ETV Bharat / bharat

Mental Health of PG Medical Students দিতে হবে ছুটি, ডাক্তারি পড়ুয়াদের অবসাদ ঘোচাতে উদ্যোগী মেডিক্যাল কমিশন - পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড

স্নাতকোত্তরের ডাক্তারি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের (Mental Health of PG Medical Students) হাল ফেরাতে উদ্যোগী জাতীয় মেডিক্য়াল কমিশন (National Medical Commission) বা এনএমসি (NMC) ৷ একগুচ্ছ নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হল মেডিক্যাল কলেজগুলিকে ৷

NMC takes steps to improve Mental Health of PG Medical Students
Mental Health of PG Medical Students দিতে হবে ছুটি, ডাক্তারি পড়ুয়াদের অবসাদ ঘোচাতে উদ্যোগী মেডিক্যাল কমিশন
author img

By

Published : Aug 13, 2022, 12:48 PM IST

কলকাতা, 12 অগস্ট: অন্যদের ভালো রাখতে আগামী দিনে হাল ধরতে হবে তাঁদেরই ৷ অথচ ভালো নেই সেই ভাবী চিকিৎসকরাই ! পড়াশোনার পাহাড় প্রমাণ চাপ তো রয়েছেই ৷ সেইসঙ্গে রয়েছে ডাক্তারির হাতেকলমে পাঠ ৷ বহু ক্ষেত্রেই সিনিয়র ডাক্তারদের অপ্রতুলতা মেটাতে এই শিক্ষানবীশ চিকিৎসকদেরই দ্বারস্থ হতে হয় সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে ৷ ফলে আর পাঁচটা বিভাগের পড়ুয়াদের মতো ছুটি কাটানোর সুযোগ পান না মেডিক্যালের স্নাতকোত্তরের পড়ুয়ারা ৷ এর ফলে নানা ধরনের শারীরিক সমস্যা যেমন শুরু হয়, তেমনই প্রবল মানসিক চাপের সঙ্গে লড়াই করতে হয় তাঁদের (Mental Health of PG Medical Students) ৷ স্বাভাবিকভাবেই এতে তাঁদের পড়াশোনার ক্ষতি হয় ৷ এমনকী, হাতেকলমে রোগীর চিকিৎসা করতে গিয়েও ভুল করে ফেলার সম্ভাবনা থাকে ৷ এত দিন এ নিয়ে বিস্তর অভিযোগ উঠলেও হুঁশ ছিল না সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজগুলির ৷ এবার তাই বাধ্য হয়েই হস্তক্ষেপ করতে হল 'জাতীয় মেডিক্য়াল কমিশন' (National Medical Commission) বা এনএমসি (NMC)-কে ৷

ইতিমধ্যেই এনএমসি-এর তরফ থেকে সমস্ত মেডিক্যাল কলেজ-সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চিঠি পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে বলা হয়েছে, মেডিক্যালের স্নাতকোত্তরের পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হতে হবে ৷ প্রত্যেক পড়ুয়া যাতে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পান, তাঁরা সকলেই যাতে তাঁদের প্রাপ্য সাপ্তাহিক ছুটি পান, তাও নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই ৷ কোনও পড়ুয়া যদি কর্তৃপক্ষকে তাঁর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা অবসাদের কথা জানান, তাহলে তা গুরুত্ব দিয়ে বিচার করতে হবে ৷ প্রয়োজনে সেই পড়ুয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে ৷ ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত যোগাভ্যাসের ব্যবস্থা রাখতে হবে ৷ কোনও পড়ুয়া ছুটির আবেদন করলে তা মঞ্জুর করতে হবে ৷

আরও পড়ুন: AIDSO Demand 9 দফা দাবি তুলে শহরের রাজপথে চিকিৎসক সংগঠন

সংশ্লিষ্ট চিঠিতেই উল্লেখ করা হয়েছে, পড়াশোনার অতিরিক্ত চাপ ও টানা ছুটি না পাওয়ায় মেডিক্য়ালের স্নাতকোত্তরের পড়ুয়াদের মধ্যে একটি বড় অংশই মানসিক অবসাদ ও হতাশায় ভুগছেন ৷ যা মোটেই ভালো কথা নয় ৷ বিষয়টি নিয়ে এনএমসি-এর কাছেও বহু অভিযোগ এসেছে ৷ গত 28 জুন এই বিষয়ে বৈঠকে বসে 'পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড' (Post Graduate Medical Education Board) বা পিজিএমইবি (PGMEB) ৷ তারপরই এ নিয়ে মেডিক্যাল কলেজগুলিকে চিঠি পাঠানো হয় ৷

এনএমসি-এর অধীনস্ত পিজিএমইবি-এর সভাপতি ডা. বিজয় ওঝা চিঠিতে জানিয়েছেন, পড়ুয়ারা যাতে তাঁদের সমস্যার কথা জানাতে পারেন, তার জন্য নির্দিষ্ট ই-মেল বা ড্রপ বক্সের ব্যবস্থা করা যেতে পারে ৷ সেইসব সমস্যা, আবেদন এবং অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি আলাদা কমিটিও তৈরি করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ তবে, দিন শেষে পড়ুয়াদের সমস্য়া মেটাতে হবে ৷ চিঠিতে এমনই বার্তা দিয়েছেন ডা. ওঝা ৷ ডাক্তারি পড়ুয়াদের জন্য পিজিএমইবি তথা এনএমসি-এর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে চিকিৎসক মহল ৷

কলকাতা, 12 অগস্ট: অন্যদের ভালো রাখতে আগামী দিনে হাল ধরতে হবে তাঁদেরই ৷ অথচ ভালো নেই সেই ভাবী চিকিৎসকরাই ! পড়াশোনার পাহাড় প্রমাণ চাপ তো রয়েছেই ৷ সেইসঙ্গে রয়েছে ডাক্তারির হাতেকলমে পাঠ ৷ বহু ক্ষেত্রেই সিনিয়র ডাক্তারদের অপ্রতুলতা মেটাতে এই শিক্ষানবীশ চিকিৎসকদেরই দ্বারস্থ হতে হয় সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে ৷ ফলে আর পাঁচটা বিভাগের পড়ুয়াদের মতো ছুটি কাটানোর সুযোগ পান না মেডিক্যালের স্নাতকোত্তরের পড়ুয়ারা ৷ এর ফলে নানা ধরনের শারীরিক সমস্যা যেমন শুরু হয়, তেমনই প্রবল মানসিক চাপের সঙ্গে লড়াই করতে হয় তাঁদের (Mental Health of PG Medical Students) ৷ স্বাভাবিকভাবেই এতে তাঁদের পড়াশোনার ক্ষতি হয় ৷ এমনকী, হাতেকলমে রোগীর চিকিৎসা করতে গিয়েও ভুল করে ফেলার সম্ভাবনা থাকে ৷ এত দিন এ নিয়ে বিস্তর অভিযোগ উঠলেও হুঁশ ছিল না সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজগুলির ৷ এবার তাই বাধ্য হয়েই হস্তক্ষেপ করতে হল 'জাতীয় মেডিক্য়াল কমিশন' (National Medical Commission) বা এনএমসি (NMC)-কে ৷

ইতিমধ্যেই এনএমসি-এর তরফ থেকে সমস্ত মেডিক্যাল কলেজ-সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চিঠি পাঠানো হয়েছে ৷ সেই চিঠিতে বলা হয়েছে, মেডিক্যালের স্নাতকোত্তরের পড়ুয়াদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হতে হবে ৷ প্রত্যেক পড়ুয়া যাতে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পান, তাঁরা সকলেই যাতে তাঁদের প্রাপ্য সাপ্তাহিক ছুটি পান, তাও নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই ৷ কোনও পড়ুয়া যদি কর্তৃপক্ষকে তাঁর মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বা অবসাদের কথা জানান, তাহলে তা গুরুত্ব দিয়ে বিচার করতে হবে ৷ প্রয়োজনে সেই পড়ুয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে ৷ ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত যোগাভ্যাসের ব্যবস্থা রাখতে হবে ৷ কোনও পড়ুয়া ছুটির আবেদন করলে তা মঞ্জুর করতে হবে ৷

আরও পড়ুন: AIDSO Demand 9 দফা দাবি তুলে শহরের রাজপথে চিকিৎসক সংগঠন

সংশ্লিষ্ট চিঠিতেই উল্লেখ করা হয়েছে, পড়াশোনার অতিরিক্ত চাপ ও টানা ছুটি না পাওয়ায় মেডিক্য়ালের স্নাতকোত্তরের পড়ুয়াদের মধ্যে একটি বড় অংশই মানসিক অবসাদ ও হতাশায় ভুগছেন ৷ যা মোটেই ভালো কথা নয় ৷ বিষয়টি নিয়ে এনএমসি-এর কাছেও বহু অভিযোগ এসেছে ৷ গত 28 জুন এই বিষয়ে বৈঠকে বসে 'পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড' (Post Graduate Medical Education Board) বা পিজিএমইবি (PGMEB) ৷ তারপরই এ নিয়ে মেডিক্যাল কলেজগুলিকে চিঠি পাঠানো হয় ৷

এনএমসি-এর অধীনস্ত পিজিএমইবি-এর সভাপতি ডা. বিজয় ওঝা চিঠিতে জানিয়েছেন, পড়ুয়ারা যাতে তাঁদের সমস্যার কথা জানাতে পারেন, তার জন্য নির্দিষ্ট ই-মেল বা ড্রপ বক্সের ব্যবস্থা করা যেতে পারে ৷ সেইসব সমস্যা, আবেদন এবং অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি আলাদা কমিটিও তৈরি করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ তবে, দিন শেষে পড়ুয়াদের সমস্য়া মেটাতে হবে ৷ চিঠিতে এমনই বার্তা দিয়েছেন ডা. ওঝা ৷ ডাক্তারি পড়ুয়াদের জন্য পিজিএমইবি তথা এনএমসি-এর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে চিকিৎসক মহল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.