পটনা, 5 সেপ্টেম্বর: 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের (Opposition leaders) ঐক্যবদ্ধ করতে উদ্যোগী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)৷ সেই লক্ষ্যেই আজ তিনি দিল্লি যাচ্ছেন ৷ সেখানে কংগ্রেস, বাম ও অন্যান্য অবিজেপি দলের নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি ৷ দিল্লি যাওয়ার আগে নীতীশ ঘুরে গেলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বাড়িতেও (Nitish at Lalu Residence)৷
আজ দুপুরে লালুর (Lalu Prasad Yadav) বাড়িতে গিয়ে তাঁর ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর সঙ্গে দেখা করেন নীতীশ কুমার ৷ সেখানে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালু-পুত্র তেজস্বী যাদবও ৷ আজই দিল্লিতেও যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ রাজধানীর উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেছেন, "লালু যাদবের সঙ্গে কথা বলেছি...আমি দিল্লিও যাচ্ছি ৷ সেখানে আমি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করব ৷ বিকেলে আমরা রাহুল গান্ধির সঙ্গে দেখা করব ৷"
বিশেষ সূত্রে খবর, দুদিন দিল্লিতে থাকবেন নীতীশ কুমার ৷ দিল্লি সফরে তিনি রাহুল গান্ধি ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধি, বাম নেতা ডি রাজা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও অন্যান্য দলের নেতাদের সঙ্গে দেখা করবেন ৷
আরও পড়ুন: বিরোধীরা এক হলে লোকসভায় 50টির বেশি আসন পাবে না বিজেপি, দাবি নীতীশের
গত সপ্তাহে পটনায় তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ অবিজেপি শাসিত রাজ্যগুলির শাসকদের সঙ্গে যে তিনি যোগাযোগ রাখছেন, বিজেপিকে সেই বার্তা স্পষ্ট ভাবে দিয়েছেন তিনি ৷ কে চন্দ্রশেখর রাও 2024 সালে 'বিজেপিমুক্ত ভারত'-এর স্লোগানও তুলেছেন ৷
এর আগে পটনায় জেডিইউ’র জাতীয় কর্মসমিতির বৈঠকে নীতীশ দাবি করেন, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 50-এ নেমে আসতে পারে ৷ বিরোধীদের জোটবদ্ধ হওয়ার ডাক দিয়ে তিনি বলেন, ‘‘দেশের সব বিরোধী রাজনৈতিক দলকে এক করতে আমরা কাজ করছি ৷ আমরা কয়েকদিন আগেই তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর সঙ্গে কথা বলেছি ৷ সেই সঙ্গে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ যদি বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াই করে তবে 2024 সালে তাদের আসন সংখ্যা 50-এ নেমে আসবে ৷’’