আমেদাবাদ, 2 অক্টোবর : ফুসফুসের ক্যানসার ধরা পড়েছিল অলোককুমার বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির ৷ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাবাবদ খরচ হয় 93 হাজার 297 টাকা ৷ কিন্তু ওই টাকা দিতে অস্বীকার করে বিমা সংস্থা ৷
গত 30 সেপ্টেম্বর গুজরাতের আমেদাবাদের ক্রেতা সুরক্ষা আদালত রোগীর পরিবারের হাতে ওই টাকা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে বিমা সংস্থাকে ৷ ওই সংস্থা দাবি করেছিল, যেহেতু অলোককুমার বন্দ্যোপাধ্যায় ধূমপায়ী ছিলেন, তাই তাঁর ফুসফুসের ক্যানসারের চিকিৎসা খরচ তারা দেবে না ৷
আরও পড়ুন : Inflation : 130 টাকায় এক কেজি লবণ, ভারতের এই গ্রামে আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি
কিন্তু নির্দেশ দিতে গিয়ে আদালত জানিয়েছে যে ধূমপানের জন্যই যে ওই ব্যক্তি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তার কোনও প্রমাণ মেলেনি ৷ আদালতের যুক্তি, ধূমপান করেন না ৷ অথচ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এমন অনেক ব্যক্তি আছেন ৷
জানা গিয়েছে, ওই ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত নথিতে এক চিকিৎসক ‘ধূমপানে আসক্তি’ বলে লিখেছিলেন ৷ কিন্তু এর জন্যই যে ফুসফুসের ক্যানসার হয় ওই ব্যক্তির, তার কোনও প্রমাণ নথিতে নেই ৷ তাই শুধু ‘ধূমপানে আসক্তি’ কথাটি লেখার জন্য কারও বিমার টাকা দেওয়ার বিষয়টি খারিজ করা যায় না বলেই মন্তব্য করেছে আদালত ৷
আরও পড়ুন : Commercial LPG : বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 43 টাকা বাড়ল
তাই আদালত ওই বিমা সংস্থাকে 93 হাজার 297 টাকা মিটিয়ে দিতে বলেছে ৷ পাশাপাশি 2016 সালের 2 অগস্টের হিসেবে 7 শতাংশ সুদও দিতে বলেছে ৷ পাশাপাশি মানসিক হেনস্তার জন্য 3 হাজার টাকা ও 2 হাজার টাকা মামলার খরচ হিসেবে 30 দিনের মধ্যে বিমা সংস্থাকে মিটিয়ে দিতে বলা হয়েছে ৷
প্রসঙ্গত, 2014 সালের 29 জুলাই চিকিৎসা করান অলোককুমার বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিমার মেয়াদ ছিল 2014 সালের মে মাস থেকে 2015 সালের মে মাস পর্যন্ত ৷ তাই তিনি চিকিৎসা খরচ পাওয়ার জন্য বিমা সংস্থার কাছে আবেদন করেন ৷
আরও পড়ুন : India-China : উসকানিমূলক পদক্ষেপের জন্যই শান্তি বিঘ্নিত, চিনকে জবাব বিদেশমন্ত্রকের
কিন্তু সেই আবেদন খারিজ হওয়ার পর অলোকবাবুর স্ত্রী স্মিতা বন্দ্যোপাধ্যায় আমেদাবাদ কনজিউমার ডিসপিউট রেড্রেসাল কমিশন ও কনজিউমার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে অভিযোগ জানান ৷