ETV Bharat / bharat

Rahul Gandhi on National Language: শুধু হিন্দিকে রাষ্ট্র ভাষা করার পরিকল্পনা নেই, রাহুলের মত জানাল কংগ্রেস - ভারত জোড়ো যাত্রা

ভারত জোড়ো যাত্রায় দেশ ঘুরছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ সেই যাত্রায় তিনি এখন কর্নাটকে রয়েছেন ৷ শুক্রবার তিনি ওই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ৷

no-intention-to-make-hindi-alone-as-national-language-says-congress-mp-rahul-gandhi
Rahul Gandhi on National Language: শুধু হিন্দিকে রাষ্ট্র ভাষা করার পরিকল্পনা নেই, রাহুলের মত জানাল কংগ্রেস
author img

By

Published : Oct 8, 2022, 1:50 PM IST

মান্ড্যা (কর্নাটক), 8 অক্টোবর : শুধু হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই ৷ শুক্রবার ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) অংশগ্রহণের মাঝে এই কথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ একই সঙ্গে তাঁর আশ্বাস, কন্নড়ের মতো আঞ্চিলক ভাষাগুলির পরিচয় হারানো নিয়েও কোনও ভয় নেই ৷

শুক্রবার রাহুল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন বলে জানা গিয়েছে ৷ তবে সরাসরি তাঁকে এই নিয়ে কিছু বলতে শোনা যায়নি ৷ পুরো বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে ৷

তিনি জানান, রাহুল গান্ধি স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র হিন্দিকে রাষ্ট্রভাষা (Hindi as National Language) করার কোনও পরিকল্পনা নেই ৷ প্রত্যেক মাতৃভাষার একটা আলাদা গুরুত্ব রয়েছে ৷ কংগ্রেস সব মাতৃভাষাকেই সম্মান করে ৷ সংবিধান অনুযায়ী সকলেরই সমান অধিকার আছে ৷

অন্যদিকে শুক্রবারের ওই বৈঠক নিয়ে কংগ্রেসের দাবি, যাঁরা সেখানে উপস্থিত ছিলেন, তাঁরা কেউই কংগ্রেসের সমর্থক নন ৷ কিন্তু তাঁরা ভারতীয় জনতা পার্টির (BJP) বিরোধী ৷ এবং কেন্দ্রীয় সরকারের তৈরি জাতীয় শিক্ষা নীতির (National Education Policy) বিপক্ষে ৷ তাই তাঁরা কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছেন ৷

আরও পড়ুন : গান্ধিজিকে হত্যা করেছে যে আদর্শ আমাদের লড়াই তার বিরুদ্ধে: রাহুল

মান্ড্যা (কর্নাটক), 8 অক্টোবর : শুধু হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই ৷ শুক্রবার ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) অংশগ্রহণের মাঝে এই কথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ একই সঙ্গে তাঁর আশ্বাস, কন্নড়ের মতো আঞ্চিলক ভাষাগুলির পরিচয় হারানো নিয়েও কোনও ভয় নেই ৷

শুক্রবার রাহুল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন বলে জানা গিয়েছে ৷ তবে সরাসরি তাঁকে এই নিয়ে কিছু বলতে শোনা যায়নি ৷ পুরো বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে ৷

তিনি জানান, রাহুল গান্ধি স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র হিন্দিকে রাষ্ট্রভাষা (Hindi as National Language) করার কোনও পরিকল্পনা নেই ৷ প্রত্যেক মাতৃভাষার একটা আলাদা গুরুত্ব রয়েছে ৷ কংগ্রেস সব মাতৃভাষাকেই সম্মান করে ৷ সংবিধান অনুযায়ী সকলেরই সমান অধিকার আছে ৷

অন্যদিকে শুক্রবারের ওই বৈঠক নিয়ে কংগ্রেসের দাবি, যাঁরা সেখানে উপস্থিত ছিলেন, তাঁরা কেউই কংগ্রেসের সমর্থক নন ৷ কিন্তু তাঁরা ভারতীয় জনতা পার্টির (BJP) বিরোধী ৷ এবং কেন্দ্রীয় সরকারের তৈরি জাতীয় শিক্ষা নীতির (National Education Policy) বিপক্ষে ৷ তাই তাঁরা কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছেন ৷

আরও পড়ুন : গান্ধিজিকে হত্যা করেছে যে আদর্শ আমাদের লড়াই তার বিরুদ্ধে: রাহুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.