মুম্বই, 11 ফেব্রুয়ারি: রাজ্য সরকারের কাছে বিশেষ বিমান চেয়েও পেলেন না মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি৷ বৃহস্পতিবার সকালে দেরাদুনে যাওয়ার জন্য রাজ্য়ের কাছে বিমান চেয়েছিল রাজভবন৷ পত্রপাঠ যা খারিজ করে দেয় উদ্ধব ঠাকরের সরকার ৷ বাধ্য় হয়েই বেসরকারি একটি সংস্থার বিমানে সফর সারতে হয় রাজ্য়ের সাংবিধানিক প্রধান ও তাঁর কর্মী-আধিকারিকদের৷
সূত্রের খবর, এক সপ্তাহ আগেই রাজ্যপালের দেরাদুন সফরের কথা রাজ্য় সরকার তথা মুখ্যমন্ত্রীর দপ্তরকে জানিয়ে দিয়েছিল রাজভবন৷ এক্ষেত্রে রাজ্যপালের আবেদনে মুখ্যমন্ত্রীর সায় দেওয়াটা নিয়মরক্ষা মাত্র৷ অধিকাংশ ক্ষেত্রেই তা এসে পৌঁছয় একদম শেষ মুহূর্তে৷ এবারও তেমনটাই আশা করেছিলেন রাজভবনের কর্মী ও আধিকারিকরা৷
বৃহস্পতিবার নির্দিষ্ট সময়সূচি মেনে সকাল ন’টা নাগাদ মুম্বই বিমানবন্দরে পৌঁছে যান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি৷ কিন্তু বারবার যোগাযোগের পরও মুখ্য়মন্ত্রী দপ্তরের তরফে বিশেষ বিমানের সম্মতি মেলেনি৷ শেষমেশ বাধ্য হয়েই রাজ্যপালের জন্য অন্য় বিমানের ব্যবস্থা করতে হয়৷ যদিও তার আগেই বেশ কিছুক্ষণ বিশেষ বিমানে উঠে বসেছিলেন রাজ্যপাল৷
আরও পড়ুন: বিজেপির চাপে টুইট সচিন, লতাদের? তদন্ত করবে মহারাষ্ট্র সরকার
সূত্রের খবর, এমন ঘটনা আগে কখনও ঘটেনি৷ সংশ্লিষ্ট এক আধিকারিকের কথায়, ‘‘বিশেষ বিমানে বসে রয়েছেন রাজ্যপাল৷ আর আধিকারিকরা মুখ্যমন্ত্রীর অনুমতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ এমন পরিস্থিতি আগে কোনওদিন তৈরি হয়নি৷’’
প্রায় 15 মিনিট বিশেষ বিমানে বসে থাকার পর গোটা ঘটনা জানতে পারেন রাজ্যপাল৷ তখনই বিমানবন্দরের লাউঞ্জে ফিরে আসেন তিনি৷ স্থির করেন, বেসরকারি কোনও বিমানেই দেরাদুন যাবেন৷