ETV Bharat / bharat

Pregnant Woman: রাস্তা নেই মুখ্যমন্ত্রীর দত্তক নেওয়া গ্রামে! হাসপাতালে পৌঁছতে না-পেরে পথেই প্রসব মহিলার - মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দত্তক নেওয়া গ্রাম থানের শাহাপুর তালুকের পাটিকাচা পাডা ৷ সেখানে বেহাল রাস্তার কথা শুনলে আপনিও অবাক হবেন ৷ রাস্তার এমন দশা যে, নিকটবর্তী হাসপাতালে পৌঁছনোর আগে পথেই সন্তানের জন্ম দিলেন প্রসূতি ৷ তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্তান ও মা নিরাপদে রয়েছেন ৷ তবে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী যে গ্রামের অভিভাবক সেখানে রাস্তার অবস্থা এমন হয় কী করে?

হাসপাতালে পৌঁছতে না-পেরে পথেই প্রসব মহিলার
Pregnant Woman
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 9:49 PM IST

Updated : Oct 2, 2023, 11:07 PM IST

থানে, 2 অক্টোবর: গ্রামের রাস্তার অবস্থা বেহাল ৷ এমন খবর প্রায়শই নজরে আসে ৷ তবে মহারাষ্ট্রের একটি গ্রামে রাস্তার এমনই বেহাল যে, খানিক দূরে থাকা হাসপাতালে যাওয়ার জন্য এক আদিবাসী প্রসূতি বের হলেও গন্তব্যে পৌঁছনোর আগে পথেই সন্তানের জন্ম দিলেন ৷ সঠিক রাস্তা না-থাকায় ওই গর্ভবতী মহিলাকে অস্থায়ী স্ট্রেচার অর্থাৎ ঢোলিতে প্রসব করাতে বাধ্য হন সঙ্গে থাকা পরিজনরা ৷ রবিবারের এই ঘটনাটি মহারাষ্ট্রের থানের ৷ সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শাহাপুর তালুকের পাটিকাচা পাডা নামে এই গ্রামের অভিভাবক ৷ অর্থাৎ, তিনি গ্রামটি দত্তক নিয়েছেন। কিন্তু গ্রামের রাস্তার এমন করুণ দশা দেখে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী যে গ্রামের অভিভাবক সেখানে রাস্তার অবস্থা এমন হয় কী করে? মা ও সন্তান নিরাপদে থাকলেও যদি কোনও দুর্ঘটনা ঘটত, তার দায় কে নিত? উঠছে এমন প্রশ্নও ৷

ঢোলি কী? ঢোলি হল দোলনার মতো একরকমের অস্থায়ী ব্যবস্থা ৷ কাঠের খুঁটির একদিকে একটি চাদরের একদিকের দু'টি কোণ এবং অপরদিকে চাদরের অন্য দু'টি কোণ বেঁধে দিলে যেমনটা দেখতে হয় ঠিক তেমনটা ৷ অস্থায়ী স্ট্রেচার বললেও বেশি বলা হয় না ৷ সেই ঢোলিতেই ওই মহিলা সন্তান প্রসব করেন ৷

ঠিক কী হয়েছিল? সৌভাগ্যক্রমে, মা ও শিশু নিরাপদ এখন নিরাপদে। সন্তানের জন্ম দেওয়া ওই তরুণীর বয়স 20। রবিবার শাহাপুর তালুকের ভাশালা গ্রাম পঞ্চায়েত এলাকার পাতিকাচা পাডার ওই গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয়। তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উদ্দেশে ৷ অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হলেও সেখানে রাস্তার কারণে হয়তো পৌঁছতে পারে না সেটি ৷ যন্ত্রণা অসহ্য হয়ে উঠলে তাঁর সঙ্গে থাকা পরিজনারা স্থানীয় কাসারার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে না-যেতে পারে তড়িঘড়ি ঢোলিতে প্রসব করানোর ব্যবস্থা করেন। এদিন তাঁদের সঙ্গে ছিলেন এক স্বাস্থ্যকর্মীও ৷ তিনিই সমস্তটা দেখভাল করেন ৷

স্বাধীনতার 75 বছর পরেও মুখ্যমন্ত্রীর জেলার শাহাপুর তালুকের অনেক গ্রামে এখনও রাস্তা, বিদ্যুৎ, জল এবং স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা না-থাকায় ঘটনায় প্রশ্ন উঠছে। আজও রাস্তার অভাবে এখানকার আদিবাসীদের হেঁটে হাসপাতালে যেতে হয়। কিন্তু সময়মতো স্বাস্থ্যসেবার অভাবে প্রাণও গিয়েছে অনেকের ৷ রাজ্য সরকারের থেকে কোটি কোটি টাকার তহবিল পাওয়ার পরও আজও এই এলাকা উন্নয়ন থেকে অনেক দূরে ৷ তাই মৌলিক সুযোগ-সুবিধার দিকে রাজ্য সরকারের দ্রুত নজর দেওয়া প্রয়োজন, ঘটনার পর জোরালো হয়েছে দাবি ৷

আরও পড়ুন: 2 দিনের বৃষ্টিতে ধসে গেল পথশ্রী প্রকল্পে 5 মাস আগে তৈরি রাস্তা, দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের

থানে, 2 অক্টোবর: গ্রামের রাস্তার অবস্থা বেহাল ৷ এমন খবর প্রায়শই নজরে আসে ৷ তবে মহারাষ্ট্রের একটি গ্রামে রাস্তার এমনই বেহাল যে, খানিক দূরে থাকা হাসপাতালে যাওয়ার জন্য এক আদিবাসী প্রসূতি বের হলেও গন্তব্যে পৌঁছনোর আগে পথেই সন্তানের জন্ম দিলেন ৷ সঠিক রাস্তা না-থাকায় ওই গর্ভবতী মহিলাকে অস্থায়ী স্ট্রেচার অর্থাৎ ঢোলিতে প্রসব করাতে বাধ্য হন সঙ্গে থাকা পরিজনরা ৷ রবিবারের এই ঘটনাটি মহারাষ্ট্রের থানের ৷ সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শাহাপুর তালুকের পাটিকাচা পাডা নামে এই গ্রামের অভিভাবক ৷ অর্থাৎ, তিনি গ্রামটি দত্তক নিয়েছেন। কিন্তু গ্রামের রাস্তার এমন করুণ দশা দেখে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী যে গ্রামের অভিভাবক সেখানে রাস্তার অবস্থা এমন হয় কী করে? মা ও সন্তান নিরাপদে থাকলেও যদি কোনও দুর্ঘটনা ঘটত, তার দায় কে নিত? উঠছে এমন প্রশ্নও ৷

ঢোলি কী? ঢোলি হল দোলনার মতো একরকমের অস্থায়ী ব্যবস্থা ৷ কাঠের খুঁটির একদিকে একটি চাদরের একদিকের দু'টি কোণ এবং অপরদিকে চাদরের অন্য দু'টি কোণ বেঁধে দিলে যেমনটা দেখতে হয় ঠিক তেমনটা ৷ অস্থায়ী স্ট্রেচার বললেও বেশি বলা হয় না ৷ সেই ঢোলিতেই ওই মহিলা সন্তান প্রসব করেন ৷

ঠিক কী হয়েছিল? সৌভাগ্যক্রমে, মা ও শিশু নিরাপদ এখন নিরাপদে। সন্তানের জন্ম দেওয়া ওই তরুণীর বয়স 20। রবিবার শাহাপুর তালুকের ভাশালা গ্রাম পঞ্চায়েত এলাকার পাতিকাচা পাডার ওই গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয়। তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উদ্দেশে ৷ অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হলেও সেখানে রাস্তার কারণে হয়তো পৌঁছতে পারে না সেটি ৷ যন্ত্রণা অসহ্য হয়ে উঠলে তাঁর সঙ্গে থাকা পরিজনারা স্থানীয় কাসারার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে না-যেতে পারে তড়িঘড়ি ঢোলিতে প্রসব করানোর ব্যবস্থা করেন। এদিন তাঁদের সঙ্গে ছিলেন এক স্বাস্থ্যকর্মীও ৷ তিনিই সমস্তটা দেখভাল করেন ৷

স্বাধীনতার 75 বছর পরেও মুখ্যমন্ত্রীর জেলার শাহাপুর তালুকের অনেক গ্রামে এখনও রাস্তা, বিদ্যুৎ, জল এবং স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা না-থাকায় ঘটনায় প্রশ্ন উঠছে। আজও রাস্তার অভাবে এখানকার আদিবাসীদের হেঁটে হাসপাতালে যেতে হয়। কিন্তু সময়মতো স্বাস্থ্যসেবার অভাবে প্রাণও গিয়েছে অনেকের ৷ রাজ্য সরকারের থেকে কোটি কোটি টাকার তহবিল পাওয়ার পরও আজও এই এলাকা উন্নয়ন থেকে অনেক দূরে ৷ তাই মৌলিক সুযোগ-সুবিধার দিকে রাজ্য সরকারের দ্রুত নজর দেওয়া প্রয়োজন, ঘটনার পর জোরালো হয়েছে দাবি ৷

আরও পড়ুন: 2 দিনের বৃষ্টিতে ধসে গেল পথশ্রী প্রকল্পে 5 মাস আগে তৈরি রাস্তা, দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের

Last Updated : Oct 2, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.