ETV Bharat / bharat

Nitin Gadkari Praises Manmohan Singh: আর্থিক সংস্কারে মনমোহনের ভূমিকার প্রশংসায় গড়করি

1991 সালের আর্থিক সংস্কার ভারতকে স্বাধীন অর্থ ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিশা দেখিয়েছে ৷ আর এর জন্য তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari Praises Manmohan Singh for Economic Reforms) ৷

nitin-gadkari-praises-manmohan-singh-for-economic-reforms-as-finance-minister
nitin-gadkari-praises-manmohan-singh-for-economic-reforms-as-finance-minister
author img

By

Published : Nov 9, 2022, 10:55 AM IST

নয়াদিল্লি, 9 নভেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসায় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৷ 1991 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং যে আর্থিক সংস্কার শুরু করেছিলেন তা ভারতের স্বাধীন অর্থ ব্যবস্থা গড় তুলতে নতুন দিশা দেখিয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী (Nitin Gadkari Praises Manmohan Singh for Economic Reforms) ৷ এখানেই থামেননি গড়করি ৷ মনমোহন সিংয়ের যে অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, তার সমর্থনে নীতিন গড়করি বলেন, ‘‘দেশ আজীবন প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে এর জন্য ঋণী থাকবে ৷’’

‘ট্যাক্স ইন্ডিয়া অনলাইনে’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের স্বাধীন অর্থ ব্যবস্থা নিয়ে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, ‘‘ভারতের একটা স্বাধীন আর্থিক নীতি প্রয়োজন ৷ যার উদ্দেশ্য হবে ওই নীতির সুফল গরীব মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া ৷ যার সুবিধা কৃষক এবং অন্যান্য গরীব মানুষও পাবেন ৷’’ কেন্দ্রীয় মন্ত্রী সেই সময়ের কথা স্মরণ করিয়ে বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী সেই সময় যে আর্থিক সংস্কার শুরু করেছিলেন ৷ তখন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি মহারাষ্ট্রে রাস্তা তৈরির জন্য অর্থসংগ্রহ করতে পারতাম ৷’’

আরও পড়ুন: যুদ্ধের আবহে জ্বালানির দাম নিয়ন্ত্রণে সরকার নিরুপায় : নীতিন গড়করি

কীভাবে ভারতীয় অর্থনীতির গতি ত্বরান্বিত হবে ? যে প্রশ্নের জবাবে নীতিন গড়করি জানান, ভারতের এর জন্য আরও ‘ক্যাপেক্স ইনভেস্টমন্ট’ প্রয়োজন ৷ তিনি বলেন, ‘‘ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আরও বেশি করে জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করছে ৷ পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে যে 26টি সবুজ এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে সেই প্রসঙ্গে নীতিন গড়করি জানান, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এই প্রকল্পের জন্য কোনওরকম আর্থিক সংকটের মুখে পড়েনি ৷

নয়াদিল্লি, 9 নভেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসায় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৷ 1991 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং যে আর্থিক সংস্কার শুরু করেছিলেন তা ভারতের স্বাধীন অর্থ ব্যবস্থা গড় তুলতে নতুন দিশা দেখিয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী (Nitin Gadkari Praises Manmohan Singh for Economic Reforms) ৷ এখানেই থামেননি গড়করি ৷ মনমোহন সিংয়ের যে অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, তার সমর্থনে নীতিন গড়করি বলেন, ‘‘দেশ আজীবন প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে এর জন্য ঋণী থাকবে ৷’’

‘ট্যাক্স ইন্ডিয়া অনলাইনে’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের স্বাধীন অর্থ ব্যবস্থা নিয়ে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, ‘‘ভারতের একটা স্বাধীন আর্থিক নীতি প্রয়োজন ৷ যার উদ্দেশ্য হবে ওই নীতির সুফল গরীব মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া ৷ যার সুবিধা কৃষক এবং অন্যান্য গরীব মানুষও পাবেন ৷’’ কেন্দ্রীয় মন্ত্রী সেই সময়ের কথা স্মরণ করিয়ে বলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী সেই সময় যে আর্থিক সংস্কার শুরু করেছিলেন ৷ তখন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসাবে আমি মহারাষ্ট্রে রাস্তা তৈরির জন্য অর্থসংগ্রহ করতে পারতাম ৷’’

আরও পড়ুন: যুদ্ধের আবহে জ্বালানির দাম নিয়ন্ত্রণে সরকার নিরুপায় : নীতিন গড়করি

কীভাবে ভারতীয় অর্থনীতির গতি ত্বরান্বিত হবে ? যে প্রশ্নের জবাবে নীতিন গড়করি জানান, ভারতের এর জন্য আরও ‘ক্যাপেক্স ইনভেস্টমন্ট’ প্রয়োজন ৷ তিনি বলেন, ‘‘ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আরও বেশি করে জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য সাধারণ মানুষের থেকে অর্থ সংগ্রহ করছে ৷ পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে যে 26টি সবুজ এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে সেই প্রসঙ্গে নীতিন গড়করি জানান, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক এই প্রকল্পের জন্য কোনওরকম আর্থিক সংকটের মুখে পড়েনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.