সরকার ৷ 12 ডিসেম্বর 2 হাজার টাকার নোট বাতিলের দাবি তুলেছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ সুশীল মোদি ৷ তিনি এও জানিয়েছিলেন, দেশের বেশিরভাগ এটিএম থেকে 2 হাজার টাকার নোট উধাও হয়ে গিয়েছে ৷ গুজব ছড়িয়েছে, এই নোটের ব্যবহার বন্ধ হয়ে যাবে ৷ এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি তোলেন বিজেপি সাংসদ (Two Thousand Rupee Note printing stopped onwards 2018-19 Financial year) ৷

মঙ্গলবার রাজ্যসভায় অর্থমন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Union Minister of Finance, Pankaj Choudhary) জানান, কোনও ব্যাংক নোট কত মূল্যের ছাপা হবে, সেই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ তবে তার আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India, RBI) সঙ্গে আলোচনা করে নেয় কেন্দ্র ৷ 2019-20, 2020-21, 2021-22 অর্থবর্ষের পর নতুন করে 2 হাজার টাকার নোট ছাপানো হয়েছে কি ? এর উত্তরে তিনি জানান, 2018-19 অর্থবর্ষের পর ছাপাখানা নতুন করে 2 হাজার টাকার নোট ছাপানোর নির্দেশ দেওয়া হয়নি ৷ এই তথ্য দিয়েছে আরবিআই ৷

আরও পড়ুন: 2 হাজার টাকার নোট বাতিলের দাবিতে সরব বিজেপি সাংসদ সুশীল মোদি

সরকার কি দেশের জাল নোট বিষয়ে সচেতন ? এর উত্তরে রাষ্ট্রমন্ত্রী আরবিআইকে উদ্ধৃত করে বলেন, "2021-22 অর্থবর্ষে অর্থাৎ মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকিং পদ্ধতিতে 2 লক্ষ 30 হাজার 971 টি জালনোট ধরা পড়েছে ৷"

দেশে অপরাধমূলক কাজকর্মের তথ্য রাখে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau, NCRB) ৷ এর মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে আসা জালনোটের হিসেবনিকেশও থাকে ৷ তদন্তকারী সংস্থা 'ক্রাইম ইন ইন্ডিয়া' (Crime in India) নামক বার্ষিক পত্রিকায় তা প্রকাশ করে ৷ মন্ত্রী বলেন, "ব্যাংক এবং অন্য বহু সংস্থা বিপুল অঙ্কের নগদ টাকা নিয়ে কারবার করে ৷ আরবিআই ব্যাংক ও সেই সংস্থার আধিকারিক-কর্মীদের জালনোট ধরার নিয়মিত প্রশিক্ষণ দেয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.