ETV Bharat / bharat

দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি, দাবি কেন্দ্রের

প্রথম ঢেউয়ের সময় 3,095 মেট্রিক টন অক্সিজেনের চাহিদা ছিল দেশে ৷ কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সময় তা একধাক্কায় 9000 মেট্রিক টনে গিয়ে পৌঁছায় ৷ এই পরিস্থিতিতে সব রাজ্য যাতে সমানভাবে অক্সিজেন পায়, সেদিক নজর ছিল নরেন্দ্র মোদি সরকারের ৷ রাজ্যসভায় জানালেন স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভারতী পারভিন পাওয়ার ৷

No deaths due to lack of oxygen
No deaths due to lack of oxygen
author img

By

Published : Jul 20, 2021, 8:09 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই : দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অক্সিজেনের হাহাকার চোখে পড়েছিল ৷ কিন্তু অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি বলেই দাবি করছে কেন্দ্র ৷

তবে গোটা দেশে যে অক্সিজেনের সঙ্কট তৈরি হয়েছিল, সে কথা আজ প্রকারান্তরে রাজ্যসভায় স্বীকার করে নিয়েছে মোদির সরকার ৷ কেন্দ্র আজ জানিয়েছে, প্রথম ঢেউয়ের সময় 3,095 মেট্রিক টন অক্সিজেনের চাহিদা ছিল দেশে ৷ কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সময় তা একধাক্কায় 9000 মেট্রিক টনে গিয়ে পৌঁছায় ৷ এই পরিস্থিতিতে সব রাজ্য যাতে সমানভাবে অক্সিজেন পায়, সেদিক নজর ছিল নরেন্দ্র মোদি সরকারের ৷

রাজ্যসভায় আজ করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সঙ্কট নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিচ্ছিল কেন্দ্র ৷ প্রশ্ন তোলা হয়েছিল, করোনায় আক্রান্তরা অক্সিজেনের অভাবে রাস্তায় পড়ে মারা গিয়েছেন কি না ৷ এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভারতী পারভিন পাওয়ার জানান, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি রাজ্যের আওতাধীন ৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিয়মিত করোনায় মৃত্য ও আক্রান্তের সংখ্যা কেন্দ্রকে পাঠিয়েছে ৷ তবে অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি বলেই লিখিত জবাবে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন : Corona in India : 125 দিন পর দৈনিক সংক্রমণ নামল তিরিশ হাজারে, কমল মৃত্যুও

এদিকে কেন্দ্রীয় সরকার আজ এক রিপোর্টে বলছে, দেশের প্রায় 40 কোটি মানুষের এখনও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে ৷ তবে দেশের 6 বছরের বেশি বয়স এমন দুই তৃতীয়াংশের মধ্যেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে ৷ সর্বশেষ করা সেরো সার্ভে রিপোর্টে দেখা গিয়েছে, দেশের মোট 6 বছরের বেশি বয়সি মানুষদের মধ্যে 67.6 শতাংশের মধ্যেই করোনার অ্যান্টিবডি রয়েছে ৷

নয়াদিল্লি, 20 জুলাই : দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অক্সিজেনের হাহাকার চোখে পড়েছিল ৷ কিন্তু অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি বলেই দাবি করছে কেন্দ্র ৷

তবে গোটা দেশে যে অক্সিজেনের সঙ্কট তৈরি হয়েছিল, সে কথা আজ প্রকারান্তরে রাজ্যসভায় স্বীকার করে নিয়েছে মোদির সরকার ৷ কেন্দ্র আজ জানিয়েছে, প্রথম ঢেউয়ের সময় 3,095 মেট্রিক টন অক্সিজেনের চাহিদা ছিল দেশে ৷ কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সময় তা একধাক্কায় 9000 মেট্রিক টনে গিয়ে পৌঁছায় ৷ এই পরিস্থিতিতে সব রাজ্য যাতে সমানভাবে অক্সিজেন পায়, সেদিক নজর ছিল নরেন্দ্র মোদি সরকারের ৷

রাজ্যসভায় আজ করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সঙ্কট নিয়ে ওঠা প্রশ্নের উত্তর দিচ্ছিল কেন্দ্র ৷ প্রশ্ন তোলা হয়েছিল, করোনায় আক্রান্তরা অক্সিজেনের অভাবে রাস্তায় পড়ে মারা গিয়েছেন কি না ৷ এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভারতী পারভিন পাওয়ার জানান, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি রাজ্যের আওতাধীন ৷ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিয়মিত করোনায় মৃত্য ও আক্রান্তের সংখ্যা কেন্দ্রকে পাঠিয়েছে ৷ তবে অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি বলেই লিখিত জবাবে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন : Corona in India : 125 দিন পর দৈনিক সংক্রমণ নামল তিরিশ হাজারে, কমল মৃত্যুও

এদিকে কেন্দ্রীয় সরকার আজ এক রিপোর্টে বলছে, দেশের প্রায় 40 কোটি মানুষের এখনও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে ৷ তবে দেশের 6 বছরের বেশি বয়স এমন দুই তৃতীয়াংশের মধ্যেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে ৷ সর্বশেষ করা সেরো সার্ভে রিপোর্টে দেখা গিয়েছে, দেশের মোট 6 বছরের বেশি বয়সি মানুষদের মধ্যে 67.6 শতাংশের মধ্যেই করোনার অ্যান্টিবডি রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.