ETV Bharat / bharat

Nitish Kumar in Controversy: জন্মনিয়ন্ত্রণ প্রসঙ্গে নীতীশের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ, সরব বিজেপি - Nitish Kumar in Controversy

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে বিধানসভায় দাঁড়িয়ে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে ৷ তাঁর ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি ৷ তবে নীতীশের পাশে দাঁড়িয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷

ETV Bharat
নীতীশ কুমার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 10:38 PM IST

পটনা, 7 নভেম্বর: জন্ম নিয়ন্ত্রণ ও নারী শিক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ৷ মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন, যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক ৷

  • भारत की राजनीति में नीतीश बाबू जैसा अश्लील नेता देखा नहीं होगा।

    नीतीश बाबू के दिमाग में एडल्ट "B" Grade फिल्मों का कीड़ा घूस गया है। सार्वजनिक रूप से इनके द्विअर्थी संवादों पर पाबंदी लगानी चाहिए।

    लगता है संगत का रंगत चढ़ गया है!#MemoryLossCM #AslilNitish pic.twitter.com/WFFLrE5brT

    — BJP Bihar (@BJP4Bihar) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিধানসভায় জন্মনিয়ন্ত্রণে নারী শিক্ষার ভূমিকা নিয়ে বক্তব্য রাখছিলেন ৷ সেই সময়ে দম্পতির মধ্যে যৌন মিলন নিয়ে তিনি অশালীন ভঙ্গিতে কিছু কুরুচিকর কথা বলেন বলে অভিযোগ ৷ বিহার সরকার জাতগণনার মাধ্যমে যে তথ্য পেয়েছে তাও এদিন তুলে ধরেন নীতীশ ৷ কিন্তু তাঁর ওই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ আর তার পরেই দানা বাঁধে বিতর্ক ৷

  • #WATCH | Patna: On Bihar CM Nitish Kumar's inappropriate comments in the assembly, Bihar Deputy CM Tejashwi Yadav says, "Let me tell you one thing. It is wrong if someone misinterprets it. The statement of the CM was regarding sex education. People are hesitant whenever the topic… pic.twitter.com/0hwWD4oqr8

    — ANI (@ANI) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টিকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি ৷ নীতীশকে 'নোংরা রাজনীতিবিদ' বলে কটাক্ষ করেছে তারা ৷ নীতীশের বক্তব্যের অংশ এক্স হ্যান্ডেলে শেয়ার করে বিহার বিজেপির তরফে এদিন লেখা হয়, "ভারতের রাজনীতিতে নীতীশ কুমারের মতো অশ্লীল নেতা দেখা যায়নি ৷ ওনার মাথায় প্রাপ্ত বয়স্কদের বি গ্রেড সিনেমার পোকা ঢুকে গিয়েছে ৷ জনসমক্ষে তাঁর এরকম দুরকম অর্থ বিশিষ্ট কথা বলার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত ৷ মনে হয় সঙ্গ দোষের রং দেখা যাচ্ছে ৷"

নীতীশের এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ বিহারের মুখ্যমন্ত্রী আর সভ্যসমাজে থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন তিনি ৷ নীতীশের পদত্যাগ দাবি করেছেন তিনি ৷

  • नीतीश कुमार का मानसिक संतुलन बिगड़ गया है।

    उन्होंने विधानसभा में जिस तरह का अमर्यादित बयान दिया है, उससे वो सभ्य समाज का प्रतिनिधित्व करने लायक नहीं रह गयें है।
    उन्हें इस्तीफ़ा दे देना चाहिए।

    — Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কাকে খালি পুষ্পস্তবক কংগ্রেস নেতার, ভাইরাল হল ভিডিয়ো

তবে নীতীশের পাশে দাঁড়িয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে ৷ তাঁর কথায়, "কোনও বক্তব্যের ভুল করা হলে তা দুর্ভাগ্যজনক ৷ মুখ্যমন্ত্রী যৌনশিক্ষা নিয়ে বলেছেন ৷ এই বিষয়ে আলোচনা করতে সকলেই ইতস্তত বোধ করেন ৷ এই বিষয়ে এখন স্কুলে পড়ানো হয় ৷ জনসংখ্যা কমাতে কী করা উচিত উনি তা বলেছেন, বিষয়টিকে ভুলভাবে না নিয়ে, যৌনশিক্ষা হিসেবে দেখা উচিত ৷"

পটনা, 7 নভেম্বর: জন্ম নিয়ন্ত্রণ ও নারী শিক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ৷ মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন, যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক ৷

  • भारत की राजनीति में नीतीश बाबू जैसा अश्लील नेता देखा नहीं होगा।

    नीतीश बाबू के दिमाग में एडल्ट "B" Grade फिल्मों का कीड़ा घूस गया है। सार्वजनिक रूप से इनके द्विअर्थी संवादों पर पाबंदी लगानी चाहिए।

    लगता है संगत का रंगत चढ़ गया है!#MemoryLossCM #AslilNitish pic.twitter.com/WFFLrE5brT

    — BJP Bihar (@BJP4Bihar) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিধানসভায় জন্মনিয়ন্ত্রণে নারী শিক্ষার ভূমিকা নিয়ে বক্তব্য রাখছিলেন ৷ সেই সময়ে দম্পতির মধ্যে যৌন মিলন নিয়ে তিনি অশালীন ভঙ্গিতে কিছু কুরুচিকর কথা বলেন বলে অভিযোগ ৷ বিহার সরকার জাতগণনার মাধ্যমে যে তথ্য পেয়েছে তাও এদিন তুলে ধরেন নীতীশ ৷ কিন্তু তাঁর ওই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ আর তার পরেই দানা বাঁধে বিতর্ক ৷

  • #WATCH | Patna: On Bihar CM Nitish Kumar's inappropriate comments in the assembly, Bihar Deputy CM Tejashwi Yadav says, "Let me tell you one thing. It is wrong if someone misinterprets it. The statement of the CM was regarding sex education. People are hesitant whenever the topic… pic.twitter.com/0hwWD4oqr8

    — ANI (@ANI) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টিকে হাতিয়ার করে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি ৷ নীতীশকে 'নোংরা রাজনীতিবিদ' বলে কটাক্ষ করেছে তারা ৷ নীতীশের বক্তব্যের অংশ এক্স হ্যান্ডেলে শেয়ার করে বিহার বিজেপির তরফে এদিন লেখা হয়, "ভারতের রাজনীতিতে নীতীশ কুমারের মতো অশ্লীল নেতা দেখা যায়নি ৷ ওনার মাথায় প্রাপ্ত বয়স্কদের বি গ্রেড সিনেমার পোকা ঢুকে গিয়েছে ৷ জনসমক্ষে তাঁর এরকম দুরকম অর্থ বিশিষ্ট কথা বলার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত ৷ মনে হয় সঙ্গ দোষের রং দেখা যাচ্ছে ৷"

নীতীশের এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ বিহারের মুখ্যমন্ত্রী আর সভ্যসমাজে থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন তিনি ৷ নীতীশের পদত্যাগ দাবি করেছেন তিনি ৷

  • नीतीश कुमार का मानसिक संतुलन बिगड़ गया है।

    उन्होंने विधानसभा में जिस तरह का अमर्यादित बयान दिया है, उससे वो सभ्य समाज का प्रतिनिधित्व करने लायक नहीं रह गयें है।
    उन्हें इस्तीफ़ा दे देना चाहिए।

    — Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কাকে খালি পুষ্পস্তবক কংগ্রেস নেতার, ভাইরাল হল ভিডিয়ো

তবে নীতীশের পাশে দাঁড়িয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে ৷ তাঁর কথায়, "কোনও বক্তব্যের ভুল করা হলে তা দুর্ভাগ্যজনক ৷ মুখ্যমন্ত্রী যৌনশিক্ষা নিয়ে বলেছেন ৷ এই বিষয়ে আলোচনা করতে সকলেই ইতস্তত বোধ করেন ৷ এই বিষয়ে এখন স্কুলে পড়ানো হয় ৷ জনসংখ্যা কমাতে কী করা উচিত উনি তা বলেছেন, বিষয়টিকে ভুলভাবে না নিয়ে, যৌনশিক্ষা হিসেবে দেখা উচিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.