নিজামবাদ, 2 অক্টোবর: তেলেঙ্গানায় হলুদ বোর্ড গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই কথা শোনার পর পায়ে চটি পরলেন মেহবুবনগরের কৃষক মিতওয়ালা মনোহর রেড্ডি ৷ নিজের প্রতীজ্ঞা মেনে দীর্ঘ 12 বছর পর চটি পরলেন তিনি ৷ হলুদ বোর্ড গঠন না-হওয়া পর্যন্ত পায়ে চটি পরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন ওই কৃষক ৷
নিজামবাদ জেলার মর্তাদ মণ্ডলের পালেম গ্রামের কৃষক মুতয়ালা মনোহর রেড্ডি হলুদ চাষিদের লোকসানের বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ তাঁর দাবি ছিল, ফসলের পাওনা মূল্যের অভাবে হলুদ চাষের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৷ তাই সমর্থন মূল্য পেতে রাজ্যে একটি বোর্ড প্রতিষ্ঠা করতে হবে । যতদিন না সেই বোর্ড গঠিত হচ্ছে, ততদিন পায়ে চটি পরবেন না বলে পণ করেন তিনি ৷
2011 সালের 4 নভেম্বর এই সিদ্ধান্ত নেন তিনি ৷ জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের কাছে হলুদ বোর্ড স্থাপনের জন্য পিটিশনও দেওয়া হয় । এরপর 2013 সালে তিনি আর্মার থেকে তিরুপতিতে পায়ে হেঁটে যান এবং ভেঙ্কটেশ্বর স্বামীর কাছে প্রার্থনা করেন । অবশেষে সেই দিন এসেছে বহু বছর পর ৷ প্রধানমন্ত্রী মোদির হলুদ বোর্ড গঠনের কথা ঘোষণার সঙ্গে সঙ্গে মনোহর রেড্ডি রবিবার সন্ধ্যায় নিজামবাদ কৃষি বাজার অফিসে পায়ে চটি পরেন ৷ তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, হলুদ বোর্ড গঠনের ঘোষণায় তাঁর স্বপ্ন পূরণ হয়েছে ।
আরও পড়ুন: জন্ম জয়ন্তীতে রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
হলুদ চাষীদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি তেলেঙ্গানা সফরের সময় রবিবার জাতীয় হলুদ বোর্ড গঠনের কথা ঘোষণা করেছেন । মেহবুবনগরের একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কোভিডের পরে হলুদ সম্পর্কে সচেতনতা বেড়েছে এবং বিশ্বব্যাপী চাহিদাও বেড়েছে । আজকের দিনে পেশাগতভাবে আরও মনোযোগ দেওয়া এবং উৎপাদন থেকে রফতানি পর্যন্ত হলুদের মূল্য শৃঙ্খলে একটি উদ্যোগ নেওয়া গুরুত্বপূর্ণ...৷ হলুদ চাষিদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কেন্দ্র একটি জাতীয় হলুদ বোর্ড প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে ৷"
উল্লেখ্য, ভারত হল হলুদের একটি প্রধান উৎপাদক, উপভোক্তা এবং রফতানিকারক । বিশেষত তেলেঙ্গানার কৃষকরা প্রচুর পরিমাণে হলুদ উৎপাদন করেন । নিজামবাদ, নির্মল এবং জাগতিয়াল জেলাগুলি হলুদের ব্যাপক চাষের জন্য পরিচিত । এখানকার হলুদ দেশীয় ও বাণিজ্যিক চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রফতানি করা হয় । হলুদের পাশাপাশি চা, কফি, মশলা, পাট, নারকেল ইত্যাদিরও বোর্ড রয়েছে । এই বোর্ডগুলি কৃষকদের তাঁদের পণ্য বাজারজাত করতে সাহায্য করে ৷
ভোটের মুখে দক্ষিণের এই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাস্তা, রেল, পেট্রলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস ও উ শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে 13,500 কোটিরও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উৎসর্গ করেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।